এমনিতে হিন্দু ধর্মে ভগবান কুবেরকে সম্পদের দেবতা বলে সম্বোধন করা হয়। বিশ্বাস করা হয় যে যিনি ভগবান কুবেরের আশীর্বাদ পান তিনি জীবনে অনেক অর্থ উপার্জন করতে সক্ষম হন। এক কথায় ব্যক্তির কপাল খুলে যাবে। অনেক বাবা মা-ই এমন রয়েছেন যারা কিনা নিজের সন্তানের নাম ভগবানের নাম রাখতে চান। যাইহোক, আজ এই প্রতিবেদনে আপনাদের এমন কিছু নাম সম্পর্কে বলা হবে যাদের উপর ভগবান কুবেরের বিশেষ কৃপার বর্ষণ হয়।
এই মানুষগুলো ভাগ্যবান
জীবনে চলার ক্ষেত্রে একটি নাম অনেকটাই গুরুত্বপূর্ণ। নামের ওপর নির্ভর করে থাকে এখন ব্যক্তি কেমন হবে।যাইহোক, জ্যোতিষশাস্ত্র নামের নিয়ম অনুযায়ী যাদের নাম ইংরেজিতে A অক্ষর দিয়ে শুরু হয় এবং বাংলায় অ, আ দিয়ে শুরু হয় তারা খুবই ভাগ্যবান হন। তাদের জীবনে কখনো অর্থের অভাব হয় না। ২৫ বছর বয়স থেকে জীবনে পরিবর্তন ঘটতে শুরু করে। সম্পদের দেবতা কুবের তাদের প্রতি সদয় হন। এই ধরনের লোকেরা একবার কাজটি করার সিদ্ধান্ত নিলে, এটি শেষ করার পরেই শান্তিতে বসেন। এই মানুষগুলো যেমন বুদ্ধিমান তেমনি পরিশ্রমীও হন। এই বিশেষত্বের কারণে A দিয়ে নামের ব্যক্তিরা সকলের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। এই লোকেরা জীবনে প্রচুর অর্থ উপার্জন করে।
চ, ছ বা C
যাদের নামের অক্ষরের আগে চ, ছ বা C থাকে তাঁরা জীবনে সবরকম চ্যালেঞ্জকে টেক্কা দিয়ে আগে এগিয়ে যেতে পারেন। কঠোর পরিশ্রম করতে ভালোবাসেন। এই সকল ব্যক্তির ওপর ভগবানের কুবেরের আশীর্বাদ বিরাজ করে। প্রচুর টাকা উপার্জন করতে পারেন।
ক বা K
আপনার নামের প্রথমেও কি ক বা K অক্ষর রয়েছে? তাহলে জানলে খুশি হবেন, এই সকল ব্যক্তিরা জীবনে অনেক নাম করতে পারেন। বিলাসবহুল জীবনযাপন করতে পারেন। কুবেরের কৃপায় জীবনে ভালো তালা উপার্জন করতে পারেন। খুবই পরিশ্রমী হন এই সকল ব্যক্তিরা। তবে এদের অনেক শত্রু থাকে।
স, শ বা S
যাদের নামের প্রথমেই স, শ বা S থাকে তাঁরা সব কাজ মন দিয়ে করতে ভালোবাসেন। খুবই পজিটিভ হন। এরা খুবই পরিশ্রমী হন এ ছাড়া জীবনে খুবই টাকা উপার্জন করতে পারেন কুবেরের কৃপায়। ৩৫ বছরের পর জীবনে অনেক উন্নতি করতে পারেন।
হ বা H
যাদের নামের অক্ষরের আগে হ বা H থাকে তাঁদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রবল থাকে। কুবেরের কৃপায় এই সকল ব্যক্তিরা জীবনে প্রচুর নাম ও খ্যাতি পান।