নভেম্বরে ঘটছে একসাথে চার রাজযোগ! রাতারাতি ভাগ্যের চাকা ঘুরবে ৩ রাশির

Published:

Astrology
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: আসন্ন নভেম্বর মাসে মালব্য রাজযোগের সঙ্গে চার যোগের সংমিশ্রণ ঘটতে চলেছে। না, এ কথা আমরা বলছি না, বরং বৈদিক জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুযায়ী জানা গিয়েছে। আর এ মাসে মঙ্গল নিজের রাশিতে প্রবেশ করবে। ফলে সৃষ্টি হচ্ছে রুচক রাজযোগ। শুধু তাই নয়, রুচক রাজযোগে, হংস রাজযোগ, মালব্য রাজযোগ এবং আদিত্য মঙ্গল রাজযোগ একসাথে তৈরি হচ্ছে এই নভেম্বর মাসে। এর ফলে কিছু রাশির জাতক জাতিকাদের ভাগ্য রাতারাতি বদলে যেতে চলেছে।

জানা যাচ্ছে, এই রাশিগুলির জাতক জাতিকারা আটকে থাকা টাকা-পয়সা আবার হাতে পাবে, এমনকি কর্মক্ষেত্র প্রচুর উন্নতি হবে, পরিবারে সুখ শান্তি ফিরে আসবে। তবে কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

বৃষ রাশি

এই শুভ যোগে বৃষ রাশিরত জাতক জাতিকারা লাভের মুখ দেখবে। প্রচুর পরিমাণে টাকা রোজগার করতে পারবে। কারণ, এই রাশির ষষ্ঠ স্থানে মালব্য রাজযোগ তৈরি হবে। আর সপ্তম ঘর রুচক রাজযোগ সৃষ্টি করবে। এতে পরিবারে সুখ শান্তি ফিরে আসবে, নতুন বাড়ি তৈরি হতে পারে, এমনকি সুখের কোনও অভাব হবে না। প্রচুর ধনসম্পত্তি লাভ হতে পারে এবং ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক ফলাফল আসবে। সাহস পরিক্রম বৃদ্ধি পাবে।

তুলা রাশি

তুলা রাশির জাতক জাতিকারাও এই সময়কালে প্রচুর সুখ শান্তি পাবে। সব কিছু জীবনে ফিরে আসবে। চার রাজযোগের প্রভাবে জীবনে আনন্দের মুহূর্ত আসতে চলেছে। পুরনো বিনিয়োগ থেকে প্রচুর লাভবান হতে পারবেন। প্রতিযোগিতা মূলক পরীক্ষায় বসলে পাস করবেন। অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসছে, আর কর্মক্ষেত্রে পরিস্থিতি উন্নতি হবে।

আরও পড়ুনঃ নাম ছিল না ২০০২-র ভোটার তালিকায়, SIR আতঙ্কে আত্মহত্যা বীরভূমের বছর ৯৫ এর বৃদ্ধর

মকর রাশি

মকর রাশির জাতক জাতিকারাও ভালো ফল পাবে এই রাজযোগে। ইতিবাচক প্রভাব বিস্তার করবে এই রাশির জাতক-জাতিকদের উপর। কারণ, এই রাশির সপ্তম ঘরে সংযোগ তৈরি হবে, আর হংস রাজযোগের ফলে ভালো ফলাফল আসতে পারে। নতুন উপলব্ধি তৈরি হতে পারে। এমনকি সমাজে প্রতিষ্ঠিত হতে পারবেন। সুখ শান্তি বৃদ্ধি পাবে। পরিবারের কোনওরকম অশান্তি হবে না। ভালো সময়ের মধ্য দিয়ে এগোবেন। আর সমস্ত ইচ্ছা পূরণ হবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join