এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে ভুলেও লটারি কাটবেন না এই ৫ রাশি! কাদের ভাগ্যে লক্ষীলাভ? দেখে নিন

Published on:

Lottery, Lottery Horoscope, Lottery Prediction, Astrology, Rashifal, Lottery Winning, Lottery Prize, Crorepati, Ajker Rashifal,

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এপ্রিলের প্রথম সপ্তাহে ভাগ্য ফেরেনি? রাশির অবস্থান জেনে তবেই লটারি (Lottery) কেটেছিলেন তো? উত্তরটা যদি না হয়, সেক্ষেত্রে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ফের সুযোগ রয়েছে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ 6 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত বেশ কিছু রাশির লটারি প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। তালিকায় আপনার রাশি রয়েছে কিনা জেনে নিন।

ভাগ্য ফিরবে মিথুনের

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে মিথুন রাশির ব্যক্তিদের লটারি প্রাপ্তির যোগ রয়েছে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, এই রাশির জাতক-জাতিকারা এপ্রিলের 6 তারিখ থেকে 12 তারিখের মধ্যে লটারি কেটে দেখতে পারেন।

ভাগ্য সহায় কর্কটের

এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ কর্কট রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। এই সময়ে লটারি কেটে লক্ষীলাভের সুযোগ হাতছাড়া করবেন না।

সিংহ রাশি

সিংহ রাশির ব্যক্তিদের জন্য চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের প্রথম দিকে কিছুটা ভাগ্যের গরমিল থাকলেও সপ্তাহের একেবারে শেষভাগে লটারি কেটে লক্ষীলাভের সম্ভাবনা রয়েছে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

বৃশ্চিকের সময় ভাল

বৃশ্চিক রাশির ব্যক্তিদের জন্য এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ অত্যন্ত শুভকর হতে চলেছে। এই নির্দিষ্ট সময়ে লটারি কেটে দেখতে পারেন।

ধনু

ধনু রাশির ব্যক্তিদের জন্য দ্বিতীয় সপ্তাহের প্রত্যেক দিনই ভাল সময় চলবে। এই সুযোগ হাতছাড়া করলে কিন্তু চরম মিস হবে।

কুম্ভের শুভ সময়

কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ অত্যন্ত শুভ হতে চলেছে। অভিজ্ঞ জ্যোতিষবিদদের মতে, এই নির্দিষ্ট সময়ে কুম্ভ রাশির ব্যক্তিরা লটারি কাটলে ভাল ফল পাবেন।

মীন

মীন রাশির ব্যক্তিদের এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ ভাল যাবে। এই সময়ে লটারি কেটে লক্ষ্মী লাভের আশা রয়েছে।

লোকসান হতে পারে এই রাশিগুলির

মেষ রাশি

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহটা মেষ রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত অশুভ হতে চলেছে। এই সময়ে লটারির প্রতি ঝোঁক না দেখানোই ভাল।

কন্যা রাশি

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ কন্যা রাশির ব্যক্তিদের জন্য খুব একটা শুভ নয়। এই সময় অর্থ লাভের বদলে বড় লোকসানের আশঙ্কা করা হচ্ছে।

তুলা রাশি

তুলা রাশির ব্যক্তিদের জন্য এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ একেবারেই শুভ সময় নয়। তাই লটারি কাটা থেকে বিরত থাকাই শ্রেয়।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির ব্যক্তিদের জন্য এপ্রিলের মধ্যম ভাগ খুব একটা অশুভ না হলেও, সপ্তাহের শেষ ভাবটা দুর্ভাগ্য বয়ে আনবে।

অবশ্যই পড়ুন: ধোনি আউট হতেই আজব প্রতিক্রিয়া, কে এই ভাইরাল গার্ল? সামনে এল পরিচয়

মকর রাশি

মকর রাশির ব্যক্তিদের জন্য চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ খুবই মধ্যম প্রকৃতির। এই সময়ে খুব ভেবেচিন্তে লটারি কাটা উচিত।

(প্রতিবেদনটি শুধুমাত্র জ্যোতিষ শাস্ত্র ও প্রাপ্ত কিছু তথ্যের ওপর ভিত্তি করে তৈরি। লটারি বা অর্থলগ্নী সংক্রান্ত বিষয় একান্তই ব্যক্তিগত।)

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥