মীন রাশিতে প্রতিগামী হলেন শনি, ভাগ্য ফিরতে পারে এই ৩ রাশির

Published on:

Shani Vakri is going to be auspicious for 3 zodiac signs.

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শনির গতিতে বদল আসলে তার প্রভাব পড়ে বেশ কিছু রাশির ওপর। জ্যোতিষ শাস্ত্র বলছে, গত 13 জুলাই, শনি মীন রাশিতে প্রতিগামী হওয়ায় বেশ কিছু রাশির ওপর এর বড়সড় প্রভাব পড়বে। দীর্ঘ 30 বছর পর মীন রাশিতে উল্টো পায়ে হাঁটবেন শনি। জানা যাচ্ছে, আগামী 28 নভেম্বর পর্যন্ত অর্থাৎ 138 দিন শনি মীন রাশিতে প্রতিগামী অবস্থানে থাকবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

অভিজ্ঞ জ্যোতিষাচার্য অনীশ ব্যাশের মতে, শনির মীন রাশিতে অবস্থান বেশ কিছু রাশির ওপর ইতিবাচক এবং বেশ কিছু রাশির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। তবে শনির এই বক্রী অবস্থান কিছু রাশির জীবনে দূর্দশাও ডেকে আনতে পারে। যদিও আজকের প্রতিবেদনে আমরা জানাব, শনির মীন রাশিতে প্রতিগামী অবস্থানের কারণে কোন কোন রাশির কপাল খুলতে চলেছে, সে বিষয়ে।

শনির এমন অবস্থানের কারণে ভাগ্য খুলবে এই 3 রাশির

মীন রাশি

শনির বিপরীতমুখী অবস্থান মীন রাশির ব্যক্তিদের সবচেয়ে বেশি ফলদায়ক হবে। জ্যোতিষবিদদের মতে শনি এই রাশিতে উর্ধ্ব অবস্থানে থাকবে, মূলত সেই কারণেই সাড়ে সাতির প্রভাব কমবে মীনের জাতক জাতিকাদের। শুধু তাই নয়, শনির বিপরীত অবস্থানের কারণে মীন রাশির ব্যক্তিরা আর্থিক ক্ষেত্রেও ভাল ফল পাবেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বৃশ্চিক রাশি

অভিজ্ঞ জ্যোতিষাচার্যরা মনে করছেন, 13 জুলাই থেকে মীন রাশিতে শনির এমন অবস্থানের সুফল পাবেন বৃশ্চিক রাশির ব্যক্তিরাও। হ্যাঁ, অভিজ্ঞ জ্যোতিষবিদদের মতে, শনির 138 দিনের এমন অবস্থানের কারণে শুভ সময় চলবে বৃশ্চিক রাশির ব্যক্তিদের। মনে করা হচ্ছে, শনির বিপরীতমুখী গতি এই রাশিতে ধনরাজ যোগ সৃষ্টি করবে। যার কারণে খুব শীঘ্রই শুভ খবর পাবেন এই রাশির ব্যক্তি। তাছাড়াও শনির প্রতিগামী অবস্থানের কারণে বৃশ্চিক রাশির ব্যক্তিদের অর্থ লাভের সম্ভাবনাও রয়েছে।

অবশ্যই পড়ুন: ডার্বির আগেই বাড়ল আত্মবিশ্বাস, কালীঘাটকে হারিয়ে ক্ষমতা জাহির করল মোহনবাগান

মকর রাশি

জ্যোতিষবিদদের মতে, এই মুহূর্তে শনি মকর রাশির তৃতীয় ঘরে অবস্থান করছে। শনি বিপরীতমুখী হওয়ার কারণে মকর রাশির দ্বিতীয় ঘরে ফল দেবে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, শনির এমন অবস্থানের কারণে খুব শীঘ্রই ভাল খবর পাবেন মকর রাশির ব্যক্তিরা। মনে করা হচ্ছে, দীর্ঘদিনের আটকে থাকা কাজ কিংবা অর্থ সংক্রান্ত সমস্যা মিটে যেতে পারে। সেই সাথেই নিজের কাজের জন্য প্রশংসিত হবেন মকরের জাতক জাতিকারা।

( প্রতিবেদনটি শুধুমাত্র প্রাপ্ত কিছু তথ্য ও জ্যোতিষ শাস্ত্রের ওপর ভিত্তি করে তৈরি। কোনও ক্ষেত্রে বিনিয়োগ কিংবা জাতক জাতিকাদের ভাগ্য সংক্রান্ত বিষয় নিয়ে India Hood কোনও ব্যক্তিগত মতামত দেয় না।)
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group