শুক্র-শনির মিলনে আগামী সপ্তাহে ঘটবে ষড়ষ্টক যোগ! কাঁদিয়ে ছাড়বে এই ৪ রাশিকে ..

Published:

Updated:

Astrology
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: জ্যোতিষশাস্ত্র (Astrology) মতে গ্রহ-নক্ষত্রের অবস্থান আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন রকম প্রভাব ফেলে। এর মধ্যে ইতিবাচক প্রভাব রয়েছে, আবার নেতিবাচকও রয়েছে। ঠিক তেমনই আসন্ন ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৫:০১ মিনিটে তৈরি হচ্ছে এক বিরাট গ্রহ সমন্বয় ষড়ষ্টক যোগ। জানা যাচ্ছে, এই সময় শুক্র গ্রহ থাকবে সিংহ রাশিতে আর শনি অবস্থান করবে মীন রাশিতে। এই দুই গ্রহের মধ্যে ১৫০ ডিগ্রি কোণ তৈরি হবে। আর সেখানেই তৈরি হবে এমন কিছু যোগ যা কিছু রাশির জন্য বিপদ ডেকে আনবে।

কী এই ষড়ষ্টক যোগ?

আসলে জ্যোতিষশাস্ত্র মতে, যখন দুটি গ্রহ আকাশে একে অপরের সাথে ১৫০ ডিগ্রি কোণে অবস্থান করে, তখন এই ষড়ষ্টক যোগ তৈরি হয়। এই সময়কে অশুভ বলেই মানা হয়। কারণ শুক্রের কোমল স্বভাব এবং শনির কঠরতা একসঙ্গে খাপ খায় না। এর ফলে মানসিক অস্থিরতা থেকে শুরু করে ভুল বোঝাবুঝি বা জীবনে নানারকম সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা বাড়ে। আর তারই প্রভাব পড়তে চলেছে চারটি রাশির উপর। তবে কোন সেই চার রাশি? জানতে হলে প্রতিবেদনটি পড়ুন।

মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় প্রেমের জীবন ভুল বোঝাবুঝিতে ভরে যেতে পারে। দাম্পত্য সম্পর্কে বিভিন্ন রকম টানাপোড়ন বাড়তে পারে। এমনকি সন্তান সম্পর্কিত চিন্তা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। অর্থ নিয়ে তাড়াহুড়ো করলে ক্ষতির সম্ভাবনা থাকবে। তাই বড় কোনও অর্থ বিনিয়োগ বা সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই দু’বার ভাবুন। মানসিক শান্তি পাওয়ার জন্য ধ্যান বা যোগ ব্যায়াম করতে পারেন।

সিংহ রাশি

সিংহ রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাসে টান পড়তে পারে। এই সময়ে অফিসে বা ব্যবসায় ছোটখাটো কিছু বাধা আসতে পারে। সম্পর্কে অহংকার কিংবা রাগ অশান্তি বাড়িয়ে তুলতে পারে। এই সময় ঝুঁকি নেওয়া বা হঠাৎ কোনও সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন। প্রিয়জনের পরামর্শ শুনে চলুন। এতে উপকার হবে।

তুলা রাশি

এই রাশির জাতক জাতিকাদের এই সময় বন্ধুত্বের সম্পর্ক খারাপ হতে পারে। এমনকি অফিস বা কর্মক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রেও বিশেষ নজর দিতে হবে। বিশেষ করে ত্বক বা পেটের সমস্যা দেখা দিতে পারে। এই সময়ে অযথা কারো কাছ থেকে টাকা ধার নেবেন না এবং অপ্রয়োজনীয় খরচ করবেন না।

ধনু রাশি

এই রাশির জাতক জাতিকাদের পরিবারে অশান্তি বাড়তে পারে। বিশেষ করে মায়ের স্বাস্থ্যের দিকে যত্ন নিতে হবে। কারণ উদ্বেগের সম্ভাবনা রয়েছে। ভ্রমণ কিংবা পড়াশোনার কাজ বিঘ্ন হতে পারে। অন্যদিকে অর্থের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ হঠাৎ করে ব্যয় বাড়তে পারে। পরিবারের শান্তি বজায় রাখার চেষ্টা করতে হবে। বড় কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভাবতে হবে।

আরও পড়ুনঃ সেপ্টেম্বরেই দেখা যাবে বছরের শেষ সূর্যগ্রহণ! কবে, কোথা থেকে দৃশ্যমান হবে?

প্রসঙ্গত ষড়ষ্টক যোগ সবসময় খারাপ হয় না, এটি জীবনে সতর্কবার্তা হিসেবেও কাজ করে। তাই আসন্ন সপ্তাহে এই চার রাশির জাতক জাতিকাদের একটু নিজেদেরকে নিয়ন্ত্রণ রাখা উচিত। তবে আমরা কোনও জ্যোতিষ সম্পর্কিত তথ্য বা পরামর্শ প্রদান করি না। অবশ্যই নিজের ব্যক্তিগত পরামর্শ নেওয়ার জন্য বিশেষজ্ঞদের পরামর্শ নিন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join