দেশের সবথেকে উঁচু সড়ক থেকে প্রেরণা রয়্যাল এনফিল্ডের নতুন Himalayan-এ, জানুন বিশেষত্ব

Published:

Royal Enfield Himalayan Mana Black Edition Unveiled
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: বাজারে আবারও বিরাট চমক দিলে রয়্যাল এনফিল্ড। ইটালির মিলানে অনুষ্ঠিত EICMA 2025 ইভেন্টে তারা নতুন অ্যাডভেঞ্চার মোটরসাইকেল Royal Enfield Himalayan Mana Black Edition তুলে ধরল। নামে যেমন রাজকীয়, ঠিক বাইকের পেছনে রয়েছে ঐতিহাসিক মানা পাস, যা বিশ্বের সবথেকে উচ্চতম মোটরযোগ্য রাস্তা 5632 মিটার উচ্চতায় অবস্থিত। এই মডেল সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

ডিজাইন এবং লুক

রয়্যাল এনফিল্ড তাদের এই বাইকটিতে এবার নতুনত্বের ছোঁয়া দিয়েছে। হ্যাঁ, বাইকটির বডিতে ব্যবহার করা হচ্ছে ম্যাট মানা ব্ল্যাক ফিনিশ, যা হিমালয়ের শক্তপোক্ততাকে তুলে ধরছে। এমনকি বাইকে রয়েছে একাধিক প্রিমিয়াম এক্সেসরিজ। যেমন ব্ল্যাক র‍্যালি হ্যান্ডগার্ড, ব্ল্যাক র‍্যালি ডুয়াল সিট, র‍্যালি মাডগার্ড এবং ওয়্যার স্পোক টিউবলেস হুইল।

ইঞ্জিন ও পারফরমেন্স

যেমনটা খবর, এই গাড়িটি মূলত Sherpa 450 প্ল্যাটফর্মের উপর নির্মিত হয়েছে, যা রয়্যাল এনফিল্ডের নতুন প্রজন্মের ইঞ্জিন লাইন আপের মূল অংশ। আর এতে দেওয়া থাকবে পাশ 451.65cc এর একটি লিকুইড-কুলড, সিঙ্গল-সিলিন্ডার DOHC ইঞ্জিন। এই যেটি সর্বোচ্চ 39.5 PS পাওয়ার এবং 40 Nm টর্ক উৎপন্ন করতে পারে। এমনকি সাথে 6-স্পিড গিয়ার বক্স দেওয়া হচ্ছে এবং স্লিপ-অ্যান্ড-অ্যাসিস্ট ক্লাচের সুবিধা থাকছে। রয়্যাল এনফিল্ড দাবি করছে, এই বাইকটি 3.43 লিটার পেট্রোলে 100 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে।

তবে এই বাইকের ড্রাই ওয়েট মোটামুটি 181 কেজি, আর কার্ব ওয়েট পড়বে 195 কেজি। পাশাপাশি গ্রাউন্ড ক্লিয়ারনেস 230 মিমি, যা পাহাড়ি পথে সেরা পারফরমেন্স দেবে। এদিকে সিটের উচ্চতা 807 মিলিমিটার, আর সামনে 43 মিলিমিটার আপসাইড-ডাউন ফর্ক দেওয়া থাকছে ও পিছনে রয়েছে লিঙ্কেজ-টাইপ মনোশক।

এদিকে ব্রেকিংয়ের জন্য দেওয়া হচ্ছে যথেষ্ট শক্তিশালী সিস্টেম। সামনের চাকায় 320 মিলিমিটার ভেন্টিলেটেড ডিস্ক এবং পিছনের চাকায় 270 মিলিমিটার ডিস্ক ব্রেক থাকছে। সঙ্গে দেওয়া হবে ডুয়াল চ্যানেল সুইচেবল ABS, যা অফ রোডে সম্পূর্ণ নিরাপদে নিয়ন্ত্রণ করা যাবে। আর ড্যাশবোর্ডে 4 ইঞ্চির ডিসপ্লে থাকবে, যেখানে গুগল ম্যাপ নেভিগেশন, রাইড মোড সম্পর্কিত বিস্তারিত তথ্য দেখা যাবে।

আরও পড়ুনঃ ফোন নম্বর লিঙ্ক না থাকলে হবে না এনুমারেশন ফর্ম পূরণ! অনলাইনে কীভাবে করবেন দেখুন

দাম কত এই মডেলের?

ইউরোপে এই বাইকের বুকিং ইতিমধ্যে শুরু হয়েছে। ইতালিতে মোটামুটি দাম রাখা হয়েছে 6600 ইউরো। যুক্তরাজ্যে ভারতীয় মুদ্রায় দাম পড়বে 7.46 লক্ষ টাকা। তবে ভারতে খুব শীঘ্রই এই মডেল লঞ্চ হতে পারে বলে খবর।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join