পরের মাসেই পুজো, আগস্টের শেষ সপ্তাহে লটারি থেকে ভাগ্য ফিরবে এই রাশির ব্যক্তিদের

Published on:

August last week Lottery Horoscope Prediction

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগস্ট শেষ হতে আর কয়েকটা দিন। সেপ্টেম্বরেই বাঙালির সবচেয়ে বড় আবেগের উৎসব দুর্গোৎসব। আর তার আগে লটারি কেটে আকস্মিক লক্ষীলাভ হলে মন্দ কোথায়!

লটারি কেটে কোটিপতি হওয়ার ঘটনা চারিদিকে নেহাত কম নয়। কিন্তু আপনার ভাগ্যেই যে লটারি বাঁধবে সেটা বুঝবেন কীভাবে? আসলে লটারি বা অর্থ প্রাপ্তি নির্ভর করে ভাগ্যের উপর।

তাই আগস্টের শেষ সপ্তাহ অর্থাৎ 24 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত কোন কোন রাশির ভাগ্যে লটারিতে অর্থ যোগ রয়েছে তা জেনে নেওয়া দরকার। আজকের প্রতিবেদনে রইল সেই তথ্য।

আগস্টের শেষ সপ্তাহে লটারিতে কোন রাশির ভাগ্য কেমন?

মেষ রাশি

মেষ রাশির জন্য আগস্টের শেষ ভাগটা একেবারেই শুভ নয়। তবে চাইলে শেষ সপ্তাহের প্রথম ভাগ এবং মধ্যভাগে লটারি কেটে দেখতে পারেন। এই নির্দিষ্ট সময়ে লটারি কেটে লক্ষ্মী লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে মেষ রাশির জাতক-জাতিকাদের।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

বৃষ রাশি

মেষের মতো বৃষ রাশির ব্যক্তিদেরও চলতি মাসের শেষ সপ্তাহে লটারি থেকে অর্থ প্রাপ্তির ভাগ্য খুব একটা খারাপ নেই। তবে মনে রাখতে হবে, ভাগ্য যাচাইয়ের জন্য লটারি কাটাটাকে অভ্যাসে পরিণত করা চলবে না। এই রাশির ব্যক্তিরা আগস্টের তৃতীয় সপ্তাহের যেকোনও সময়ে লটারি কেটে দেখতে পারেন।

মিথুন রাশি

মিথুন রাশির ব্যক্তিদের ভাগ্যে আগস্টের শেষ সপ্তাহে লটারি থেকে অর্থ প্রাপ্তি নেই বললেই চলে। তাই এই সময়ে লটারির পেছনে গাদা গুচ্ছের অর্থ খরচ করবেন না। খুব ইচ্ছে হলে অল্প টাকার একটা লটারি কেটে দেখতে পারে।

কর্কট রাশির ভাগ্য কেমন?

মেষ রাশির মতোই কর্কট রাশির ব্যক্তিদেরও আগস্টের তৃতীয় সপ্তাহের শেষভাগে লটারি কাটা চলবে না। এই সময় খুব একটা শুভ যোগ নেই কর্কটের। তবে চাইলে সপ্তাহের শুরুতে লটারি কেটে দেখতে পারেন।

সিংহ রাশি

সিংহ রাশির ব্যক্তিদের জন্য আবার আগস্টের শেষ সপ্তাহের শেষ ভাগটা শুভ হতে চলেছে। তাই প্রথম অথবা মধ্যভাগে লটারি না কেটে সপ্তাহের শেষের দিকে লটারি কেটে ভাগ্য পরীক্ষা করতে পারেন সিংহের জাতক জাতিকারা।

কন্যা রাশি

কন্যা রাশির ব্যক্তিদের জন্য আগস্টের তৃতীয় সপ্তাহটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সময়ে লটারি হোক কিংবা অর্থ লগ্নী সংক্রান্ত যেকোনও বিষয়ে খুব ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে কন্যার জাতক জাতিকাদের।

তুলা রাশি

তুলা রাশির ব্যক্তিদের ভাগ্যে আগস্টের শেষ সপ্তাহের প্রথম এবং মধ্যভাগে লটারি নেই। তবে এই সপ্তাহের শেষের দিকে একবার লটারি কেটে দেখতে পারেন।

বৃশ্চিকের ভাগ্য মধ্যম প্রকৃতির

বৃশ্চিক রাশির ব্যক্তিদের জন্য আগস্টের শেষ সপ্তাহ অত্যন্ত মধ্যম প্রকৃতির হতে চলেছে। তাই ভেবে চিন্তে লটারির দিকে এগোনো উচিত। এই সময় আয় এবং ব্যয় সমান থাকতে পারে বৃশ্চিকের জাতক জাতিকাদের।

ধনু রাশি

ধনু রাশির ব্যক্তিরা ভুলেও আগস্টের শেষ সপ্তাহে লটারি কাটতে যাবেন না। এই সময়ে আয়ের তুলনায় ব্যয়টা বেশি হবে এই রাশির জাতক জাতিকাদের।

মকর রাশি

মকর রাশির ব্যক্তিদের জন্য আগস্টের শেষ সপ্তাহটা একেবারে আহামরি নয়। তাই লটারি কাটার খুব ইচ্ছে হলে অল্প টাকার লটারি কেটে দেখতে পারেন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য আগস্টের শেষ সপ্তাহটা মাঝামাঝি যাবে। তাই ইচ্ছে না হলে লটারি কাটার প্রয়োজন নেই। এই সময়ে যথেষ্ট ভেবে চিন্তে অর্থ বিনিয়োগ করবেন।

অবশ্যই পড়ুন: অনেক বদনাম হয়ে গেছিলাম! বিরাটের থেকে ব্যাট চাওয়ার ভিডিও নিয়ে মুখ খুললেন রিঙ্কু সিং

মীন রাশি

আগস্টের শেষ সপ্তাহটা মীনের ব্যক্তিদের জন্য অর্থ প্রাপ্তির দিক থেকে খুব একটা ভাল নয়। তাই এই সময়ে লটারি থেকে দূরে থাকাই শ্রেয়। তবে খুব ইচ্ছে হলে, অল্প টাকার একটা লটারি কেটে দেখা যেতে পারে।

( প্রতিবেদনটি শুধুমাত্র প্রাপ্ত কিছু তথ্য ও জ্যোতিষ শাস্ত্রের উপর ভিত্তি করে তৈরি। লটারি বা অর্থ লগ্নী সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত।)
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥