বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশকে ব্যবহার করে ভারতে সন্ত্রাসী হামলার ছক কষছে পাকিস্তান! বিভিন্ন পাক জঙ্গি সংগঠনগুলি ওপারের মাটিকে ব্যবহার করে এদেশে বড়সড় নাশকতা ছড়ানোর চেষ্টা করছে! বিগত দিনগুলিতে এমন বক্তব্যেই সতর্ক করেছিলেন ভারতীয় গোয়েন্দারা। এবার সেই কথাই কার্যত অক্ষরে অক্ষরে ফলে গেল! জানা গিয়েছে, অপারেশন সিঁদুরের বদলা নিতে নাকি ভারতে নাশকতার ছক কষছে লস্কর ই তৈবার প্রধান হাফিজ সইদ (Hafiz Saeed Plotting To Attack India)! এমনটাই দাবি করলেন পাকিস্তানি জঙ্গি সংগঠনটির শীর্ষস্থানীয় নেতা হাফিজের ঘনিষ্ঠ সইফুল্লাহ সইফ।
বাংলাদেশকে ব্যবহার করে ভারতে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা!
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, গত অক্টোবরের 30 তারিখ নাগাদ পাকিস্তানের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার প্রধান হাফিজের ঘনিষ্ঠ সাইফুল্লাহ একেবারে স্পষ্ট জানান, “হাফিজ কিন্তু চুপ করে বসে নেই। তিনি বাংলাদেশকে ব্যবহার করে ভারতে বড়সড় হামলার পরিকল্পনা করছেন।” যেই দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বেশ কয়েকটি সূত্র দাবি করছে, বাংলাদেশে লস্কর ই তৈবার বিভিন্ন গুপ্তচর এবং কুখ্যাত জঙ্গিদের সক্রিয় করা হয়েছে। তাঁরাই হাফিজের কথামতো বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করে ভারতে বড়সড় নাশকতার ছক কষছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ভারতের অপারেশন সিঁদুরের বদলা নিতে পাকিস্তানের জঙ্গি সংগঠনটি যে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে সেটা ইউনূসের চোখের আড়ালে নয়। ওপার বাংলার প্রধান উপদেষ্টা নাকি এ বিষয়ে আগেই তথ্য পেয়ে গিয়েছিলেন!
অবশ্যই পড়ুন: ধোনির দলে আসবে তারকা প্লেয়ার, এবার রবীন্দ্র জাদেজাকে ছাড়তে পারে CSK
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া লস্কর জঙ্গি নেতার ভিডিওটিতে তাঁকে বলতে শোনা গিয়েছে, “এই মুহূর্তে আমেরিকা আমাদের সাথে রয়েছে। এদিকে বাংলাদেশ পাকিস্তানের অনেকটাই কাছাকাছি এসেছে।” এক কথায়, জঙ্গি নেতা সইফুল্লাহ বোঝাতে চেয়েছেন, ভারতে সন্ত্রাসী হামলা চালানোর জন্য সব রকম সাহায্য পাচ্ছেন তারা! অভিজ্ঞ মহলের মতে, একেবারে খোলাখুলি ভারতকে নিয়ে এমন বক্তব্য যথেষ্ট উদ্বেগের! যদিও এ প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনও বক্তব্য আসেনি বাংলাদেশের তরফে। এদিকে বিভিন্ন গোয়েন্দা সূত্র এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া জঙ্গি নেতার ভাষণ শোনার ভারত বাংলাদেশ সীমান্তে জোরদার করা হয়েছে নিরাপত্তা।












