জুনের শেষ সপ্তাহে লটারি কেটে কোটিপতি হবেন এই ৭ রাশির ব্যক্তিরা!

Published:

People of these zodiac signs will become Crorepati from the lottery in the last week of June
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: লটারি (Lottery) থেকে লাখপতি বা কোটিপতি হওয়ার খবর শোনা যায় প্রায়শই। তবে অনেকেই ভাবেন বিষয়টা কেন আমাদের ক্ষেত্রে মেলে না? আসলে লটারি প্রাপ্তি নির্ভর করে রাশিচক্রের ওপর। কাজেই লটারি থেকে মোটা অঙ্ক জিততে হলে ভাগ্যে অর্থ প্রাপ্তি রয়েছে কিনা তা জেনে নেওয়ার আবশ্যক।

আর সেজন্যেই প্রতি সপ্তাহে আমরা লটারি হরস্কোপ বা লটারির রাশিফল নিয়ে হাজির হই। এ মাসেও সেই নিয়মের অন্যথা হয়নি। চলুন জেনে নেওয়া যাক জুন মাসের শেষ সপ্তাহে লটারি থেকে কোন কোন রাশির ভাগ্য ফিরতে চলেছে।

মেষ রাশি

জুনের শেষ সপ্তাহে মেষ রাশির ভাগ্য একেবারে মধ্যম প্রকৃতির। তাই লটারি থেকে দূরে থাকাটাই ভাল। তবে খুব ইচ্ছে হলে অল্প অংকের লটারি কেটে দেখতে পারেন।

মিথুন রাশি

জুনের শেষ সপ্তাহে মিথুন রাশির ভাগ্য ফিরবে। জ্যোতিষ শাস্ত্র বলছে, এই সপ্তাহের যেকোনও সময়ে লটারি থেকে মোটা টাকা ঘরে তুলতে পারবেন মিথুনের ব্যক্তিরা।

কন্যা রাশি

জুন মাসের শেষ সপ্তাহে কন্যা রাশির ভাগ্য খুব একটা যে ভাল তেমনটা নয়, তবে খারাপও বলা চলে না। অভিজ্ঞ জ্যোতিষবিদদের মতে জুনের শেষ সপ্তাহে কন্যার ভাগ্য অত্যন্ত মধ্যম প্রকৃতির। তাই খুব ইচ্ছে হলে তবেই দু-একটা লটারি কাটতে পারেন।

তুলা রাশি

জুনের শেষ সপ্তাহে তুলা রাশির ব্যক্তিদের ভাগ্য বদলের সম্ভাবনা রয়েছে। এই সময়ে বিচক্ষণতার সাথে লটারি কাটলে মোটা টাকা ঘরে তুলতে পারবেন তুলার জাতক জাতিকারা।

ধনু রাশি

জুন মাসের শেষ সপ্তাহের একেবারে প্রথম ভাগে লটারি কাটতে যাবেন না। তবে মাঝামাঝি সময়ে লটারি কাটা যেতে পারে। সেক্ষেত্রে যথেষ্ট বিচক্ষণতার সাথে লটারির নম্বর চয়ন করুন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য জুন মাসের শেষ সপ্তাহ অত্যন্ত শুভ হতে চলেছে। এই সপ্তাহের যেকোনও সময়ে লটারি থেকে কোটি টাকা জিততে পারেন কুম্ভের ব্যক্তিরা।

মীন রাশি

জুন মাসের শেষ সপ্তাহে মীন রাশির ভাগ্যে অর্থ যোগ রয়েছে। কাজেই লটারি কাটলে ভাগ্য ফিরবে এ কথা বলাই যায়। তবে হ্যাঁ, মোটা অঙ্কের লটারি কাটতে যাবেন না।

ভুলেও লটারি কাটবেন না এই 5 রাশি

বৃষ রাশি

বৃষ রাশির ব্যক্তিদের জন্য জুন মাসের শেষ সপ্তাহ একেবারেই শুভ নয়। তাই এই সময়ে লটারি থেকে কোটি টাকা জেতার স্বপ্ন দেখাটা নিছকই বোকামো হবে।

কর্কট রাশি

জুন মাসের শেষ সপ্তাহে কর্কট রাশির ভাগ্যে লটারি যোগ নেই। তাই ভুলেও নিজের কষ্টার্জিত অর্থ খরচ করে লটারি কাটতে যাবেন না।

সিংহ রাশি

সিংহ রাশির ব্যক্তিদের জন্য জুন মাসের শেষ সপ্তাহ অত্যন্ত অশুভ হতে চলেছে! এই সময়ে লটারি প্রাপ্তি তো দূর, বরং অর্থহানির ব্যাপক সম্ভবনা দেখা যাচ্ছে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির ব্যক্তিদের লটারি ভাগ্য অত্যন্ত অদ্ভুত প্রকৃতির। জুন মাসের শেষ সপ্তাহেও এই রাশির জাতক জাতিকাদের ভাগ্য ফিরবে না। তাই লটারি থেকে দূরে থাকুন।

অবশ্যই পড়ুন: আসছে তিন বাঘা প্লেয়ার! মেহতাব, অভিষেক হাতছাড়া হতেই পাশা পাল্টে দিল ইস্টবেঙ্গল

মকর রাশি

জুনের শেষ সপ্তাহে মকর রাশির ভাগ্যে লটারি প্রাপ্তি নেই। কাজেই কষ্ট করে রোজগার করা অর্থ ভুলেও লটারির পেছনে ঢালতে যাবেন না এই সময়ে। বলে রাখি, জেদের বসে লটারি কাটতে গেলে অর্থ হানির সম্ভাবনা রয়েছে মকরের ব্যক্তিদের।

( প্রতিবেদনটি শুধুমাত্র প্রাপ্ত কিছু তথ্য ও জ্যোতিষ শাস্ত্রের ওপর ভিত্তি করে তৈরি। লটারি কাটার মতো অর্থলগ্নি সংক্রান্ত বিষয় একান্তই ব্যক্তিগত।)

 

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join