সৌভিক মুখার্জী, কলকাতা: গ্রহণের পরে খুলতে চলেছে ভাগ্য! হ্যাঁ, ঘনিয়ে আসছে সেই শুভ সময় যাকে অনেক জ্যোতিষী রাজযোগ বা ধনযোগ বলে আখ্যা দিচ্ছেন। জ্যোতিষশাস্ত্র (Astrology) বলছে, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত শুক্র গ্রহ সিংহ রাশিতে অবস্থান করবে। আর এই সময়ে ছয়টি রাশির জীবনে বিরাট পরিবর্তন আসবে। এমনকি সূর্যের রাশিতে শুক্রের উপস্থিতি অনেককে নতুন সুযোগ ও উন্নতির পথ এনে দেবে। চলুন জেনে নেওয়া যাক কোন কোন রাশির উপর শুক্র গোচরের এই বিশেষ প্রভাব পড়বে।
মেষ রাশি
জ্যোতিষশাস্ত্র বলছে, মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় ভাগ্য বদলের একেবারে উপযুক্ত সময়। এই রাশির পঞ্চমঘরে শুক্র প্রবেশ করবে। সেজন্য এদের ব্যক্তিত্ব আরও উজ্জ্বল হবে। পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির সাক্ষাৎকারে বড় ধরনের সাফল্য আসতে পারে। হঠাৎ করে আর্থিক লাভের সম্ভাবনা আছে বা বিদেশ সংক্রান্ত কোনো সুসংবাদ পেতে পারেন।
বৃষ রাশি
এই সময়কাল বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ। জ্যোতিষশাস্ত্র বলছে, বৃষ রাশির অধিপতি শুক্র গ্রহ চতুর্থ ঘরে আসবে। ফলে এদের ঘরে সুখ-শান্তি বৃদ্ধি পাবে। বাড়ি কেনা বা কোনো নতুন সম্পত্তি অর্জনের সুযোগ রয়েছে। কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে, বেতন বৃদ্ধি পেতে পারে। এমনকি সমাজে সম্মান বৃদ্ধি পাবে। রাজনীতি কিংবা প্রশাসনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ সুবিধা পেতে পারে।
কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকাদের এই সময়ে ধনভাগ্যে শুক্র গ্রহের আগমন ঘটবে। ফলে বিনিয়োগ কিংবা শেয়ার বাজার থেকে প্রচুর পরিমাণে লাভ হতে পারে। বেকারদের চাকরির সুযোগ আসবে এবং যারা চাকরিজীবী, তাঁদের বিদেশ ভ্রমণের সুযোগ রয়েছে। পাশাপাশি প্রমোশন হতে পারে, দাম্পত্য জীবনে আরও ঘনিষ্ঠতা বাড়বে এবং আর্থিক চাপ অনেকটাই কমবে।
সিংহ রাশি
এই রাশির জাতক জাতিকাদের শুক্র গ্রহ জীবনে বিশেষ পরিবর্তন নিয়ে আসবে। কর্মক্ষেত্রে পদোন্নতি আসতে পারে, নতুন দায়িত্ব ও আত্মবিশ্বাসের বিকাশ ঘটবে। পাশাপাশি কাজের কারণে বিদেশ সফরের সম্ভাবনা রয়েছে এবং বেকাররা চাকরি পেতে পারে। জীবন সঙ্গীর আরো উন্নতি হবে এবং বিবাহের যোগও রয়েছে।
তুলা রাশি
তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে এই সময় রাজযোগ তৈরি হচ্ছে। আটকে থাকা কোনো অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ হবে, যার কারণে কেরিয়ারে আরো উন্নতি আসবে। সরকারি চাকরি কিংবা স্থায়ী পদ পাওয়ার সুযোগ থাকছে। ব্যবসায়ী বা চাকরিজীবী, উভয়েরই প্রচুর পরিমাণে লাভ হবে।
ধনু রাশি
ধনু রাশির জাতক জাতিকাদের ভাগ্যের ঘরে শুক্র গ্রহ প্রবেশ করবে যা অত্যন্ত শুভ বলেই মানা হচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষা কিংবা সাক্ষাৎকার বা বিদেশ ভ্রমণে বড়সড় সাফল্য আসতে পারে। উপার্জনের ধারাবাহিক বৃদ্ধি ঘটতে পারে। ব্যাঙ্কিং, প্রশাসনিক ক্ষেত্রে কিংবা সরকারি খাতে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক জাতিকাদের। ব্যবসায়ীরাও প্রচুর পরিমাণে লাভবান হতে পারেন।
আরও পড়ুনঃ কাশ্মীরে ভারতীয় সেনার বিরাট অভিযান, নিকেশ লস্কর-ই-তইবার এক কুখ্যাত জঙ্গি
মনে রাখবেন, ১৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর রাজযোগ ঘটায় এই ৬ রাশির জাতক জাতকাদের জীবনে উন্নতি আসবে। কেউ কর্মজীবনে উন্নতি পাবে, কেউ সংসার বা সম্পত্তিতে সুখ লাভ করবে, আবার কারো ভাগ্যে বড়সড় পরিবর্তন আসবে। তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নিন।