ভুটান যাওয়া নিয়ে চিন্তা শেষ! কলকাতা থেকে এক বাসেই জয়গাঁও, দেখুন ভাড়া সহ সময়সূচী

Published:

Kolkata Bhutan Bus Service Volvo bus service from Jaigaon to Kolkata
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভুটান যাওয়া নিয়ে আর ঝক্কি পোয়াতে হবে না ভ্রমণপিপাসুদের (Kolkata Bhutan Bus Service)। কলকাতা থেকেই এক বাসে পৌঁছে যাওয়া যাবে উত্তরবঙ্গের জয়গাঁও। সেখান থেকেই পৌঁছে যেতে পারবেন ভুটান। তাছাড়াও এসি বাসের আরামদায়ক যাত্রাপথেই দেখে নিতে পারবেন ডুয়ার্সের বিভিন্ন মনোরম পর্যটন কেন্দ্রগুলি। যাত্রীদের সুবিধার্থে এবার ভারত-ভুটান সীমান্ত শহর জয়গাঁও থেকে কলকাতা, চালু হয়ে গেল ভলভো বাস পরিষেবা। জেনে নিন বাসের ভাড়া এবং সময়সূচী।

কলকাতা থেকে এক বসেই জয়গাঁও

একাধিক রিপোর্ট অনুযায়ী, প্রথমবারের মতো ভারত এবং ভুটানের সীমান্ত লাগোয়া শহর জয়গাঁও থেকে ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে এসি ভলভো বাস পরিষেবা। খোঁজ নিয়ে জানা গেল, আলিপুরদুয়ারের জয়গাঁও থেকে বিকেল 4টেতে ছাড়বে ওই এসি বাসটি। এরপর জলদাপাড়ায় পৌঁছবে, সাড়ে চারটে নাগাদ। সেখান থেকে বীরপাড়া বাইপাস হয়ে নাগরাকাটায় সাড়ে পাঁচটা নাগাদ পৌঁছবে বাসটি। সেখান সেখান থেকে চালসা হয়ে লাটাগুড়ি এবং সেখান থেকে ময়নাগুড়ি হয়ে শিলিগুড়ি বাইপাস ধরে নৌকাঘাট হয়ে সরাসরি কলকাতার উদ্দেশ্যে রওনা দিবে ওই ভলভো বাস। একইভাবে কলকাতা থেকেও একই পথ ধরে পরের দিন ফিরে যাবে বাসটি।

অবশ্যই পড়ুন: ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল হতে পারে ইডেনে, বাকি ম্যাচ কোথায়? জেনে নিন

ভাড়া কত?

জানা গিয়েছে, উত্তরবঙ্গের সীমান্ত শহর জয়গাঁ থেকে চালু হওয়া ভলভো বাসটি সম্পূর্ণরূপে শীততাপ নিয়ন্ত্রিত। এছাড়াও এই বাসে রয়েছে স্লিপার, বায়ো টয়লেট, ডিজিটাল স্ক্রিন সহ একাধিক সুবিধা। ব্যবসায়ী মহলের দাবি, ডুয়ার্সের পর্যটনক্ষেত্রে এই বাস যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। জানা যাচ্ছে, পর্যটকদের সুবিধার্থে আগামী দিনে কলকাতা থেকে জয়গাঁর দীর্ঘ যাত্রাপথে আরও কিছু স্টপেজ যুক্ত হতে পারে।

এবার আসে যাক বাসটির ভাড়া প্রসঙ্গে। জানা গিয়েছে, 36 সিটের ওই এসি ভলভো বাসটিতে যদি কেউ জয়গাঁ থেকে সরাসরি কলকাতার উদ্দেশ্যে যাত্রা করেন তবে তাঁকে ভাড়া বাব 2,000 টাকা খরচ করতে হবে। এভাবে যাত্রা পথ যত কম হবে ভাড়ার পরিমাণও ততই কমবে। জানা গিয়েছে, এই বাসের টিকিট মিলবে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে।

যাত্রীদের একটা বড় অংশের দাবি, দীর্ঘ দাবির পর অবশেষে জয়গাঁ থেকে সরাসরি কলকাতাগামী এসি বাস চালু হওয়ায় অনেকটাই সুবিধা হবে। তাছাড়াও ময়নাগুড়ি হয়ে শিলিগুড়ির নৌকাঘাট মোড় থেকে বাসটি বাইপাস হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ায় শিলিগুড়ি থেকেও বহু যাত্রী সহজেই ন্যায্য মূল্যে কলকাতায় আসতে পারবেন। জানা গিয়েছে, 5 বছরের কম বয়সি বাচ্চাদের এই বাসে ভ্রমণের ক্ষেত্রে কোনও টাকা লাগবে না।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join