শ্রাবণের শুভ সময়ে শিবের আশীর্বাদে লটারি জিতবেন এই দুই জন্ম সংখ্যার ব্যক্তিরা

Published on:

Sawan Lottery Prediction Latest Update

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শ্রাবণ মাস আসলে দেবাদিদেব মহাদেবের পছন্দের মাস। এই সময়ে ভোলানাথকে তুষ্ট করতে নিজেদের সর্বস্ব দিয়ে চেষ্টা করেন ভক্তরা। বিশ্বাস আছে, শ্রাবণের এই শুভ সময়ে ভক্তি ভরে শিবের আরাধনা করলে বাবার কৃপা দৃষ্টি বর্ষিত হয় ভক্তদের ওপর। মূলত সেই লক্ষ্যেই, বছরের এই শুভ সময়ের জন্য হাপিত্যেশ করে বসে থাকেন মহাদেবের ভক্তরা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কথায় আছে, দেবাদিদেবের আরাধনা করার অন্যতম শুভ সময় শ্রাবণ। তাই এই সময়ে মনে ভক্তি নিয়ে শিবকে ডাকা গেলে মহাদেব কাউকে ফেরান না। অভিজ্ঞ জ্যোতিষবিদদের মতে, সংখ্যাতত্ত্ব অনুসারে শ্রাবণ মাসে প্রধানত দুটি জন্মসংখ্যার ব্যক্তিরা লটারি থেকে বিপুল অর্থ ঘরে তুলতে পারবেন। শিবের কৃপায় হবে লক্ষী লাভ।

কোন জন্ম সংখ্যার ব্যক্তিরা শ্রাবণের শুভ সময়ে লটারি থেকে কোটিপতি হবেন?

সংখ্যা তথ্যের গণনা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবারের শ্রাবণ মাসে 1 ও 3 জন্ম সংখ্যার ব্যক্তিরা লটারি কেটে বিপুল অর্থ ঘরে তুলতে পারবেন। জানা যাচ্ছে, 1 জন্ম সংখ্যার ব্যক্তিদের ক্ষেত্রে সরাসরি রবির প্রভাব থাকবে। একই সাথে এই ব্যক্তিরা মহাদেবের কৃপা দৃষ্টি লাভ করবেন। বলে রাখি, শ্রাবণের শুভ সময়ে নিজের আর্থিক বৃদ্ধি ধরে রাখতে এই মাসের প্রতি সোমবার শিবের পুজো করুন। সে ক্ষেত্রে পুজোর সময় শিবের অভিষেক করতে ভুলবেন না।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এবার আসা যাক 3 জন্ম সংখ্যার ব্যক্তিদের কথায়। অভিজ্ঞ জ্যোতিষবিদদের কথা অনুযায়ী, শ্রাবণের শুভ সময়ে লটারি থেকে কোটি টাকা জিততে পারেন 3 জন্ম সংখ্যার ব্যক্তিরা। কারণ, এই 3 সংখ্যাটি মহাদেবের প্রিয় সংখ্যা। বিশ্বাস করা হয় যে, 3 জন্ম সংখ্যার ব্যক্তিদের ওপর ভগবান শিবের কৃপা দৃষ্টি সর্বদা বর্ষিত হয়।

অবশ্যই পড়ুন: আর দাঁড়াতে হবে না লম্বা লাইনে! WhatsApp থেকে বুক করে নিন মেট্রোর টিকিট, রইল পদ্ধতি

ফলত, শ্রাবণের শুভ সময়ে মহাদেবের প্রিয় 3 জন্ম সংখ্যার ব্যক্তিরা লটারি কেটে মালামাল হতে পারবেন। সেই সাথেই পরিবারে আসবে সুখ সমৃদ্ধি। তবে হ্যাঁ, শ্রাবণের প্রত্যেক সোমবার শিবের মাথায় গঙ্গাজল ঢালুন। সঙ্গে শিবের প্রিয় ফুল ও বেলপাতা রাখবেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group