সৌভিক মুখার্জী, কলকাতা: অবশেষে সাড়ে তিন বছর তিন মাস পর জেলমুক্ত হতে চলেছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এদিন পার্থের জামিন মঞ্জুর করেছে আলিপুরের বিশেষ সিবিআই আদালত। নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী জামিন মুক্ত হওয়ার জন্য যতটুকু সাক্ষ্য গ্রহণের দরকার ছিল, তা সম্পন্ন হওয়ার পরেই এই সিদ্ধান্ত নিল আদালত। তাই এখন তার বাড়ি ফেরা শুধু সময়ের অপেক্ষা।
সম্পন্ন হয়েছে সাক্ষ্য গ্রহণ
বলাবাহুল্য, সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী সিবিআই-র দেওয়া ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে আজ। আর তারপরেই জেল মুক্তির নির্দেশ দেওয়া হয়। আজ অষ্টম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। তবে পার্থের জামিনের শর্ত হিসেবে ৯০ হাজার টাকা জমা পড়েছে। বিশেষ সিবিআই আদালতের বিচারক রিলিজ অর্ডার দিলেই তা প্রেসিডেন্সি জেলে জমা পড়বে। তারপরেই তিনি মুক্তি পাবেন। জানা যাচ্ছে তিনি আগামীকাল মঙ্গলবার বাড়ি ফিরছেন।
বলে রাখি, বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে বর্তমানে রয়েছেন পার্থ। এমনকি তার সঙ্গে মুক্তি পাচ্ছেন এসএসসি’র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পরেই পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য এবং প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিংহের চূড়ান্ত জামিন মঞ্জুর করেছে আলিপুরের বিশেষ সিবিআই আদালত।
আরও পড়ুনঃ রাতারাতি নজর কাড়ছে সকলের! নীল শাড়ি পরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কে এই মহিলা?
উল্লেখ করার বিষয়, ২০২২ সালে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিল পার্থ চট্টোপাধ্যায। আর ঠিক ওই বছরের ২২ জুলাই পার্থের দক্ষিণ কলকাতার নাকতলার বাড়িতে ইডি হানা দিয়েছিল। দীর্ঘক্ষণ ধরে তাকে জিজ্ঞাসা করা হয়। এমনকি তার সঙ্গে ঘনিষ্ঠ অর্পিতা চট্টোপাধ্যায়ের ফ্ল্যাটেও তল্লাশি চালিয়েছিল তারা। আর সেখান থেকে কোটি কোটি টাকার হদিশ মেলে। তারপর থেকেই জেলে রয়েছেন তিনি। তবে একাধিকবার জামিনের আবেদন জানিয়েও ব্যর্থ হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তবে গত বছর ডিসেম্বর মাসে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, শর্তসাপেক্ষে তিনি জামিন পেতে পারেন। কিন্তু তার আগে চার্জ গঠন আর গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান সংগ্রহ শেষ হলেই বাড়ি ফিরতে পারবেন তিনি। সে মতোই আজ সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।












