ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ঘুরবে ভাগ্যের চাকা! লটারিতে মালামাল হবে এই ৫ রাশি

Published on:

These 5 zodiac signs can profit from the lottery in the last week of February

বিক্রম ব্যানার্জী, কলকাতা: লটারি (Lottery) কেটে ভাগ্য পরীক্ষা করার ঝোঁক রয়েছে অনেকেরই। তবে কখনও কখনও সেই ইচ্ছেটা অভ্যাস হয়ে দাঁড়ায়। ফলত, অর্থহানির ঝুঁকি থাকে। তবে জ্যোতিষ শাস্ত্র বলছে, প্রত্যেক রাশির জাতক জাতিকারা রাশিচক্র অনুযায়ী বছরের একটা দিন লটারি কেটে নিজেদের ভাগ্য যাচাই করতে পারেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বেশ কয়েকজন জ্যোতিষবিদ বলছেন, চলতি মাস অর্থাৎ ফেব্রুয়ারির (February) শেষ সপ্তাহ অত্যন্ত শুভ হবে বেশ কিছু রাশির জন্য। আর এই নির্দিষ্ট সময় অর্থাৎ 23 থেকে 28 ফেব্রুয়ারির মধ্যে লটারি কাটলে লক্ষ্মী লাভের সম্ভাবনা রয়েছে। চলুন জেনে নেওয়া যাক ফেব্রুয়ারির শেষলগ্নে লটারি গেটে ভাগ্য ঘুরতে পারে কোন কোন রাশির।

ভাগ্য ফিরবে মেষ রাশির

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ সপ্তাহে লটারি কাটলে ভাগ্য ঘুরতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের। তবে সেক্ষেত্রে যথেষ্ট বিচক্ষণতার সাথে লটারির নম্বর চয়ন করতে হবে তাদের।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সপ্তাহের মধ্যভাগে লটারি কাটতে পারেন বৃষ রাশি

শাস্ত্র বলছে, বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারির শেষ সপ্তাহের মাঝামাঝি সময়টা খুবই ভাল যাবে। আর এই নির্ধারিত সময়ে লটারি কেটে নিজের ভাগ্য পরীক্ষা করে দেখার একটা সুবর্ণ সুযোগ রয়েছে বৃষ রাশির জাতক জাতিকাদের। তবে সপ্তাহের শেষ ভাগে একেবারেই লটারি কাটা চলবে না এই রাশির।

অর্থ প্রাপ্তির যোগ রয়েছে মিথুনের

মিথুন রাশির যাদক-জাতিকাদের জন্য ফেব্রুয়ারির শেষ সপ্তাহের প্রতিটি জিনিস শুভ হতে চলেছে। তাই সপ্তাহের যেকোনও দিন লটারি কাটলেই লক্ষ্মী লাভের সম্ভাবনা প্রবল।

সুযোগ রয়েছে সিংহ রাশির

অন্যান্য রাশির মতোই সিংহ রাশির জাতক জাতিকাদেরও ফেব্রুয়ারি শেষ সপ্তাহটা ভালই যাবে। অভিজ্ঞ জ্যোতিষীদের মতে, চলতি মাসের এই সময়টায় লটারি কেটে দেখতে পারেন সিংহ রাশির ব্যক্তিরা।

আর্থিক দিক ভাল কন্যা রাশির

ফেব্রুয়ারির শেষ সপ্তাহে কন্যা রাশির জাতক যাদিকাদের লক্ষ্মী লাভের সম্ভাবনা প্রবল। অভিজ্ঞ জ্যোতিষ বিদদের মতে, এই সপ্তাহের যেকোনও সময়ে লটারি গেটে মালামাল হতে পারেন কন্যা রাশির ব্যক্তিরা।

ধনু ও মকর রাশির সুযোগ থাকছে

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ধনু এবং মকর রাশির জাতক জাতিকাদের জন্য লটারি ভাগ্য ভাল হতে পারে। মনে করা হচ্ছে, এই সময়ে লটারি কেটে নিজের ভাগ্য ফেরাতে পারেন এই দুই রাশির ব্যক্তিরা।

ধন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কুম্ভেরও

জ্যোতিষ বিদদের মতে, ফেব্রুয়ারী শেষ সপ্তাহে কুম্ভ রাশির জাতক জাতিকারা লটারি কেটে দেখতে পারেন। মাসির অন্যান্য সময়ের তুলনায় 23 থেকে 28 তারিখ পর্যন্ত সময়টা এই রাশিদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে।

অবশ্যই পড়ুন: শুরুতেই বেতন ৬০ হাজার টাকা, পাওয়ারগ্রিডে প্রচুর শূন্যপদে নিয়োগ, জানুন পদ্ধতি

আর্থিক ঝুঁকির সম্ভাবনা রয়েছে এই 4 রাশির

অভিজ্ঞ জ্যোতিষবিদদের একটা বড় অংশ মনে করছেন, ফেব্রুয়ারি শেষ সপ্তাহে বেশিরভাগ রাশির লটারি ভাগ্য ভাল থাকলেও মূলত তুলা, বৃশ্চিক, কর্কট এবং মীন রাশির ব্যক্তিরা মাসের এই নির্দিষ্ট সময়ে লটারি কাটার চিন্তাও মাথায় আনবেন না। মনে করা হচ্ছে, চলতি মাসের শেষ সপ্তাহে এই রাশির ব্যক্তিরা অর্থ লগ্নী সংক্রান্ত বিষয়ে মনোযোগী হলে ব্যর্থ হতে পারেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group