সহেলি মিত্র, কলকাতাঃ শিয়ালদা বিভাগের যাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। এবার শিয়ালদা থেকে বিহার যাওয়া আরও সহজ। নতুন এক অসংরক্ষিত স্পেশাল ট্রেনের ঘোষণা করল পূর্ব রেল। এই বিশেষ ট্রেনটি শিয়ালদা টু বিহারের জয়নগর (Sealdah Jaynagar Train) অবধি যাবে। আগামীকাল সোমবার অর্থাৎ ১০ নভেম্বর ট্রেনটি শিয়ালদা থেকে ছাড়বে।
বিহারের জন্য বিশেষ ট্রেনের ঘোষণা রেলের
ইতিমধ্যে এই বিশেষ অসংরক্ষিত স্পেশাল ট্রেনের সম্পর্কে বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ব রেল। এই বিজ্ঞপ্তি অনুযায়ী, ০৩১৮৯ শিয়ালদা জয়নগ সোমবার বিকেল ১৫:৪০টা মিনিটে হাওড়া থেকে ছাড়বে। এরপর সেই ট্রেনটি পরের দিন সকাল ৭টা নাগাদ বিহারের জয়নগরে পৌঁছাবে। এরপর ফিরতি পথে ট্রেন নম্বর ০৩১৯০ জয়নগর-শিয়ালদা অসংরক্ষিত স্পেশাল ১১ নভেম্বর সকাল ১০টার সময়ে জয়নগর থেকে ছাড়বে এবং এরপর সেটি শিয়ালদা ঢুকবে পরের দিন রাত ১:৩০টার সময়ে।

জানুন রুট
এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে যাত্রাকালে ট্রেনগুলির রুট কী হবে? এই বিষয়েও রেল স্পষ্ট জানিয়ে দিয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, ট্রেনটি যাত্রাপথে নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর এবং জসিডিহতে। এমনিতে ভারতীয় রেলের ওপর নির্ভর করে রয়েছে অগুনতি মানুষের রুটি, রোজগার, জীবিকা। সে সাধারণ ঘরের মানুষ হোক বা উচ্চবিত্ত, বর্তমান সময়ে বেশিরভাগ মানুষের এখন কোথাও ভ্রমণের ক্ষেত্রে ট্রেনই ভরসা হয়ে উঠেছে। রেলের তরফে প্রতিদিনই বিভিন্ন রুটে অগুনতি ট্রেন চালানো হচ্ছে। আবার ভিড়ের কথা মাথায় রেখে অতিরিক্ত বা স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। আর সেসবের কথা মাথায় রেখেই বা বলা ভালো ধারাবাহিকতা বজায় রেখে এবার শিয়ালদা টু জয়নগর অসংরক্ষিত স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করল রেল।












