বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ টালবাহানার পর অবশেষে পরীক্ষা পেরিয়ে প্রকাশিত হয়েছে SSC-র ফলাফল। কিন্তু তারপরেও কাটল না জট (SSC Result Controversy)! জেলে বসে পরীক্ষা দেওয়া সত্ত্বেও স্কুল সার্ভিস কমিশনের প্রকাশিত ফলাফলে অনুপস্থিত চাকরিপ্রার্থী আব্দুস সাত্তারের নাম। এবার তা নিয়েই কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হতে চলেছেন তিনি। আপাতত যা খবর, আগামীকাল অর্থাৎ সোমবার বিচারপতি অমৃতা সিনহার সামনে আব্দুসের বিড়ম্বনার কথা রাখবেন তাঁর আইনজীবী ফিরদৌস শামিম।
কেন অনুপস্থিত দেখানো হল আব্দুসকে?
চাকরিপ্রার্থী আব্দুস যাতে জেলে বসে পরীক্ষা দিতে পারে সে কথা আগেই কলকাতা হাইকোর্টে জানিয়ে দিয়েছিল রাজ্য। সেই মতোই, জেলের ভেতরে বসেই স্কুল সার্ভিস কমিশনের নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দিয়েছিলেন ওই চাকরিপ্রার্থী। তবে ফল প্রকাশিত হতেই চোখ কপালে ওঠে। দেখেন প্রকাশিত ফলাফলে অনুপস্থিত দেখানো হয়েছে তাঁকে। আর তাতেই এবার স্কুল সার্ভিস কমিশনের ভূমিকাকে কাঠগড়ায় তুললেন ওই চাকরিপ্রার্থীর আইনজীবী। তাঁর প্রশ্ন, “আব্দুসের বদলে তাহলে পরীক্ষায় বসল কে?”
বলাই বাহুল্য, বোলপুর সংশোধনাগারে বিচারাধীন আব্দুস সাত্তারকে জেলের ভেতরে বসেই স্কুল সার্ভিস কমিশনের নবম, দশম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় বসার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। সেই মতোই সুষ্ঠুভাবে পরীক্ষার পর প্রতিটি উত্তরপত্র নির্দিষ্ট লক নম্বর সহ পাঠানো হয়েছিল। তাছাড়াও আব্দুসের উত্তরপত্র সংরক্ষিত রয়েছে বলেও রাজ্যের তরফে আশ্বস্ত করা হয়েছিল। তবে, ফলাফল প্রকাশিত হতেই বদলে গেল ছবিটা।
নিজের মক্কেলের নাম স্কুল সার্ভিস কমিশনের ফলাফলে অনুপস্থিত দেখে এবার কমিশনের ভূমিকাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে আইনজীবী ফিরদৌস শামিম বলেন, “হাইকোর্টের নির্দেশে জেলের ভেতরে বসে পরীক্ষা দেওয়া সত্ত্বেও কীভাবে স্কুল সার্ভিস কমিশনের ফলাফলে অ্যাবসেন্ট চাকরিপ্রার্থী? এর উত্তর দিতেই হবে!”
অবশ্যই পড়ুন: ‘মানব পাচার কাণ্ডে ইডির জালে তৃণমূল নেতা, উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা!’ দাবি বিজেপির
উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের ফল প্রকাশিত হয়ে গেলেও নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ এই মুহূর্তে নির্ভর করছে অতিরিক্ত নম্বর দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে করা মামলার ফয়সলার উপরেই। এ প্রসঙ্গে আগেই কলকাতা হাইকোর্টের বিচারপতির সিনহা জানিয়ে দিয়েছেন, পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়ে গেলেও তার ভবিষ্যৎ নির্ভর করবে ওই মামলার ফলাফলের উপর। জানা গিয়েছে, এই মামলার পরবর্তী শুনানি আগামী 12 নভেম্বর।












