ভারতে হামলা, মদের দাম বৃদ্ধি…! একঝলকে পড়ুন আজকের সেরা ১০ খবর (১০ নভেম্বর)

Published:

Bengali News
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১০ নভেম্বর। দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Bengali News) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। ভারতে হামলার ছক, মদের দাম বাড়া, শিলিগুড়িতে স্টেডিয়াম, সবকিছুই রয়েছে আজকের এই প্রতিবেদনে। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) চিন থেকে এমবিবিএস করে ভারতে হামলার ছক

চিন থেকে এমবিবিএস করে ভারতে হামলার ছক। বড় ধরনের সন্ত্রাসী হামলা বানচাল করল গুজরাটের সন্ত্রাস বিরোধী স্কোয়াড। জানা যাচ্ছে, প্রথম অভিযুক্তির কাছ থেকে তিনটি পিস্তল, ৩০টি কার্তুজ এবং ৪ লিটার ক্যাস্টর অয়েল উদ্ধার করা হয়েছে। ডিআইজি সুনীল জোশী জানাচ্ছেন, সুদূর চিন থেকে এমবিবিস করে এসেছিল সৈয়দ আহমেদ মহিউদ্দিন। আর তাদের ভারতেই হামলার ছক আটা ছিল। এমনকি বিদেশিদের সঙ্গে যোগাযোগ ছিল। সঙ্গে আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তারা উত্তরপ্রদেশের বাসিন্দা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) একের বেশি বিয়ে করলেই জেল, বিল পাস অসম সরকারের

একের বেশি বিয়ে করলেই হবে সাত বছরের জেল। এবার বিল পাস করল অসম সরকার। জানা যাচ্ছে, বহুবিবাহ বন্ধ করতে এবার বিল পাস করা হয়েছে। আর ওই বিলে কোনও ব্যক্তি একের বেশি বিয়ে করলেই সেক্ষেত্রে তাকে টানা সাত বছরের কারাদণ্ড এবং জরিমানা দেওয়া হবে। ৯ নভেম্বর রবিবার বহুগামিতা দুইয়ের বেশি বিবাহ নিষিদ্ধ করেছিল কেবিনেট। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অসমের মুখ্যমন্ত্রী জানান, একজন ব্যক্তি যাতে দ্বিতীয় বা তৃতীয় বিয়ে না করতে পারে, সেজন্যই এই বিল পাস করা হল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবার ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ। এতদিন পর্যন্ত মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করার অনুমতি দেওয়া হতো। তবে এবার সংসদের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যস্তরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবার জাতীয় স্তরের জয়েন্ট এন্ট্রান্স বা নিটের সঙ্গে সামঞ্জস্য রেখেই চালনা করা হবে। সেজন্যই এই পরীক্ষা। পরীক্ষায় অফলাইনে ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া হবে না। তবে এক্ষেত্রে ছাত্রছাত্রীদের কিছু সুবিধাও দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) ৩১৫ কোটি টাকার সাইবার জালিয়াতি কলকাতার ব্যবসায়ীর বিরুদ্ধে

৩১৫ কোটি টাকার সাইবার জালিয়াতি। কলকাতার ব্যবসায়ী পবন রুইয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আসলো। জানা যাচ্ছে, বাম আমলে যাদের হাতে ডানলপকে তুলে দেওয়া হয়েছিল, তাদের বিরুদ্ধেই এই আর্থিক তছরূপের অভিযোগ। দেশের একাধিক প্রতারণা মামলার তদন্ত অনুযায়ী টাকাগুলি তাদের পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে জমা হচ্ছে। সবমিলিয়ে সেই পরিমাণ দাঁড়িয়েছে ৩১৫ কোটি টাকা। ৩১ অক্টোবর পর্যন্ত পবন রুইয়ার পরিবারের সঙ্গে যুক্ত অ্যাকাউন্টের বিরুদ্ধে প্রায় ১৩৬৯টি অভিযোগ দায়ের করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) ডিসেম্বরে শুরুতেই মদের দাম বাড়াবে পশ্চিমবঙ্গ সরকার

ফের মদের দাম বাড়ানোর পথে পশ্চিমবঙ্গ সরকার। আগামী ১ ডিসেম্বর থেকেই অতিরিক্ত আবগারি শুল্ক কার্যকর হতে চলেছে। এর ফলে প্রতিটি ব্র্যান্ডের মদের দাম বাড়বে। কিন্তু আমজনতা বিয়ারের দিক থেকে স্বস্তি পাবে। কারণ, জানানো হয়েছে যে, বিয়ারের দাম পরিবর্তন হবে না। বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যের সমস্ত মদ উৎপাদক, ডিস্ট্রিবিউটর, হোলসেল বিক্রেতার আগামী ৩০ নভেম্বরের মধ্যে পুরনো দামের স্টক খালি করতে হবে। কারণ, এই তারিখের পর আর কোনও পুরনো মদ বিক্রি করা যাবে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) দেশে এবার থাকবে মাত্র চারটি সরকারি ব্যাঙ্ক

দেশে এবার থাকবে মাত্র চারটি সরকারি ব্যাঙ্ক। কারণ, আবারও ব্যাঙ্ক একীভূতকরণের কাজ বাস্তবায়নের পথে। কেন্দ্র সরকার রিজার্ভ ব্যাঙ্ক এবং সরকারি খাতের ব্যাঙ্কগুলোর সঙ্গে আলোচনায় বসেছে। নির্মলা সীতারমন জানিয়েছেন, এবার খুব শীঘ্রই ব্যাঙ্কের সংখ্যা অনেকটাই নেমে আসবে। উল্লেখ্য, ২০১৭ সালের ২৭টি থেকে ১২টিত নামিয়ে আনা হয়েছিল। তবে এবার জানা যাচ্ছে, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে যুক্ত করা হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) ওষুধের দাম নিয়ে হাইকোর্টে বিরাট ধাক্কা খেল রাজ্য সরকার

ওষুধের দাম বকেয়া কয়েক কোটি টাকা। হাইকোর্টে বিরাট ধাক্কা খেল রাজ্য সরকার। বিগত বেশ কয়েক মাস ধরে রাজ্য স্বাস্থ্য দপ্তরে ওষুধ সরবরাহকারী বহু সংস্থার ওষুধ পাঠালেও সেই ওষুধের দাম মেটাচ্ছিল না নবান্ন। এমনকি বছরের পর বছর কোটি কোটি টাকা বকেয়া থেকে গিয়েছে বলে খবর। প্রথম দিকে ঝামেলা না চেয়ে নবান্নকে টাকা পাঠানোর চিঠি লিখেছিল। তবে সেখানে কোনও উত্তর মেলেনি। তবে এবার হাইকোর্ট বড়সড় নির্দেশ দিল। হ্যাঁ, হাইকোর্ট স্পর্শ জানিয়ে দিয়েছে, আগামী ২৮ ডিসেম্বরের মধ্যেই ওই বেসরকারি সংস্থাকে পাই পয়সার হিসেব মিটিয়ে দিতে হবে রাজ্যকে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) শিলিগুড়িতে স্টেডিয়াম বানাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সদ্য মহিলা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তবে বাংলার মেয়ে রিচা ঘোষ বাংলায় ফিরতে একের পর এক সংবর্ধনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার উত্তরবঙ্গে গিয়ে ঘোষণা করলেন যে, শিলিগুড়ির মাটিগাড়া অঞ্চলে তৈরি হবে স্টেডিয়াম। হ্যাঁ, পরিবার নিয়ে কলকাতায় আসার সিদ্ধান্তই রিচার ভাগ্য বদলে দিয়েছিল। আর তিনি শিলিগুড়িতে স্টেডিয়াম বানানোর দাবিও করেছিলেন। সেই ইচ্ছা পূরণ করার জন্যই মমতা এবার উত্তরবঙ্গে স্টেডিয়াম তৈরি করার ঘোষণা করলেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) বাংলার ডিয়ারি যুগের দাম অনেকটাই বাড়ল

অনেকটাই বাড়ল বাংলার ডিয়ারি দুধের দাম। রাজ্য সরকার ফের মধ্যবিত্তদের মাথায় বাজ ফেলল। নভেম্বরের গোড়ায় বাংলার দুধের মূল্যবৃদ্ধি কার্যত অবাক করেছে সাধারণ মানুষকে। এক লাফে লিটার প্রতি বেড়ে দাঁড়িয়েছে এবার ৪ টাকা। বলাবাহুল্য, বছরে দেড়েক আগে লিটার প্রতি দাম ছিল ৫০ টাকা, তারপর অক্টোবর মাসে দাম দাঁড়ায় ৫৬ টাকা, নভেম্বর মাস পড়তে না পড়তেই আবারও দাম বেড়ে দাঁড়িয়েছে ৬০ টাকা। দেড় বছরের মধ্যেই দুধ লিটারে প্রায় ১০ টাকা বৃদ্ধি পেয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) সাড়ে তিন বছর পর জেল মুক্তি হচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়

সাড়ে তিন বছর পর জেল মুক্ত হতে চলেছেন পার্থ চট্টোপাধ্যায়। এদিন পার্থর জামিন মঞ্জুর করল আলিপুরের বিশেষ সিবিআই আদালত। সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী জামিন মুক্ত হওয়ার জন্য যতটুকু সাক্ষ্য গ্রহণের দরকার ছিল, তা সম্পন্ন হওয়ার পর সিদ্ধান্তের পথে হাঁটল আদালত। জানা যাচ্ছে, সিবিআইয়ের দেওয়া আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে আজ। এরপরই তাকে জেল মুক্তি দেওয়া হয়েছে। পার্থের জামিনের শর্ত হিসেবে ৯০,০০০ টাকা জমা পড়েছে। তবে খুব শীঘ্রই তিনি বাড়ি ফিরবেন বলে অনুমান। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join