বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত সেপ্টেম্বরে শেষ হওয়া এশিয়া কাপের স্মৃতি ধীরে ধীরে ভুলে যেতে বসেছেন ভক্তরা। তবে অবাক করা বিষয়, এক মাস পেরিয়েও ভারতের হাতে আসেনি প্রাপ্য ট্রফি। এরই মাঝে, গতকাল গাব্বার খারাপ আবহাওয়া এবং বৃষ্টি নিয়ে ভেস্তে যায় ভারত বনাম অস্ট্রেলিয়া পঞ্চম টি টোয়েন্টি ম্যাচ। তাতে 2-1 ব্যবধানে এগিয়ে থেকেই সিরিজ পকেটস্ত করে ভারত। আর এর পরই অস্ট্রেলিয়ার তরফে ট্রফি হাতে তুলেই PCB প্রধান ওরফে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভিকে খোঁচা দিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav On Trophy)। বললেন, ‘অবশেষে একটা ট্রফি স্পর্শ করতে পেরে ভাল লাগছে।’
নকভিকে অপমান করেছেন সূর্য?
গতকাল অন্যান্য দিনের মতোই শুরু হয়েছিল ভারত বনাম অস্ট্রেলিয়া শেষ টি-টোয়েন্টি ম্যাচ। তাতে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারত। তবে সেই ইনিংস বেশিদূর গড়ায়নি। শনিবার, 4 ওভার 5 বলে বিনা উইকেটে অভিষেক শর্মারা 52 রান তোলার পরই খারাপ আবহাওয়ার কারণে বন্ধ হয়ে যায় খেলা। এরপরই নামে বৃষ্টি। তাতে পুনরায় আর ম্যাচ আয়োজন করা যায়নি। ফলে এগিয়ে থেকেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জেতে টিম ইন্ডিয়া। আর এরপরই আসে সেই মুহূর্ত। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে সিরিজ জয়ের ট্রফি পান সূর্যকুমার। আর সেটা হাতে পেতেই এক চমৎকার মন্তব্য করেন ভারতের অধিনায়ক।
শনিবার প্রতিপক্ষের বোর্ডের তরফে প্রাপ্য ট্রফি পাওয়ার পর সূর্য বলেন, ‘অবশেষে ট্রফিটা স্পর্শ করতে পেরে ভাল লাগছে। সিরিজ জেতার পর আমার হাতে যখন ট্রফি তুলে দেওয়া হয়, আমি ট্রফিটাকে অনুভব করি।’ ঠিক একই ভাবে পাকিস্তানকে হারিয়ে গত এশিয়া কাপে ট্রফি জিতেছিল ভারত। তবে সেই ট্রফি হাতে তোলা হয়নি টিম ইন্ডিয়ার। অভিযোগ, পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নকভি ওই ট্রফি নিজের কাছে রেখে দিয়েছেন। যা আজ পর্যন্ত ফিরে পায়নি ভারত। আর সেই আবহে সূর্যের এমন মন্তব্যকে খানিকটা খোঁচার স্বরেই দেখছেন নেট নাগরিকরা। যদিও পাক সমর্থকদের একটা বড় অংশের দাবি, এমন মন্তব্যের মধ্যে দিয়ে PCB প্রধানকে অপমান করেছেন ভারতের অধিনায়ক। যদিও তা নিয়ে প্রতিক্রিয়া জানায়নি টিম ইন্ডিয়া।
অবশ্যই পড়ুন: পন্থের সাথে ইডেন টেস্টে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে জুরেলও! বাদ যেতে পারে এই প্রিয় মুখ
কবে এশিয়া কাপের ট্রফি আসবে ভারতে?
গত শুক্রবার দুবাইয়ে আইসিসির বৈঠকে অংশ নিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ড এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা। সংবাদ সংস্থা পিটিআইয়ের সাথে কথা বলার সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া জানান, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বৈঠকে পাক ক্রিকেট বোর্ডের পাশাপাশি এশিয়ান ক্রিকেট কাউন্সিলর চেয়ারম্যানও ছিলেন। তবে সেখানে এশিয়া কাপের ট্রফি নিয়ে কোনও আলোচনা হয়নি। যদিও পরে ICC আমার এবং নকভির মধ্যে একটি বৈঠক আয়োজন করেছিল। সেখানে ইতিবাচক প্রতিক্রিয়া মিলেছে। কোনও রকম ঝামেলা বা বিবাদ ছাড়াই ওই আলোচনা সম্পন্ন হয়েছে। দুই দেশই সমস্যা সমাধানের জন্য উদ্যোগ নিয়েছে।’ বোর্ড সচিবের বক্তব্যে একটা বিষয় খুব স্পষ্ট, তা হল খুব শীঘ্রই ভারতে আসতে চলেছে এশিয়া কাপের ট্রফি।












