সৌভিক মুখার্জী, কলকাতা: আজ 16 আগস্ট। গোটা দেশে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মোৎসব জন্মাষ্টমী (Janmashtami 2025)। আর এবছর এই উৎসবকে ঘিরেই এক বিরল মহাসংযোগ তৈরি হয়েছে। হ্যাঁ, জ্যোতিষশাস্ত্র বলছে, বহু দশক পর আজ একসঙ্গে একাধিক শুভ যোগ অর্থাৎ রাজরাজেশ্বর যোগ, গজলক্ষ্মী যোগ এবং অমৃতসিদ্ধি যোগ মিলিত হচ্ছে। আর এই বিরল যোগকে জ্যোতিষীরা অত্যন্ত শুভ বলেই মনে করছেন, বিশেষ করে পাঁচটি জাতক জাতিকাদের জন্য।
বিরল গ্রহসংযোগে হবে শুভ ফল
উল্লেখ্য, আজ চন্দ্র অবস্থান করছে তার উচ্চ রাশি বৃষে। পাশাপাশি সূর্য অবস্থান করছে তার নিজের রাশি সিংহে এবং বৃহস্পতি রয়েছে মিথুনে। এমনকি আজ মঙ্গল রয়েছে কন্যা রাশিতে। আর এই অবস্থানগুলির মাধ্যমেই জন্মাষ্টমীর দিনে তৈরি হচ্ছে বিরল মহাসংযোগ। আর এই সংযোগে 5 রাশির জাতক জাতিকাদের জীবনে অর্থ, সম্মান ও সুখবর আসতে চলেছে। তবে কোন সেই পাঁচটি রাশি? জানিয়ে দেব আজকের এই প্রতিবেদনে।
বৃষ রাশি
আজকের দিনে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য ভাগ্যচক্র ঘুরে যাওয়ার সম্ভাবনা প্রবল। হ্যাঁ, কর্মক্ষেত্রে বড় কোনো সুযোগ-সুবিধা আসতে পারে, ব্যবসায় প্রচুর পরিমাণে লাভ হবে, এমনকি এই রাশির চাকরিজীবীদের পদোন্নতি বা আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
মিথুন রাশি
বৃহস্পতি আজ শুক্রের যুগলবন্দিতে অবস্থান করায় মিথুন রাশিতে আজ তৈরি হয়েছে গজলক্ষী যোগ। আর এই যোগ আর্থিক উন্নতির বার্তাই দিচ্ছে। এই রাশির জাতক-জাতিকদের আজ হঠাৎ বিনিয়োগে লাভ আসতে পারে। পাশাপাশি ব্যাঙ্ক ব্যালেন্স বাড়তে পারে।
সিংহ রাশি
সূর্য আজ তার নিজের রাশি অর্থাৎ সিংহতে অবস্থান করাতেই এই রাশির জাতক জাতিকাদের আজ সম্মান এবং মর্যাদা বৃদ্ধি পাবে। পরিবারে সুখ-শান্তি ফিরে আসবে আর বড় কোনো সমস্যার সমাধানও হতে পারে। আত্মবিশ্বাসে ভরপুর হয়ে আজ এই রাশির জাতক জাতিকাদের দিনটি শুভ কাজে লাগানো উচিত।
ধনু রাশি
গজলক্ষী রাজযোগে আজ ধনু রাশির জাতক জাতিকাদের সৌভাগ্য ফিরবে। নতুন বাড়ি কিংবা গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে আজ। পাশাপাশি অনাকাঙ্ক্ষিত কোনো উৎস থেকে প্রচুর অর্থ লাভ হতে পারে।
আরও পড়ুনঃ জন্মাষ্টমীতে জীবন থেকে সব দুঃখ দূর হবে ৫ রাশির! আজকের রাশিফল, ১৬ আগস্ট
মকর রাশি
ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আজ মকর রাশি জাতক জাতিকাদের জীবনের উপর বর্তাবে। হ্যাঁ, তাদের কর্মজীবন আজ নতুন মোড় নিতে পারে। চাকরি বা ব্যবসায় প্রচুর পরিমাণে উন্নতি হবে, এমনকি পারিবারিক পরিবেশ আনন্দমুখর হবে। ভ্রমণের সুযোগও নিতে পারেন।