সৌভিক মুখার্জী, কলকাতা: জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন রকম শুভ বা অশুভ প্রভাব ফেলে। এর মধ্যে বিশেষ কিছু যোগ রয়েছে, যেগুলোকে রাজযোগ বলা হয়। আর এগুলি মানুষের ভাগ্যকেই বদলে দিতে পারে। সেরকমই এক বিরল যোগ তৈরি হচ্ছে এবারের নবরাত্রিতে। এই সময় চাঁদ ও মঙ্গলের যুগলবন্দিতে তৈরি হবে মহালক্ষী রাজযোগ (Mahalakshmi Rajyoga)। আর এই নাম থেকেই বোঝা যাচ্ছে যে সম্পদ, ঐশ্বর্য, সৌভাগ্য, সবকিছু একসাথে বয়ে আসবে। জ্যোতিষীরা বলছে, এই রাজযোগ তিন রাশির জাতক-জাতিকাদের জীবনে ভীষণভাবে পরিবর্তন আনবে।
কীভাবে তৈরি হচ্ছে মহালক্ষী রাজযোগ?
জ্যোতিষীরা বলছে, এই নবরাত্রিতে চাঁদ তুলা রাশিতে প্রবেশ করবে। আর সেখানে ইতিমধ্যেই অবস্থান করছে গ্রহপতি মঙ্গল। চাঁদকে সুখ আর সমৃদ্ধির প্রতীক হিসেবেই ধরা হয়। আর মঙ্গলকে শক্তি এবং আত্মবিশ্বাসের প্রতীক। এই দুই গ্রহের মিলনে তৈরি হবে মহালক্ষ্মী রাজযোগ। আর এতে আর্থিক উন্নতি থেকে শুরু করে পারিবারিক সুখ, সব কিছুই আসবে। আর এর জেরেই তিন রাশির জাতক জাতিকাদের ভাগ্যে আসবে আমূল পরিবর্তন। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই লেখাটি শেষ পর্যন্ত পড়ুন।
কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই রাজযোগ ধন, সুখ-সম্পত্তি বয়ে নিয়ে আসবে। পরিবারের মধ্যে শান্তি এবং আনন্দ বৃদ্ধি পাবে। এমনকি শত্রুদের প্রভাব বিনাশ হবে। ব্যবসায়ীরা লাভের মুখ দেখবে আর বিশেষ করে যারা জমি বা সম্পত্তি নিয়ে কাজ করে, তাদের প্রচুর পরিমাণে লাভ হবে। যুব সমাজ নিজের লক্ষ্য পূরণ করতে পারবে। মায়ের সঙ্গে বা শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে।
কন্যা রাশি
কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য হঠাৎ করে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। এই যোগ তৈরি হওয়ায় আটকে থাকা ফেরত পাওয়া যেতে পারে। এমনকি কথাবার্তায় প্রভাবশালী হয়ে উঠবেন। কর্মক্ষেত্রে প্রচুর সাফল্য আসবে। চাকরিজীবীদের পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের সম্পর্কে থাকা ব্যক্তিদের বিয়ের সম্ভাবনাও আসতে পারে।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দুয়ার খুলবে এই রাজযোগে। নবম ঘরে এই রাজযোগ তৈরি হওয়ায় ভাগ্য সম্পূর্ণরূপে সহায় হবে। ধর্মীয় বা শুভ কাজে অংশ নেওয়ার সুযোগ মিলবে। পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করলে ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের পদোন্নতি বা কাজের উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে। বিনিয়োগকারীদের জন্য লাভজনক হতে পারে এই সময়।
আরও পড়ুনঃ ‘দাঙ্গাবাজদের থেকে নেওয়া হবে ক্ষতিপূরণ!’ I Love Muhammad নিয়ে অশান্তির পর কড়া উত্তরাখণ্ড সরকার
তবে হ্যাঁ, নবরাত্রির এই পবিত্র সময়ে তৈরি বিরল মহালক্ষ্মী রাজযোগ শুধুমাত্র তিন রাশির জাতক জাতিকাদের জীবনে নয়, বরং গোটা সমাজে ইতিবাচক শক্তি আনতে পারে। এমনটাই মনে করছে জ্যোতিষীরা। তবে অবশ্যই কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের চিন্তাতেই পা বাড়াবেন। কারণ আমরা শুধুমাত্র জ্যোতিষশাস্ত্র সম্পর্কে পরামর্শ দিই। কাউকে কিছু সিদ্ধান্ত নিতে বাধ্য করিনা।