Top 10: বুলেট ট্রেনের ষ্টেশন, শিশু কন্যাকে ধর্ষণ, ২৩০ কিমি/ঘণ্টার টাইফুন! আজকের সেরা ১০ খবর

Published:

Top 10 Bengali News
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৯ নভেম্বর। দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bengali News) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বুলেট ট্রেনের ষ্টেশন, শিশু কন্যাকে ধর্ষণ, ২৩০ কিমি/ঘণ্টার টাইফুন, সবকিছুই রয়েছে আজকের এই প্রতিবেদনে। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) শূন্যপদ বাড়াতে পারে এসএসসি

গত শুক্রবার এসএসসি একাদশ-দ্বাদশ শ্রেণীর নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত করেছে। সেখানে মোট শূন্যপদ ছিল ১২,৫১৪টি। তবে জানা যাচ্ছে, এবার নাকি ৭০০ থেকে ৮০০ শূন্যপদ আবারও বাড়তে পারে। মূলত নতুন পরীক্ষার্থীদের দাবির জন্যই শূন্যপদ বাড়ানোর তোড়জোড় শুরু হয়েছে। আগামী বুধ বা বৃহস্পতিবার এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। আর সেখানেই তৈরি হবে ইন্টারভিউ তালিকা। ৮০ নম্বরের উপর ভিত্তি করে ইন্টারভিউ নেওয়া হবে। তবে নিয়োগ প্রক্রিয়া নিয়ে থেকে যাচ্ছে জটিলতা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) পিএনবি জালিয়াতিতে মেহুল চোকসির ৪৬ কোটি টাকার সম্পত্তি নিলামের রায়

পিএনবি কান্ডে মেহুল চোকসির ৪৬ কোটি টাকার সম্পত্তি নিলামের রায় দিল এবার আদালত। হ্যাঁ, ২৩ হাজার কোটি টাকা জালিয়াতি হয়েছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে। তার সঙ্গে মূল অভিযুক্ত ছিল মেহুল চোকসি। তার ১৩টি সম্পত্তির নিলামের রায় দিয়েছে মুম্বাইয়ের এক আদালত। এমনকি সেই অর্থ আদালতের ফিক্সড ডিপোজিট হিসেবে সংরক্ষণ করে রাখা হবে। এর মধ্যে ২.৬ কোটি টাকার চারটি ফ্ল্যাট, বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে ভারত ডায়মন্ড বোরস ভবনের একটি বাণিজ্যিক ইউনিট আর ১৪টি গাড়ি রাখার পার্কিং স্পেস রয়েছে, যার মোট মূল্য ১৯.৭ কোটি টাকা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) এসআইআর নিয়ে শুভেন্দু অধিকারীর ভিডিও পোস্ট

বাংলা জুড়ে শুরু হয়েছে এসআইআর বা ভোটার তালিকার নিবিড় সংশোধন। তবে এ নিয়ে এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভিডিও পোস্ট করলেন। তিনি লিখেছেন, এসআইআর শুরু হতেই রাজ্যে অদ্ভুত দৃশ্য দেখা যাচ্ছে। এমন সব তথ্য উঠে আসছে, যা সত্যি ভাবার বাইরে। কখনো কখনো রাজারহাট-নিউটাউন এলাকায় অবৈধ বাংলাদেশি কলোনির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। আবার কখনও গুলশান কলোনিতে গোলকধাঁধায় পড়ছে বুথ লেভেল অফিসাররা। সেখানকার আবাসিকদের মধ্যে ৮৫ শতাংশ বহিরাগত। এমনকি ২ লক্ষ লোক থাকা সত্ত্বেও মাত্র ৪০০০ ভোটার। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) মানব পাচার কাণ্ডে ইডির জলে পড়ল তৃণমূল নেতা

পশ্চিমবঙ্গে বড়সড় সেক্স র‍্যাকেট ও মানব পাচারের পর্দা ফাঁস করল এবার ইডি। আর সেই তালিকায় নাম উঠে আসল আজমল সিদ্দিকী নামক এক সন্দেহেভাজনের। এবার তাকে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক হিসেবে দাবি করেছেন বিজেপির দলের প্রধান অমিত মালব্য। হ্যাঁ, এক্স হ্যান্ডেলে অমিত মালব্য লিখেছেন, তৃণমূলের আরও এক উল্লেখযোগ্য মুখ উন্মোচিত হল। তৃণমূল সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক আজমল সিদ্দিকী একটি বিরাট সেক্স র‍্যাকেট পরিচালনা ও দুর্নীতির মধ্য দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করতেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) ২৪০০ কোটি টাকা খরচ করে আহমেদাবাদে তৈরি হচ্ছে বুলেট ট্রেনের স্টেশন

বন্দে ভারত, তেজস এক্সপ্রেসের পর এবার ভারতে আসছে অত্যাধুনিক বুলেট ট্রেন। আহমেদাবাদে নির্মিত বুলেট ট্রেন ষ্টেশন নিয়ে বেশ কিছু তথ্য জানা যাচ্ছে। হ্যাঁ, সম্প্রতি রেলমন্ত্রী আহমদাবাদ স্টেশন পরিদর্শন করেছেন এবং সেখানে স্টেশনের পুনঃনির্মাণ ও বুলেট ট্রেন প্রকল্প পর্যালোচনা করেছেন। তিনি বলেছেন, দেশ জুড়ে ১৩০০টি স্টেশনের পুনঃনির্মাণ করা হচ্ছে। আর এই স্টেশনগুলির মধ্যে বেশ কিছু ১৫০ বছরেরও বেশি পুরনো। ফলে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই নতুন করে সাজানো হচ্ছে সেগুলি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) ঘণ্টায় ২৩০ কিলোমিটার বেগে ফিলিপিনসে টাইফুন ফাং-ওয়ং

ঘন্টায় ২৩০ কিলোমিটার বেগে ফিলিপিনসে এবার আঘাত হানল টাইফুন ফাং-ওয়ং। ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর, এমনকি আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। জানা যাচ্ছে, এই ঝড়ের দাপটের জেরে সেখানকার সাধারণ মানুষের হাল একেবারে বেহাল অবস্থা। সম্প্রতি টাইফুন কালমায়েগি আছড়ে পড়ে। সেখানেও বহু মানুষের প্রাণহানি হয়। তবে আবহাওয়া দপ্তরের মতে, এই ঝড়ের গতিবেগ ঘন্টায় ১৮৫ কিলোমিটার পর্যন্ত ছিল। অন্যদিকে ঝোড়ো হাওয়া ঘন্টায় ২৩০ কিলোমিটারে পৌঁছেছে। মোটামুটি ১৬০০ কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) তারকেশ্বরে চার বছরের কন্যাকে ধর্ষণ

বাংলায় ফের মর্মান্তিক ঘটনা হুগলির তারকেশ্বরে। এবার এক চার বছরের শিশুকেই ধর্ষণের অভিযোগ উঠল। তাও শিশুটি যখন পরিবারের সঙ্গে ঘুমন্ত অবস্থায় ছিল, তখনই তাকে অপহরণ করা হয় এবং শারীরিক ও যৌন নির্যাতন করা হয়। জানা যাচ্ছে, মশারির ভেতরে ওই পরিবার ঘুমাচ্ছিল। শনিবার ভোরে কিছু অজ্ঞাত দুষ্কৃতী মশারি কেটে ঘুমন্ত মেয়েটিকে অপহরণ করে নিয়ে পালিয়ে যায়। তারপর মেয়েটিকে খুঁজতে শুরু করলে রেলওয়ে স্টেশনের কাছে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) ১২ নভেম্বর বাংলার ডিএ মামলার রায়

আগামী ১২ নভেম্বর বাংলার ডিএ মামলায় রায়ের আয়োজন হতে পারে বলে আশাবাদী সরকারি কর্মচারীরা। এ বিষয়ে ফেসবুকে মলয় মুখোপাধ্যায় লিখেছেন, আগামী বুধবার দুপুর তিনটে থেকে মাননীয় বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছে। আশা করা হচ্ছে, ওই দিন ডিএ মামলায় রায় দেওয়া হতে পারে। তবে এর আগে মলয়বাবু সাক্ষাৎকারে জানিয়েছিলেন, অক্টোবর মাসের শেষের দিকে রায় হতে পারে। কিন্তু নভেম্বর মাস পরে গেলেও কোনওরকম হেলদোল নেই। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) একসঙ্গে ২৫০০ লোকের নাম বাদ বাংলার বাড়ি প্রকল্প থেকে

বাংলার বাড়ি প্রকল্প নিয়ে এবার বিরাট পদক্ষেপ নিয়েছে প্রশাসন। এবার কয়েক হাজার মানুষের নাম আবাস যোজনা প্রকল্প থেকে মুছে যেতে চলেছে। হ্যাঁ, বাংলার বাড়ির দ্বিতীয় দফায় দক্ষিণ ২৪ পরগনার উপভোক্তা যাচাই প্রক্রিয়া শুরু হয়েছে, যা একদম শেষ পর্যায়ে। তবে সমীক্ষা চলাকালীন প্রশাসনের হাতে কিছু বিস্ফোরক তথ্যে উঠে এসেছে। জানা যাচ্ছে, আড়াই হাজারের বেশি উপভোক্তা টাকা নিয়ে কোনওরকম কাজ শুরু করেনি। আর নির্দিষ্ট মানদন্ড বা শর্ত কোনওটাই পূরণ করেনি। সেক্ষেত্রেই এবার তাদের নাম বাদ যাবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) ঢাকার রাজপথে ৭০০০ পুলিশ

ঢাকার রাজপথে হঠাৎ ৭০০০ পুলিশ। হল টা কী? জানা যাচ্ছে, ওপার বাংলার প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনার সামনেও মোতায়ন করা হয়েছে বিরাট পুলিশ কর্মী। শনিবার বিকেল চারটে থেকে পাঁচটা পর্যন্ত টানা এক ঘন্টা বাংলাদেশে রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ ১৪২টি জায়গায় বিরাট মহড়া চালিয়েছে বাংলাদেশ পুলিশ। জানা গেছে, ইউনূসের বাসভবনের পাশাপাশি ঢাকার হাইকোর্ট, বঙ্গভবন, প্রধান উপদেষ্টার কার্যালয় সহ বেশ কিছু জায়গায় মহড়া চালিয়েছে তারা। এমনকি স্থানীয় মানুষজন সেই মহড়ায় যথেষ্ট সহযোগিতা করেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join