সৌভিক মুখার্জী, কলকাতা: রাশিচক্রের উপর আমাদের প্রতিদিনের জীবনযাত্রা নির্ভর করে। গ্রহ-নক্ষত্রের গতিবিধি আমাদের জীবনের উপর বিশেষ প্রভাব ফেলে, যার ফলে কোনও সময় সুখ-সমৃদ্ধি ফিরে আসে, আবার কোনও সময় হতাশা দুর্দশা দেখা যায়। তবে পঞ্জিকা বলছে, এবার সূর্য গোচর (Surya Gochar 2025) করছে রাহুর নক্ষত্রে, যার জেরে তিন রাশির জাতক-জাতিকাদের আয় উন্নতি বৃদ্ধি পাবে। পাশাপাশি পরিবারেও সুখ শান্তি ফিরে আসবে। এমনকি সবদিক থেকে অগ্রগতি পাবে তারা।
জানা যাচ্ছে, গতকাল অর্থাৎ ২৪ অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৮ মিনিটে সূর্য রাহুর নক্ষত্র স্বাতীতে গোচর ঘটিয়েছে। আর পঞ্চাঙ্গ বলছে, আগামী ৬ নভেম্বর দুপুর ২:৫৯ মিনিট পর্যন্ত সূর্য এই নক্ষত্রই অবস্থান করবে। যেহেতু স্বাতী নক্ষত্রের উপর রাহুর আধিপত্য রয়েছে, তাই গ্রহরাজ সূর্যের রাহু নক্ষত্রে প্রবেশে তিন রাশির জাতক-জাতিকারা প্রচুর পরিমাণে সাফল্য অর্জন করবে। চলুন জেনে যাওয়া যাক কোন কোন রাশি।
তুলা রাশি
তুলা রাশির জাতক জাতিকাদের জন্য স্বাতী নক্ষত্রে সূর্যের গোচর প্রচুর সুযোগ-সুবিধা নিয়ে আসবে। জানা যাচ্ছে, সূর্যের প্রভাবে তাদের সম্মান বৃদ্ধি পাবে, এমনকি কর্মক্ষেত্রে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রচুর পরিমাণে অর্থলাভ হবে। অমীমাংসিত কাজগুলো সম্পন্ন হবে এবং জীবনসঙ্গীর সহায়তায় জীবনে অগ্রগতির পথে এগিয়ে যাবেন। পাশাপাশি পরিবারে সুখ শান্তি ফিরে আসবে, আর পরিবারের সদস্যদের সাথে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। বন্ধুদের সঙ্গে কাটানোর জন্য এটি ভালো সময়।
ধনু রাশি
রাহুর রাশিতে সূর্যের গোচর ধনু রাশির জাতক জাতিকাদের জন্য লাভের দরজা খুলে দিতে পারে। এদের কর্মক্ষেত্রে সমস্ত অসুবিধার অবসান ঘটবে। পাশাপাশি দীর্ঘদিনের আর্থিক সমস্যা কাটিয়ে উঠতে পারে। পুরনো পরিকল্পনাগুলি পুনর্বিবেচনা করলে প্রচুর সাফল্য অর্জন করতে পারবে। পরিবারে সুখ সম্প্রীতি বৃদ্ধি পাবে। প্রেমের জীবন ভালোবাসা এবং বোঝাপড়ার মাধ্যমে উন্নতি হবে এবং কর্মক্ষেত্রে পদোন্নতি সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ সাউন্ড বক্স বন্ধ করতে বলায় ওসিকে টেনে, হেঁচড়ে পেটাল শাসক দলের নেতারা! ভাইরাল ভিডিও
মকর রাশি
রাহুর রাশিতে সূর্যের গোচর মকর রাশির জাতক জাতিকাদের জন্য প্রচুর পরিমাণে সুযোগ নিয়ে আসতে পারে। এই রাশির ভাগ্যবান ব্যক্তিরা ব্যবসায় প্রচুর পরিমাণে অগ্রগতি পাবে। লাভ অর্জনের জন্য প্রচেষ্টাগুলি ইতিবাচক ফলাফল এনে দেবে। স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক আরও উন্নত হবে। পাশাপাশি কর্মক্ষেত্রে সহকর্মীদের সমর্থন পাবে। কোনও পুরনো বন্ধুর সাহাজ্যে এই সময় বকেয়া অর্থ পুনরুদ্ধার করতে পারবে। পাশাপাশি পরিবারের সুখ শান্তি ফিরে আসবে।












