আকাশ থেকে ঝরবে আগুন! সত্যি হওয়ার পথে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী, শেষের শুরু পাকিস্তানের?

Published:

baba vanga pakistan Baba Vanga’s 2025 Predictions
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তানের সম্পর্ক এখন নতুন মোড় নিয়েছে। গত এপ্রিলের 22 তারিখে কাশ্মীরের পহেলগাঁও এলাকায় এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় 26 জন নিরীহ পর্যটক প্রাণ হারান এবং গুরুতর আহত হন আরও 17 জন নাগরিক। আর এই ঘটনার জেরে ভারত একের পর এক কঠোর পদক্ষেপ নিয়েছে পাকিস্তানের উপর। এমনকি পাকিস্তানও পাল্টা আক্রমণ হেনেছে।

তবে এই উত্তেজনার মাঝে আবারো সামনে এসেছে সেই বুলগেরিয়ার বিখ্যাত ভবিষ্যৎবক্তা বাবা ভাঙ্গার এক পুরনো ভবিষ্যৎবাণী (Baba Vanga’s 2025 Predictions), যা কিনা বর্তমান পরিস্থিতির সঙ্গে একেবারে খাতায়-কলমে মিলে যাচ্ছে। অনেকেই বলছেন, এটাই নাকি ইসলামী দেশের ধ্বংসের কথা, যা বাবা ভাঙ্গা বলে গিয়েছিলেন।

কে এই বাবা ভাঙ্গা?

বাবা ভাঙ্গা ছিলেন একজন অন্ধ ভবিষ্যৎবক্তা, যিনি জীবদ্দশায় বহু অলৌকিক ঘটনার ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আমেরিকার 9/11 হামলা, ইন্দিরা গান্ধীর মৃত্যু, এমনকি রাশিভেদে বিভিন্ন ভবিষ্যৎবাণী। সবকিছুই একদম খাতায়-কলমে মিলে গিয়েছে।

পাকিস্তান নিয়ে কী বলেছিলেন তিনি?

বেশ কিছু সূত্র খতিয়ে জানা গেল, তিনি একটি ভবিষ্যৎবাণীতে বলেছিলেন, “এক ইসলামী দেশের সম্পূর্ণ ধ্বংস ঘনিয়ে আসছে। আর সে নিজেই নিজের পতন ডেকে আনবে।” তার এই বক্তব্য আবারো আজ চর্চা শিরোনামে উঠে এসেছে। কারণ অনেকেই মনে করছেন, বাবা ভাঙ্গা সেই ইসলামী দেশ বলতে পাকিস্তানকেই বুঝিয়েছিল। যেহেতু আজকের দিনে পাকিস্তানের অবস্থা ভয়াবহ বিপদের মুখোমুখি। 

পহেলগাঁও হামলার প্রেক্ষাপট

বেশ কিছু সূত্রের রিপোর্ট অনুযায়ী, গত 22 এপ্রিল পহেলগাঁও হামলার পিছনে ছিল পাকিস্তানি মদদপুষ্ট সন্ত্রাসী সংগঠনের হাত। আর এর জেরে ভারতের তরফের সীমান্তে কড়া নজরদারি এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর ফলে পাকিস্তানে এখন থমথমে পরিবেশ। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল হয়েছে বাবা ভাঙ্গার সেই বাণী, “ইসলামী দেশ ধ্বংস হবে।” আর অনেকেই একে এখন পাকিস্তানের বর্তমান পরিস্থিতির সঙ্গেই খাপ খাইয়ে নিচ্ছেন।

আরও পড়ুনঃ পাকিস্তানের এক সিদ্ধান্তে ৫০,৩৯,৭১,২৯,৩৬০ কোটির ক্ষতি Air India-র! ভর্তুকির দাবি

2025 সালে আগুনের বৃষ্টি? | Baba Vanga’s 2025 Predictions |

শুধু এখানেই থেমে থাকেননি বাবা ভাঙ্গা। তিনি বলেছেন, 2025 সালে আকাশ থেকে নাকি আগুন ঝড়বে! আর এবছর ভারত এবং বিশ্বের বিভিন্ন দেশ মারাত্মক তাপপ্রবাহ এবং দাবানলের শিকার হচ্ছে, যা বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণীর সঙ্গে বেশ খাপ খেয়ে যাচ্ছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join