আঁধারে ঢাকবে পৃথিবী, কৃত্রিম সূর্য বানাবে মানুষ! বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

Published on:

Baba Vanga Prediction

সৌভিক মুখার্জী, কলকাতা: বুলগেরিয়ার সাধারণ গ্রাম থেকে উঠে আসা বিশ্বের রহস্যময় এক নাম বাবা ভাঙ্গা (Baba Vanga)। 1911 সালে তাঁর জন্ম হয়, আর অল্প বয়সেই তিনি তাঁর দৃষ্টিশক্তি হারান। অথচ তাঁর অদ্ভুত ভবিষ্যদ্বাণীর জন্য তিনি বিশ্বব্যাপী খ্যাত। হ্যাঁ, তাঁর ভবিষ্যদ্বাণীগুলি বেশিরভাগই সময়ের সঙ্গে মিলে গিয়েছে বলেই দাবি করছে গবেষকরা।

9/11 সন্ত্রাস হানা থেকে শুরু করে ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড কিংবা বারাক ওবামার মার্কিন প্রেসিডেন্ট হওয়া বা করোনা মহামারী, সবকিছু একেবারে অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। তাই তার বলা ভবিষ্যতের আশঙ্কাগুলি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

2025 নিয়ে বড়সড় ভবিষ্যদ্বাণী

বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, 2025 সাল থেকেই নাকি মানবসভ্যতার সামনে বিরাট বিপদ আসতে শুরু করবে। হ্যাঁ, ইউরোপের সংঘাত কিংবা যুদ্ধ পরিস্থিতি, ভয়ংকর ভূমিকম্প, বন্যা, দাবানল, সবকিছুর সাক্ষী থাকবে এই সময়কাল। মায়ানমারের সাম্প্রতিক ভূমিকম্পে বহু মানুষের মৃত্যু হয়েছে, এমনকি চলমান যুদ্ধ পরিস্থিতি, সবকিছুই তাঁর ভবিষ্যদ্বাণী সঙ্গে মিলে যাচ্ছে।

সূর্যের মৃত্যু এবং কৃত্রিম সূর্য

বাবা ভাঙ্গার সবথেকে বড় ভয়ংকর ভবিষ্যদ্বাণী হল, একদিন সূর্য নাকি শীতল হয়ে পড়বে আর মানুষ তখন সূর্যকে বাঁচাতে কৃত্রিম সূর্য তৈরি করবে! এমনকি একসময় সেই দুটি কৃত্রিম সূর্যের মধ্যে সংঘর্ষ ঘটবে আর পুরো পৃথিবী তলিয়ে যাবে একেবারে অন্ধকারে। এই সময় নাকি এলিয়েনদের সঙ্গেও যোগাযোগ হবে মানবজাতির!

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

ধাপে ধাপে শেষের পথে পৃথিবী

বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুযায়ী—

  • 2018 সালে মানুষ শুক্র গ্রহে অভিযান শুরু করবে আর পৃথিবীর ক্ষুধামুক্তির সম্ভাবনা জাগবে।
  • 2033 সালে বরফ গলতে শুরু করবে আর সমুদ্রপৃষ্ঠ অস্বাভাবিক হারে বাড়বে।
  • 2043 সালে ইউরোপ ইসলামিক দেশগুলোর মধ্যে প্রভাবশালী হয়ে উঠবে।
  • 2046 সালে একেবারে শিল্প পর্যায়ে কৃত্রিম অঙ্গ তৈরি হবে।
  • 2066 সালে আমেরিকা পরিবেশ ধ্বংসকারী অস্ত্র ব্যবহার করতে পারবে।
  • 2076 সালে সমাজ থেকে জাতিভেদ উঠে যাবে।
  • 2088 সালে ভয়ংকর ভাইরাস মানুষকে বার্ধক্যের দিকে ঠেলে দেবে।
  • 2100 সালে অন্ধকার পৃথিবীর জন্য কৃত্রিম সূর্যের জন্ম হবে।
  • 2111 সালে রোবটরা মানব সভ্যতার বিরাট অংশ দখল নেবে।
  • 2291 সালে সূর্যের তাপ ধীরে ধীরে কমে যাবে আর মানুষ আবার তাকে জ্বালানোর চেষ্টা করবে।
  • 2480 সালে দুই কৃত্রিম সূর্যের মধ্যে সংঘর্ষ হবে এবং গোটা পৃথিবী অন্ধকারে ঢেকে যাবে।
  • 5079 সালে মানব সভ্যতার পরিসমাপ্তি ঘটবে এবং পৃথিবী শেষ হয়ে যাবে।

আরও পড়ুনঃ ২০২৫ সালে মা দুর্গার আগমন ও গমন কীসে? শুভ নাকি অশুভ সংকেত, জেনে নিন

যদিও বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণীগুলি আজও বিতর্কিত অবস্থায়, কেউ কেউ বলে এগুলি শুধু কাকতালীয়, আবার কেউ কেউ বিশ্বাস করেন তাঁর ভবিষ্যদ্বাণী। তবে একের পর এক ঘটনা মিলে যাওয়ায় অনেকে এখন আতঙ্কিত হয়ে পড়ছে যে, সূর্য কি সত্যিই শীতল হয়ে যাবে? এখন দেখার আগামী দিন কী হয়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥