বিক্রম ব্যানার্জী, কলকাতা: লটারি (Lottery) কেটে কোটিপতি হওয়া একেবারেই সহজ নয়! তবে ভাগ্য সহায় হলে আজই লক্ষীলাভ হতে পারে আপনার। আসলে লটারিপ্রাপ্তি নির্ভর করে রাশিচক্রের ওপর।
প্রতি মাসের বিভিন্ন সময়ে একাধিক রাশির ভাগ্যে লক্ষীলাভ লেখা থাকে। সেই নিয়মের অন্যথা হবে না মে মাসের দ্বিতীয় সপ্তাহেও। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, মে মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ 11 থেকে 17 তারিখ পর্যন্ত বেশ কিছু রাশির ভাগ্যে লটারি যোগ রয়েছে।
ভাগ্য ফিরবে মিথুনের
মিথুন রাশির ব্যক্তিদের জন্য চলতি সপ্তাহ অত্যন্ত শুভ হতে চলেছে। এই সময়ে লটারি কেটে কোটি টাকা জেতার সুবর্ণ সুযোগ পাবেন মিথুনের সকল জাতক-জাতিকারা।
ভাগ্য ভাল কর্কটের
মে মাসের দ্বিতীয় সপ্তাহে ভাগ্য ফিরছে কর্কট রাশির ব্যক্তিদের। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, এই সপ্তাহে লটারি কেটে সুখবর পাবেন কর্কট রাশির সকল জাতক-জাতিকারা।
সিংহের ভাগ্য মধ্যম প্রকৃতির
চলতি সপ্তাহে সিংহ রাশির ভাগ্য অত্যন্ত মধ্যম প্রকৃতির হতে চলেছে। অভিজ্ঞ জ্যোতিষবিদদের মতে, মে মাসের দ্বিতীয় সপ্তাহ জুড়ে সিংহ রাশির ব্যক্তিদের বিশেষ সময় যাবে না। তবে সপ্তাহের একেবারে শেষ ভাগে খুব সম্ভবত একটা দিন লটারি কেটে লক্ষ্মী লাভের আশা থাকছে সিংহের।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির ব্যক্তিদের জন্য চলতি সপ্তাহের মধ্যমভাগ বেশ ভাল। এই সময়ে লটারি কেটে মোটা টাকা ঘরে তুলতে পারবেন বৃশ্চিকের জাতক-জাতিকারা। তবে শেষ ভাগে লটারি কাটা ঠিক হবে না।
ধনু রাশি
ধনু রাশির ব্যক্তিদের জন্য এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের গোটা সময় শুভ সময় হিসেবে বিবেচিত হচ্ছে। তাই এই শুভক্ষণে লটারি কেটে কোটিপতি হওয়ার সুযোগ হাতছাড়া করবেন না।
মীন
চলতি সপ্তাহটা মীন ব্যক্তিদের জন্য আর্থিক দিক থেকে ভাল। মনে করা হচ্ছে এই সময়ে ব্যাটারি কেটে লাখ টাকা হলেও জিতবেন এই রাশির ব্যক্তিরা।
আর্থিক ক্ষতির আশঙ্কা এই 6 রাশির
মেষ
মেষ রাশির ব্যক্তিদের জন্য মে মাসের দ্বিতীয় সপ্তাহ একেবারেই ভাল যাবে না। তাই এই সময়ে লটারি থেকে বিরত থাকাই শ্রেয়।
বৃষ
বৃষ রাশির ব্যক্তিদের জন্য চলতি সপ্তাহ খুব একটা বিশেষ নয়। তাই মে মাসের দ্বিতীয় সপ্তাহটা লটারি কাটা থেকে দূরে থাকাই ভাল। তবে খুব মন চাইলে, অল্প টাকার একটা-দুটো লটারি কাটতে পারেন।
কন্যা
কন্যা রাশির ব্যক্তিদের জন্য মেয়ে মাসের দ্বিতীয় সপ্তাহ আর্থিক দিক থেকে অত্যন্ত দুর্বল। এই সময় লটারি কেটে লাভের বদলে লোকসান হওয়ার সম্ভাবনা প্রবল।
তুলা
তুলা রাশির ব্যক্তিদের জন্য গোটা সপ্তাহটাই অশুভ মনে করা হচ্ছে। এই সময়ে ভুলেও লটারি কাটতে যাবেন না। চরম ক্ষতির আশঙ্কা রয়েছে।
মকর
চলতি সপ্তাহে মকর রাশির ভাগ্যে একেবারেই প্রাপ্তিযোগ নেই। লটারি কেটে লাভের বদলে লোকসানের সম্ভাবনা প্রবল। তাই অন্তত এই সপ্তাহটা লটারি থেকে দূরে থাকুন।
অবশ্যই পড়ুন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হবে না ভারতে! সমস্যার কারণ পাকিস্তান
কুম্ভ
কুম্ভ রাশির ব্যক্তিরা চলতি সপ্তাহে ভুলেও লটারি কাটার কথা মাথাতেও আনবেন না। জ্যোতিষ বলছে, লটারি থেকে অর্থপ্রাপ্তি অন্তত মে মাসের দ্বিতীয় সপ্তাহে কুম্ভের জাতক-জাতিকাদের ভাগ্যে নেই।
( প্রতিবেদনটি শুধুমাত্র প্রাপ্ত কিছু তথ্য ও জ্যোতিষ শাস্ত্রের ওপর ভিত্তি করে তৈরি। লটারি কাটার মতো অর্থ লগ্নী সংক্রান্ত বিষয় একান্তই ব্যক্তিগত। )
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |