সাইবার ফ্রড, হ্যাকিং থেকে বাঁচাবে এই App! আজই ফোনে ইনস্টল করার পরামর্শ সরকারের

Published:

M Kavach 2 App government cyber security app download to prevent hacking
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ডিজিটালাইজেশনের দুনিয়ায় পাল্লা দিয়ে বাড়ছে সাইবার ক্রাইম। স্মার্টফোন হোক কিংবা ল্যাপটপ, হ্যাকারদের ফাঁপরে পড়লে নিমেষে ফাঁকা হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। চোখের পলক পড়ার আগেই সমস্ত গোপনীয় ছবি, ভিডিও সহ একাধিক তথ্য চলে যাবে হ্যাকারের পকেটে। তাই জালিয়াতি থেকে বাঁচতে সরকারের পরামর্শ মতো চলাই সবচেয়ে শ্রেয়।

অনেকেই হয়তো জানেন, ভারত সরকারের তরফে স্মার্টফোন ব্যবহারকারীদের একটি অ্যাপ (Government Cyber Security App) নিজেদের ফোনে ইন্সটল করতে বলা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এম কবচ 2 অ্যাপলিকেশনটি ব্যবহারকারীদের স্মার্টফোনে ইন্সটল করা থাকলে সেটি অ্যান্টি ভাইরাসের মতোই কাজ করবে। মূলত হ্যাকারের জারি জুরি রুখতেই এই অ্যাপটিকে সাইবার ক্রাইমের সাথে লড়াইয়ে বর্ম হিসেবে ব্যবহার করতে চাইছে কেন্দ্র।

এম কবচ 2 ব্যবহারের সুবিধা

নবভারত টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, এম কবচ 2 অ্যাপ্লিকেশনটি তৈরি হয়েছে ভারত সরকারের ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রণালয়ের হাত ধরে। বিশেষজ্ঞ মহলের দাবি, এই অ্যাপ স্মার্টফোনে ইনস্টল করা থাকলে সেটি বিভিন্ন ডেটা চুরি, ভাইরাস রোধ, হ্যাকিং প্রতিরোধ এবং অনুমোদন ছাড়া অ্যাক্সেস নেওয়া থেকে আটকাবে জালিয়াতদের। শুধু তাই নয়, গোটা স্মার্টফোন স্ক্যান করে তাতে থাকা দুর্বলতাগুলি ব্যবহারকারীর সামনে নিয়ে আসবে এই অ্যাপ। এক কথায় স্মার্টফোনে থাকা ব্যবহারকারীর যাবতীয় তথ্য, ছবি এবং ভিডিও সুরক্ষিত রাখতে বর্মের মতো কাজ করবে এম কবচ 2।

একাধিক রিপোর্ট অনুযায়ী, এই এম কবচ 2 অ্যাপটিতে থাকছে থ্রেট অ্যানালাইজার নামক একটি অপশন। এর সাহায্যে ব্যবহারকারী তাঁর ফোনে ইন্সটল করা বিভিন্ন অ্যাপগুলিকে মেশিন লার্নিং পদ্ধতিতে চেক করার পর সেগুলির মধ্যে থাকা বিপদজনক অ্যাপগুলিকে চিহ্নিত করতে পারবেন। এছাড়াও ফোনের মধ্যে থাকা কোনও থার্ড পার্টি অ্যাপ বা অজানা উৎস থেকে ডাউনলোড করা ফাইল সম্পর্কে ব্যবহারকারীকে অ্যালার্ট করবে এই অ্যাপ্লিকেশন।

অবশ্যই পড়ুন: এবার মিসড কলের মাধ্যমেই করুন পেমেন্ট, শুরু UPI 123Pay পরিষেবা

তৃতীয় সুবিধা হিসেবে এই অ্যাপে থাকছে সিকিউরিটি অ্যাডভাইজার অপশন। এই সিকিউরিটি অ্যাডভাইজার ব্যবহারকারীর গোটা স্মার্টফোনের নিরাপত্তা স্থিতি পরীক্ষা করবে। এছাড়াও স্মার্টফোনটি হ্যাক করা হচ্ছে কিনা কিংবা সেটি কেউ ট্র্যাক করছে কিনা সেটাও জানিয়ে দেয় এই বিশেষ অপশন। এছাড়াও ওয়াইফাই এবং হটস্পট ব্যবহারে নিরাপত্তার ক্ষেত্রেও যথেষ্ট গুরুত্বপূর্ণ এই বিশেষ অপশনটি।

এগুলি ছাড়াও এই অ্যাপে ব্যবহারকারীরা পাবেন হিডেন ব্য ব্যানড অর্থাৎ সরকারের তরফে নিষিদ্ধ হয়ে যাওয়া অ্যাপ চিহ্নিত করার অপশন। এর মাধ্যমে ব্যবহারকারীরা জানতে পারবেন তাঁদের ফোনে এমন কোনও অ্যাপকিশন ইনস্টল রয়েছে কিনা যেটি সরকারের তরফে পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে, এদিকে সেটি তার ফোন থেকে যাবতীয় ডেটা চুরি করছে। এর পাশাপাশি এই অ্যাপে পাওয়া যাবে অতিরিক্ত নিরাপত্তার জন্য অ্যাপ লকার, অ্যাপ আপডেট পরিসংখ্যান এবং অ্যাডওয়্যার স্ক্যানার। যার মাধ্যমে স্ক্যান করে ফোনে অবাঞ্চিত বিজ্ঞাপন বা গোপনীয় তথ্য ফাঁস হওয়া থেকে বাঁচতে পারবেন ব্যবহারকারী।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join