Indiahood-nabobarsho

লটারিতে লক্ষ্মীলাভ! এপ্রিলের চতুর্থ সপ্তাহে এই ৮ রাশির ‘আচ্ছে দিন’, বাকিদের ভাগ্য কেমন?

Published on:

People born under this zodiac sign can become Crorepati by winning the lottery in the fourth week of April

বিক্রম ব্যানার্জী, কলকাতা: লটারি (Lottery) কেটেই লক্ষীলাভ! কথাটা যেমন সব ক্ষেত্রে খাটে না, ঠিক তেমনই এমন ভাবারও কোনও বাস্তবিক অর্থ নেই যে, লটারি কাটলে প্রতিবারই লোকসান হবে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, লটারি ভাগ্য কিংবা অর্থ প্রাপ্তি নির্ভর করে রাশি চক্রের ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

প্রতিমাসের বিভিন্ন সময়ে বেশ কিছু রাশির ভাগ্যে লটারি প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে তা না জানার কারণেই হাত ফসকায় কোটি টাকা। চলুন এপ্রিল মাসের চতুর্থ সপ্তাহ অর্থাৎ 20 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত কোন কোন রাশির ভাগ্যে লটারি প্রাপ্তি রয়েছে জেনে নেওয়া যাক। সেই সাথেই জানব কাদের ভাগ্যে অশুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে।

ভাল সময় বৃষ রাশির

বৃষ রাশির ব্যক্তিদের জন্য চলতি সপ্তাহের মাঝামাঝি অর্থাৎ মধ্যভাগ অত্যন্ত শুভ হতে চলেছে। এই সময়ে লটারি কেটে মোটা টাকা জেতার সম্ভাবনা রয়েছে বৃষ রাশির জাতক জাতিকাদের।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ভাগ্য ভাল মিথুন রাশির

অভিজ্ঞ জ্যোতিষবিদদের মতে, এপ্রিলের 20 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত গোটা সপ্তাহ ভাল যাবে মিথুন রাশির ব্যক্তিদের। এই সময়ে লটারি কেটে লক্ষ্মী লাভের সুযোগ হাতছাড়া করবেন না।

সিংহ রাশি

এপ্রিলের চতুর্থ সপ্তাহে সিংহ রাশির ব্যক্তিদের জন্য ভাগ্য দুয়ার খুলতে পারে। জানা যাচ্ছে, এই সময়ে লটারি কেটে কোটি টাকা জেতার সম্ভাবনা রয়েছে সিংহ রাশির জাতক-জাতিকাদের।

আর্থিক যোগ কন্যার

চলতি সপ্তাহের গোটা সময়টা অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত শুভকর হতে চলেছে কন্যা রাশির ব্যক্তিদের জন্য। কাজেই লটারি কেটে ভাগ্য পরীক্ষা করতে চাইলে এটাই মোক্ষম সময়।

বৃশ্চিক রাশির ভাগ্য কেমন?

এপ্রিলের চতুর্থ সপ্তাহে বৃশ্চিক রাশির ভাগ্য খুলছে। এই সময় লটারি থেকে মোটা টাকা ঘরে আনার বড় সুযোগ পাবেন বৃশ্চিক রাশির ব্যক্তিরা।

অর্থ যোগ রয়েছে ধনুর

ধনু রাশির ব্যক্তিদের জন্য চলতি সপ্তাহের পুরোটাই শুভ সময় হিসেবে গণ্য করা হচ্ছে। মনে করা হচ্ছে, এই সপ্তাহে লটারি কাটলে অর্থ আসার সম্ভাবনা প্রবল।

ভাগ্য ফিরবে মকরের

এপ্রিলের চতুর্থ সপ্তাহের প্রথমভাগ মকর রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত শুভ। এই সময় লটারি কেটে মোটা টাকা জিততে পারেন এই রাশির সকল ব্যক্তিরা।

কুম্ভের ভাগ্য

চলতি সপ্তাহের একেবারে শেষের দিকে ভাগ্য খুলতে পারে কুম্ভ রাশির। তাই অপেক্ষা না করে এই সময়ে লটারি কেটে দেখতে পারেন। তবে বেশি অঙ্কের লটারি না কাটাই ভাল।

লটারি ভাগ্যে নেই এই 4 রাশির

মেষ রাশি

এপ্রিলের চতুর্থ সপ্তাহে মেষ রাশির ভাগ্যে লটারি প্রাপ্তির কোনও রকম শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে না। তাই এই সময়ে লটারি থেকে দূরে থাকাই ভাল।

কর্কট রাশি

কর্কট রাশির ব্যক্তিদের জন্য চলতি সপ্তাহের গোটা সময়টাই লোকসান হওয়ার মতো। এই সময়ে লটারি কেটে নিজের বিপদ ডেকে আনবেন না।

তুলা রাশি

এপ্রিলের চতুর্থ সপ্তাহ অর্থাৎ চলতি সপ্তাহে তুলা রাশির ভাগ্যে একেবারেই লটারি প্রাপ্তির সম্ভাবনা নেই। তাই লটারি থেকে দূরে থাকাই শ্রেয়।

অবশ্যই পড়ুন: শূন্যস্থান পূরণে মরিয়া BCCI, টিম ইন্ডিয়ায় যোগ দিচ্ছেন KKR প্রাক্তনী!

মীন রাশি

গত সপ্তাহগুলোতে মীনের শুভ সময় চললেও চলতি সপ্তাহটা এই রাশির ব্যক্তিদের জন্য আর্থিক দিক থেকে অনেকটাই দুর্বল। তাই লটারির মতো অর্থ লগ্নী সংক্রান্ত বিষয়গুলি থেকে বিরত থাকুন।

(প্রতিবেদনটি শুধুমাত্র জ্যোতিষ শাস্ত্র ও প্রাপ্ত কিছু তথ্যের উপর ভিত্তি করে তৈরি। লটারি কাটা কিংবা অর্থ লগ্নী সংক্রান্ত বিষয় একান্তই ব্যক্তিগত।)
গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group