বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রীড়া ক্ষেত্রে বিশেষত ক্রিকেটে দেশের নাম উজ্জ্বল করে প্রশাসনিক ও সেনাবাহিনীতে পদ পেয়েছেন সেই তালিকাটা নেহাতই ছোট নয় (Indian Cricketers Won Uniform)। সম্প্রতি বাঙালি ক্রিকেটার হিসেবে ভারতকে বিশ্বকাপ জিতিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পুরস্কার হিসেবে রাজ্য পুলিশের DSP র পদ পেয়েছেন শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ। এদিন ইডেনের সংবর্ধনা অনুষ্ঠান মঞ্চেই বঙ্গ তরুণীর হাতে নিয়োগপত্র তুলে দেন মমতা। সাম্প্রতিককালে একইভাবে জাতীয় দলের হয়ে লড়ে প্রশাসনিক পদ পেয়েছেন রিচার সতীর্থরাও। সেই একই তালিকায় নাম রয়েছে পুরুষ ক্রিকেট দলের একাধিক বিশ্বকাপ জয়ী তারকারও।
DSP-র পদ পেয়েছেন বর্তমান মহিলা ক্রিকেট দলের আরও দুজন
অনেকেই হয়তো জানেন, ভারতীয় মহিলা দলের বর্তমান অধিনায়ক হরমনপ্রীত কৌরকে পাঞ্জাব পুলিশের DSP করা হয়েছিল। মূলত ভারতের হয়ে 2017 র বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্সের কারণে পাঞ্জাব রাজ্য পুলিশের DSP পদ পেয়েছিলেন তিনি। তবে দুঃখের বিষয়, ভারতীয় মহিলা তারকার শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের কারণে শেষ পর্যন্ত DSP পদ হারাতে হয়েছিল তাঁকে। বর্তমানে তিনি পাঞ্জাব পুলিশের কনস্টেবল পদে রয়েছেন। এছাড়াও ভারতীয় দলের অন্যতম লড়াকু সৈনিক তথা সদ্য শেষ হওয়া মহিলা ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের দাপুটে পারফর্মার দীপ্তি শর্মাও বর্তমানে উত্তর প্রদেশ পুলিশের DSP পদে রয়েছেন।
DSP-র পদ পেয়েছিলেন মহম্মদ সিরাজও
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই আসরে কামাল দেখিয়েছিলেন ভারতীয় পেসার মহম্মদ সিরাজ। এরপরই বিশ্বকাপ জয়ের পুরস্কার হিসেবে সিরাজকে রাজ্য পুলিশের DSP পদ দেয় তেলেঙ্গানা সরকার। তেলেঙ্গানার ডিজিপি জিতেন্দ্রের উপস্থিতিতে এই দায়িত্ব পেয়েছিলেন তিনি। সেই সাথে একাধিক সম্মানের পাশাপাশি ভারতীয় তারকাকে 600 গজের একটি জমিও দেওয়া হয়েছিল।
ভারতীয় সেনাবাহিনীর বড় পদে রয়েছেন ধোনি
সালটা 2011। সে বছর মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বিশ্বকাপে পাথর ভেঙেছিল ভারত। চ্যাম্পিয়ন হয়ে জগত সভায় শ্রেষ্ঠ আসন নেওয়ার পরই ভারতীয় দলের প্রশংসায় ফেটে পড়েছিল গোটা দেশ। আর সেই আবহেই দলের নেতা অর্থাৎ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ভারতীয় টেরিটোরিয়াল আর্মির লেফটেন্যান্ট কর্নেলের পদে বসানো হয়। বলে রাখি, ভারতীয় সেনাবাহিনীর প্রতি অগাধ ভালবাসা এবং শ্রদ্ধার কারণেই টিম ইন্ডিয়ার তৎকালীন অধিনায়ককে এই পদ দেওয়া হয়েছিল বিশ্বকাপ জয়ের পুরস্কার হিসেবে।
ভারতীয় বিমান বাহিনীতে বিরাট পদ পেয়েছিলেন সচিন তেন্ডুলকর
ভারতীয় ক্রিকেটে সচিন তেন্ডুলকরের অবদান কতটা সেটা বোধহয় আলাদা করে বলবার প্রয়োজন পড়ে না। ক্রিকেটের ভগবান হিসেবে পরিচিত এই ভারতীয় মহাতারকা নিজের দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে গড়েছেন অসংখ্য রেকর্ড। যার মধ্যে বেশিরভাগই আজ পর্যন্ত ছুয়ে দেখার সাহস হয়নি বিশ্বের বহু তাবড় তাবড় ক্রিকেটারের। আসলে ভারতীয় ক্রিকেটে সচিনের অবিস্মরণীয় অবদান এবং দীর্ঘ ক্রিকেট জীবনে শতাধিক কৃতিত্বের কারণেই 2010 সালে তাঁকে ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন করা হয়েছিল।
অবশ্যই পড়ুন: ‘SIR স্টে হওয়া উচিৎ, এখনও অনেক মানুষ …’ উত্তরবঙ্গ থেকে শাহকে ভর্ৎসনা মমতার
প্রসঙ্গত, ভারতীয় দলের হয়ে ক্রিকেটে বাজিমাত করে প্রশাসনিক পদ পেয়েছেন সচিন, ধোনি, রিচা ঘোষদের মতো এমন উদাহরণ রয়েছে অহরহ। তবে আরও যে দুটি নাম না বললেই নয় তারা হলেন কপিল দেব এবং যোগিন্দর শর্মা। 1983 র বিশ্বকাপের নায়ক কপিল দেব ভারতীয় টেরিটোরিয়াল আর্মির লেফটেন্যান্ট কর্নেলের পদ পেয়েছিলেন। অন্যদিকে যোগিন্দর সিং 2007 সালে পেয়েছিলেন হরিয়ানা পুলিশের DSP র পদ। যার নেপথ্যে ছিল 2007 টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়।












