অর্থ, প্রেম ও সাফল্য! নেপচুনের সরাসরি গতিতে ভাগ্যের চাকা ঘুরে যাবে তিন রাশির

Published on:

Astrology

সৌভিক মুখার্জী, কলকাতা: জ্যোতিষশাস্ত্রে (Astrology) সাধারণত নেপচুনকে নবগ্রহের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় না। তবে পশ্চিমা জ্যোতিষশাস্ত্রে এটিকে গুরুত্বপূর্ণ গ্রহ হিসেবে মানা হয়। কল্পনা, রহস্য আর ভ্রান্ত ধারণার গ্রহ নেপচুন মানুষের মনের মধ্যে নতুন চিন্তা আর সম্ভাবনার জন্ম দেয়। পঞ্জিকা অনুযায়ী, নেপচুন ৫ জুলাইয়ের পর ঠিক ১৫৯ দিনের ব্যবধানে অর্থাৎ ১০ ডিসেম্বর, ২০২৫ থেকে সরাসরি নিজের গতিপথে চলবে। আর নেপচুনের এই গতি তিন রাশির জন্য বিশেষ সৌভাগ্য আর ইতিবাচক প্রভাব আনবে। চলুন জেনে নেওয়া যাক, কোন কোন সেই তিন রাশি।

কর্কট রাশি

নেপচুনের সরাসরি গতির প্রভাব পড়বে কর্কট রাশির জাতক জাতিকাদের উপরে। এদের মানসিক অবস্থা উন্নতি হবে, চিন্তাভাবনা ইতিবাচক হবে। এমনকি আর্থিক সমস্যার সমাধান হবে। চাকরিতে থাকলে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকছে, আর প্রেমের জীবনে নতুন সম্পর্কের আগমন ঘটতে পারে। এমনকি বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ট হবে।

তুলা রাশি

তুলা রাশির জাতক জাতিকাদের নেপচুনের সরাসরি গতি উল্লেখযোগ্য সুফল আনবে। জীবনে বড় ধরনের পরিবর্তন আসবে এবং ইতিবাচকতা আসবে। তরুণদের মধ্যে খেলাধুলা এবং সৃজনশীলতা বৃদ্ধি পাবে। পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি ঘটবে, আর সিঙ্গেলদের প্রেমের সুযোগ তৈরি হতে পারে। আর্থিক প্রচেষ্টা সফল হবে আর ঋণমুক্তির পথ আরও মসৃণ হবে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নেপচুনের সরাসরি গতি প্রচুর উপকার আনবে। টানাপোড়েনের মধ্যে থাকা সম্পর্ক মেরামতের সুযোগ পাওয়া যেতে পারে। ঘরে ইতিবাচকতা ফিরে আসবে। কর্মজীবনে উন্নতি হবে। ব্যবসায় সাফল্য আসবে। সিনিয়রদের পরামর্শ এবং গাইডেন্স পেতে পারেন। প্রত্যাশার থেকে বেশি আয় আর্থিক চাপ কমাবে। এমনকি স্বামী বা স্ত্রীর প্রতি প্রেম আরও দৃঢ় হবে।

আরও পড়ুনঃ থিম ছিল অপারেশন সিঁদুর, প্রশাসনের চাপে পুজোর মুখেই প্যান্ডেল খুলতে বাধ্য হল কর্তৃপক্ষ

প্রসঙ্গত, নেপচুনের সরাসরি গতি এই তিনটি রাশির জাতক জাতিকাদের অর্থ, প্রেম ও সৃজনশীলতাকে সমৃদ্ধি করতে পারে। বিশেষ করে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ, আর্থিক সমস্যা ইত্যাদি সমাধান হবে। তবে হ্যাঁ, আমরা শুধুমাত্র জ্যোতিষশাস্ত্র সম্পর্কে কিছু পরামর্শই দিয়ে থাকি। বাস্তবে কোনও পদক্ষেপ নেওয়ার হলে অবশ্যই নিজের সিদ্ধান্তে হাঁটবেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥