Indiahood-nabobarsho

দোল উৎসবে বুধ বসবে বক্রি চালে, লটারি কেটে মালামাল হবেন এই ৩ রাশি

Published on:

These 6 zodiac signs will be lucky if they win the lottery in February

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জ্যোতিষশাস্ত্র মতে, রাশিচক্রের পরিবর্তন মানব জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ। অভিজ্ঞ জ্যোতিষ বিদদের একটা বড় অংশ মনে করছেন, রাশিচক্রের পরিবর্তন মানুষের জীবনে বিশেষ প্রভাব ফেলে। জানা যাচ্ছে, চলতি বছর মার্চের দোল উৎসবে বক্রি চাল দেবে গ্রহের রাজকুমার বুধ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ক্যালেন্ডার অনুযায়ী, এবছর দোল উৎসব পড়েছে 14 মার্চ। জ্যোতিষ শাস্ত্র বলছে, দোলের ঠিক পরের দিন অর্থাৎ মার্চের 15 তারিখ বিপরীত চাল চালবেন বুধ। অর্থাৎ এই সময়ে বুধ উল্টো অবস্থায় থাকবেন। মনে করা হচ্ছে, বুধ গ্রহের এই বক্রি চালেই ভাগ্য ঘুরবে বেশ কিছু রাশির। বলা হচ্ছে, এই নির্দিষ্ট সময়ে মূলত 3 রাশির ব্যক্তিরা লটারি(Lottery) ভাগ্য পরীক্ষা করতে পারেন। দোলের পরবর্তী সময়টা তাদের জন্য বেশ শুভময় হতে চলেছে।

লটারি কেটে মালামাল হবে এই 3 রাশি!

লটারি ভাগ্য ঘুরবে বৃষ রাশির

বুধ বৃষ রাশির জাতক-জাতিকাদের গোচর কুন্ডলীর একাদশ ঘরে অবস্থান করে। অভিজ্ঞ জ্যোতিষাচার্যের মতে, মার্চের 15 তারিখ নাগাদ বুধ তার উল্টো অবস্থানে অর্থাৎ বক্রি চালে বসলে বৃষ রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। মনে করা হচ্ছে, মার্চের এই নির্দিষ্ট সময়ে বৃষ রাশির ব্যক্তিরা অর্থ লগ্নী সংক্রান্ত সাহসী সিদ্ধান্ত নিলে লাভবান হবেন। লটারি কাটার ক্ষেত্রেও ভাল ফল দেখতে পাওয়া যাচ্ছে। তবে প্রতিটি সিদ্ধান্তই যথেষ্ট বিচক্ষণতার সাথে নিতে হবে এই রাশির ব্যক্তিদের।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ভাগ্য ফিরবে ধনু রাশির

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, চলতি মাসের শেষ সপ্তাহ ধনু রাশির ব্যক্তিদের জন্য শুভ। তবে আসন্ন মার্চের দোল উৎসব পরবর্তী সময়ে এই রাশির জাতক জাতিকাদের জন্য আরও বেশি সুদিন ডেকে আনবে। বুধ যেহেতু ধনুর চতুর্থ ঘরে অবস্থানরত। কাজেই মার্চের 15 তারিখ বুধ তার অবস্থান বদলে উল্টো চালে বসবে। আর তাতেই সুফল পাবেন ধনু রাশির ব্যক্তিরা। বলা হচ্ছে, এই সময় ধন-সম্পদ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সেই সাথে লটারি প্রাপ্তির সম্ভাবনাও প্রবল। পাশাপাশি আত্মীয়দের সাথে সম্পর্ক মজবুত হওয়ারও সম্ভাবনা রয়েছে এই সময়ে।

লটারি যোগ রয়েছে কুম্ভের?

বৃষ এবং ধনুর পাশাপাশি বুধ যদি বক্রি চালে অবস্থান করে সেক্ষেত্রে ধন-সম্পদ ও সম্পর্কের দিক থেকে লাভবান হবেন কুম্ভের জাতক- জাতিকারাও। মনে করা হচ্ছে, মার্চের এই নির্দিষ্ট সময়ে কুম্ভের গোচর কুন্ডলীর দ্বিতীয় ঘরে বক্রি হবেন বুধ। যার ফলে লটারি প্রাপ্তির পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত বিষয়ে জ্ঞান লাভ হবে। সেই সাথে কুম্ভ রাশির ব্যক্তিরা ব্যবসা ও চাকরির ক্ষেত্রেও সুখবর পাবেন।

(রাশিফল সংক্রান্ত যাবতীয় খবর মূলত জ্যোতিষশাস্ত্র ও প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে তৈরি। অর্থ লগ্নী সংক্রান্ত যেকোনও পদক্ষেপ একান্তই ব্যক্তিগত)

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group