বিক্রম ব্যানার্জী, কলকাতা: লটারি (Lottery) কাটার কথা ভেবেও পিছিয়ে আসেন? ভাগ্য একেবারে সহায় নেই? লটারির মতো অর্থলগ্নী সংক্রান্ত বিষয়গুলি একান্তই নির্ভর করে ভাগ্যচক্রের ওপর। যাঁর ভাগ্যে লটারি প্রাপ্তির যোগ রয়েছে, তাঁর হাতেই ওঠে কোটি টাকা। কিন্তু কীভাবে বুঝবেন কখন লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আপনার?
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, প্রতিমাসেই ভাগ্য বদলায় বিভিন্ন রাশির। চলতি সপ্তাহেও লটারি কেটে ভাগ্য ফিরেছে অনেকেরই। এপ্রিলের তৃতীয় সপ্তাহ কেমন যাবে? আদৌ লটারি যোগ রয়েছে আপনার? জেনে নিন চলতি মাসের তৃতীয় সপ্তাহ অর্থাৎ 13 এপ্রিল থেকে 19 এপ্রিল পর্যন্ত কোন কোন রাশির ভাগ্যে রয়েছে অর্থ যোগ।
ভাগ্য ভাল মিথুনের
এপ্রিলের তৃতীয় সপ্তাহে ভাগ্য সহায় হবে মিথুন রাশির ব্যক্তিদের। এই সময়ে লটারি কেটে অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে।
প্রথমভাগ কর্কটের
এপ্রিলের তৃতীয় সপ্তাহের একেবারে প্রথম ভাগে লটারি কেটে ভাগ্য বদলের সম্ভাবনা রয়েছে কর্কট রাশির ব্যক্তিদের। কাজেই এই সময়ে লক্ষীলাভের সুযোগ হাতছাড়া করবেন না।
সিংহের সময় ভাল
এপ্রিলের তৃতীয় সপ্তাহ সিংহ রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত শুভকর হতে চলেছে। এই নির্দিষ্ট সময়ে লটারি কেটে ভাগ্য পরীক্ষা করে দেখাই যায়।
বৃশ্চিক রাশি
এপ্রিলের তৃতীয় সপ্তাহের একেবারে মাঝামাঝি সময় লটারি কেটে লক্ষ্মী লাভ হতে পারে বৃশ্চিক রাশির ব্যক্তিদের। তবে সপ্তাহের প্রথম এবং শেষভাগে লটারি কাটার কথা মাথাতেও আনবেন না।
ধনু রাশির সুযোগ রয়েছে
এপ্রিলের তৃতীয় সপ্তাহে ভাগ্য ভাল যাবে ধনু রাশির। এই সময় লটারি কেটে মোটা টাকা ঘরে তুলতে পারেন।
গোটা সপ্তাহ শুভ হবে কুম্ভের
কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য এপ্রিলের তৃতীয় সপ্তাহ অত্যন্ত শুভ হতে চলেছে। এই সময়ে যেকোনও দিন লটারি কেটে ভাগ্য পরীক্ষা করতে পারেন।
ভাগ্য ফিরবে মীন রাশির
এপ্রিলের তৃতীয় সপ্তাহ মীন রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ সময় নিয়ে হাজির হবে। কাজেই লটারি কেটে ভাগ্য পরীক্ষা করার সাহস দেখাতেই পারেন।
অর্থহানীর সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের
মেষ রাশি
এপ্রিলের তৃতীয় সপ্তাহে ভুলেও লটারি কাটতে যাবেন না মেষ রাশির ব্যক্তিরা। এই সময় অর্থ লাভের তুলনায় ক্ষতির আশঙ্কা বেশি।
বৃষ রাশি
বৃষ রাশির ব্যক্তিদের জন্য এপ্রিলের তৃতীয় সপ্তাহ অত্যন্ত মধ্যম প্রকৃতির হতে চলেছে। এই সময় লটারি থেকে বিরত থাকাই শ্রেয়।
কন্যা রাশি
কন্যার ব্যক্তিদের জন্য এপ্রিলের তৃতীয় সপ্তাহ অত্যন্ত অশুভ হতে চলেছে। এই সময়ে অর্থ লগ্নী সংক্রান্ত বিষয়গুলি থেকে বিরত থাকাই ভাল।
তুলা রাশির ভাগ্য কেমন?
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, তুলা রাশির ব্যক্তিদের জন্য এপ্রিলের তৃতীয় সপ্তাহ একেবারেই শুভ নয়। এই সময়ে লটারি কেটে লাভের বদলে লোকসানের সম্ভাবনা বেশি।
অবশ্যই পড়ুন: KKR সদস্যের ওপর রেগে লাল ধোনি! দেখতেই বললেন ‘গদ্দার এসেছে’
মকর রাশির ভাগ্য
এপ্রিলের তৃতীয় সপ্তাহে লটারির পাশাপাশি যেকোনও অর্থ লগ্নী সংক্রান্ত বিষয়ে যথেষ্ট ভেবেচিন্তে এগোনো উচিত মকর রাশির ব্যক্তিদের। এই সময়ে অর্থহানীর প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে।
(প্রতিবেদনটি শুধুমাত্র জ্যোতিষ শাস্ত্র ও প্রাপ্ত কিছু তথ্যের ওপর ভিত্তি করে তৈরি। লটারির মতো অর্থলগ্নী সংক্রান্ত বিষয় একান্তই ব্যক্তিগত।)
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |