বিক্রম ব্যানার্জী, কলকাতা: অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ শেষ করে লাল বলের ক্রিকেটে ফিরছে ভারত। গত অক্টোবরে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে দুরমুশ করার পর এবার দক্ষিণ আফ্রিকার (India Vs South Africa) বিপক্ষে মাঠ দখল করবে গিল অ্যান্ড কোম্পানি। তবে এ দল যে ওয়েস্ট ইন্ডিজের থেকে অনেক বেশি শক্তিশালী, সেটা ভারতীয় প্লেয়ারদের অজানা নয়। শেষবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে প্রোটিয়ারা। কাজেই সে দলের বিপক্ষে জয় খোঁজাটা কিছুটা হলেও চ্যালেঞ্জিং হবে টিম ইন্ডিয়ার পক্ষে। এরই মাঝে দক্ষিণ আফ্রিকার এক ভয়ঙ্কর ব্যাটসম্যানকে নিয়ে সতর্ক হল ভারত!
সিরিজের আগেই এই প্রোটিয়া তারকাকে নিয়ে সতর্ক ভারত!
শেষবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে জিতিয়েছিলেন তিনি। হ্যাঁ, প্রোটিয়া দলের অধিনায়ক টেম্বা বাভুমাকে নিয়ে না চাইতেও বাড়তি সতর্কতা নিতে হচ্ছে ভারতীয় দলকে। বলা বাহুল্য, সদ্য শেষ হওয়া বেসরকারি টেস্টে ভারতের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে দক্ষিণ আফ্রিকার এ দল। সেই আসরে ব্যাট হাতে দাপিয়ে খেলেছিলেন অধিনায়ক বাভুমা। ভারতের বিরুদ্ধে 5 উইকেটে জয়ের দ্বিতীয় বেসরকারি টেস্টে 59 রান করেন টেম্বা। শুরুর দিকে ব্যর্থ হলেও ভারতীয় দলের বিরুদ্ধে হঠাৎ জ্বলে উঠলেন এই তারকা ক্রিকেটার। আর সেটাই চিন্তায় রেখেছে টিম ইন্ডিয়াকে।
ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের দাবি, ভারতীয় এ দলের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্টে বাভুমা যেভাবে আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিং করে দলকে জেতালেন তাতে বোঝাই যাচ্ছে মূল আসরে তিনি কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। তাছাড়াও টেস্ট ক্রিকেটে এই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারের ফর্ম দুর্দান্ত। সবমিলিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দক্ষিণ আফ্রিকাকে জেতানো অধিনায়ককে নিয়ে ইডেন টেস্টের আগেই সতর্ক ভারতীয় দল।
অবশ্যই পড়ুন: শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ! কবে, কোথায় ফ্রিতে দেখবেন জানুন
উল্লেখ্য, ভারতীয় এ দলের বিপক্ষে অধিনায়ক বাভুমার দুর্দান্ত ব্যাটিং দক্ষিণ আফ্রিকার বাকিদের আত্মবিশ্বাস জোগালেও ভারতের বিপক্ষে কিন্তু আদতে এই প্রোটিয়া তারকার ফর্ম খুব একটা আহামরি নয়। বলে রাখি, 2015 সালে প্রথম ভারত সফরে আসেন বাভুমা। সেই দিন থেকে আজ পর্যন্ত এদেশের মাটিতে তিনি মোট 4টি টেস্ট খেলেছেন। সেই আসরে করেছেন মাত্র 152 রান। তবে ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে পরিস্থিতি একটু আলাদা। ভারতের বিপক্ষে মূল টেস্টের আগে ছন্দে ফিরেছেন বাভুমা। তাছাড়াও বিগত দিনগুলিতে লাল বলের ক্রিকেটে ক্রমাগত রান করেছেন তিনি। কাজেই তাঁর বিরুদ্ধে সচেতন থেকেই মাঠে নামতে হবে ভারতকে।












