বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাবা ভাঙ্গা প্রসঙ্গে অবগত নন এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আগাম ভবিষ্যৎ বাতলে দেওয়ার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে তাঁর। সাম্প্রতিক অতীতে ডায়নার মৃত্যুর ঘটনা হোক কিংবা আমেরিকার 9/11 হামলা, সবেতেই বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী একেবারে কাটায় কাটায় মিলে গিয়েছে।
এবার সেই দৃষ্টিশক্তিহীন অদ্ভুত অলৌকিক ক্ষমতা সম্পন্ন মানুষটাই নাকি চার রাশির আগাম ভবিষ্যৎ বলে দিয়েছেন! টাইমস নাও-এর প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর মূলত চারটি রাশির আর্থিক দিক শুভ হতে চলেছে। বাবা ভাঙ্গা মনে করেন, এই 4 রাশির ব্যক্তিরা চলতি বছরে বিপুল পরিমাণ অর্থ ঘরে তুলবেন। রইল সেই 4 রাশির ভবিষ্যৎ কথা।
এই 4 রাশি আর্থিক দিক থেকে লাভবান হবেন!
মেষ রাশি
বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, মেষ রাশির ব্যক্তিরা চলতি বছরের আগামী মাসগুলিতে আর্থিক দিক থেকে লাভবান হয়ে উঠবেন। মনে করা হচ্ছে, 2025 সালের আগামী দিনগুলি এই রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভকর হতে চলেছে। এই সময়ে, নানান দিক থেকে অর্থ লাভ হবে মেষ রাশির ব্যক্তিদের। ব্যবসা হোক কিংবা চাকরি, প্রায় সব ক্ষেত্রেই সাফল্যের মুখ দেখবেন এই রাশির ব্যক্তিরা।
বৃষ রাশি
বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুসারে, চলতি বছরের আগামী দিনগুলিতে বিপুল অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে বৃষ রাশির ব্যক্তিদের। তা হতে পারে কর্মক্ষেত্র থেকে অথবা অন্য যেকোনও ক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমে। আসলে, এই সময়ে শুক্র গ্রহের আধিপত্যের কারণে এই রাশির আর্থিক দিক ঘোড়ার গতিতে ছুটবে। এ ছাড়াও চাকরির ক্ষেত্রে প্রোমোশনের সম্ভাবনা থাকছে।
মিথুন রাশি
এবছর মিথুন রাশির ভাগ্যের চাকা ঘুরবে। আগামী মাসগুলিতে আর্থিক দিক থেকে অনেকটাই লাভবান হয়ে উঠবেন এই রাশির জাতক জাতিকারা। বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী যদি মানা যায় তবে, এই রাশির কোটিপতি হওয়া শুধু সময়ের অপেক্ষা! পাশাপাশি কর্ম ক্ষেত্রেও দুর্দান্ত সাফল্য আসবে!
সব শেষে সিংহ রাশি
সূর্যের আধিপত্য থাকায় আগামী মাসগুলিতে সিংহ রাশির ব্যক্তিরা আর্থিক দিক থেকে ফুলেফেঁপে উঠবেন! মনে করা হচ্ছে, চলতি বছর এই রাশির ব্যক্তিদের জন্য একাধিক শুভ খবর নিয়ে আসবে। অর্থ প্রাপ্তির পাশাপাশি দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজও সম্পন্ন হবে বলেই আশা করা যাচ্ছে! একই সাথে পারিবারিক সম্পর্ক অনেকটাই মজবুত হবে।
অবশ্যই পড়ুন: কোটি টাকার চুল ভর্তি ট্রাক লুঠ নদিয়ায়! গ্রেফতার সিভিক ভলান্টিয়ার-সহ তিন