বিক্রম ব্যানার্জী, কলকাতা: বুধ কন্যা রাশিতে গমন করলে তৈরি হয় ভাদ্র রাজযোগ (September Bhadra Raj Yoga)। আর এই বিশেষ যোগ বেশ কিছু রাশির জন্য সৌভাগ্য বয়ে আনে। আসন্ন সেপ্টেম্বরে সেই ঘটনাই ঘটতে চলেছে।
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, কন্যা রাশিতে বুধের গমন অর্থাৎ গ্রহের গতিবিধির দিক থেকে সেপ্টেম্বর মাস বিশেষ হতে চলেছে বেশ কিছু রাশির জন্য। আর এই বিশেষ যোগের কারণে পুজোর মাসে 5টি রাশির ভাগ্যে থাকা সাফল্য আটকাতে পারবে না কোনও শক্তি!
ভাদ্র রাজযোগে ভাগ্য ফিরবে এই 5 রাশির!
আসন্ন সেপ্টেম্বরে ভাদ্র রাজযোগের কারণে মিথুন রাশির ভাগ্য খুলতে চলেছে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, সেপ্টেম্বরের শুভ সময়ে এই রাশির ব্যক্তিদের নানা দিক থেকে সাফল্য আসার সম্ভাবনা রয়েছে। কর্ম ক্ষেত্রেও কাঙ্খিত সাফল্য পেতে পারেন মিথুনের ব্যক্তিরা। তাছাড়াও পরিবারে ধর্মীয় বা শুভ অনুষ্ঠান হতে পারে। যার কারণে পরিবারে বেশ খুশির আমেজ বজায় থাকবে।
তুলা রাশির ভাগ্য
সেপ্টেম্বরের বিশেষ সময়ে বুধের কন্যা রাশিতে গমন তুলা রাশির জন্য অত্যন্ত শুভকর হতে চলেছে। এই বিশেষ কারণে আগামী সপ্তাহে তুলা রাশির ব্যক্তিদের কর্মক্ষেত্র থেকে শুরু করে পারিবারিক দিকেও বিশেষ উন্নতি ঘটবে। সেই সাথে, সেপ্টেম্বরে কোনও ক্ষেত্রে বাধা থাকলে তা দীর্ঘক্ষন স্থায়ী হবে না। পাশাপাশি দীর্ঘ দিনের আটকে থাকা কাজ সফল হবে। শুধু তাই নয় লটারিতেও ভাগ্য ফেরার সম্ভাবনা রয়েছে তুলার।
বৃশ্চিক রাশি
জ্যোতিষ শাস্ত্র বলছে, সেপ্টেম্বরে বৃশ্চিক রাশির ভাগ্যে অর্থ প্রাপ্তি রয়েছে। এই সময়ে, কন্যা রাশিতে বুধের গমন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের লটারিতে লাভবান করে তুলতে পারে। শুধু তাই নয়, ব্যবসায়িক ক্ষেত্রেও সাফল্য পাবেন বৃশ্চিক রাশির ব্যক্তিরা। এছাড়াও প্রেমের সম্পর্ক আরও মজবুত হবে।
অবশ্যই পড়ুন: পাকিস্তানকে একঘরে করতে বিরাট পদক্ষেপ! সৌদি আরবকে বড় প্রস্তাব ভারতের
ধনু রাশি
ভাদ্র রাজযোগের কারণে সেপ্টেম্বর মাসে বিরোধীরা ধনু রাশির ব্যক্তিদের কোনও ক্ষেত্রেই আটকাতে পারবে না। একই সাথে লটারি থেকে ভাল পরিমাণ অর্থ জেতার সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের। জ্যোতিষবিদদের মতে, ধনু রাশির ব্যক্তিদের এই মাসে কেরিয়ারের প্রতি বিশেষ মনোযোগী হওয়া উচিত। কেননা, কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে ধনুর জাতক জাতিকাদের বড় সুযোগ আসতে পারে। তাছাড়াও পেশাগত সাফল্যও পাবেন এই রাশির ব্যক্তিরা।
মীন রাশি
সেপ্টেম্বরে ভাগ্য ফিরবে মীন রাশির ব্যক্তিদের। কেরিয়ার থেকে শুরু করে পরিবার, সব ক্ষেত্রেই উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে মীন রাশির জাতক জাতিকাদের। তাছাড়াও এই মাসে লটারি থেকে ভাগ্য ফিরতে পারে মীনের। একই সাথে, প্রেমের সম্পর্ক আরও মধুর হবে বলেই দাবি করছে ন জ্যোতিষবিদরা।