বিক্রম ব্যানার্জী, কলকাতা: লটারি (Lottery) কেটে নিজের ভাগ্য পরীক্ষা করা নিতান্তই ব্যক্তিগত বিষয়। তবে সেই কাজ অভ্যাসে পরিণত হলে আর্থিক ক্ষতির ঝুঁকি থাকে। কিন্তু আর্থিক ক্ষতির ঝুঁকি আছে জেনেও অনেকেই একবার অন্তত লটারি কেটে নিজের ভাগ্যকে ঝালিয়ে নিতে চান। সেক্ষেত্রে বলে রাখি, চলতি মাসে লটারি কাটার আগে জ্যোতিষ শাস্ত্র খতিয়ে দেখা জরুরী। সূত্র বলছে, ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ নাগাদ লটারি কাটলে ভাগ্য ফিরতে পারে বেশ কিছু রাশির। রইল তালিকা।
ভাগ্য ফিরতে পারে মেষের
জ্যোতিষ শাস্ত্র বলছে, চলতি মাস অর্থাৎ ফেব্রুয়ারির শেষের দিকে লটারি কাটলে লক্ষী লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে মেষ রাশির জাতক-জাতিকাদের।
ভাগ্য ফিরবে মিথুন রাশির!
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, চলতি মাসে ভাগ্য ফিরতে পারে মিথুন রাশির জাতক-জাতিকাদের। এই রাশির ব্যক্তিরা সপ্তাহের শেষে বা শুরুতে লটারি কাটলে লাভবান হবেন বলেই মনে করা হচ্ছে।
সুযোগ রয়েছে কর্কটের
মনে করা হচ্ছে এই সপ্তাহের যেকোনও সময়ে লটারি কিনলে ভাগ্য ঘুরতে পারে কর্কট রাশির ব্যক্তিদের। সেই সাথে মাসের শেষের দিকেও ভাগ্য ফেরার আশা রয়েছে কর্কটের।
লটারির ভাল সময় কন্যা রাশির
জ্যোতিষ শাস্ত্র মতে রাশি চক্র অনুযায়ী, ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহের প্রতিটা দিনই কন্যা রাশির ব্যক্তিদের অর্থ প্রাপ্তির সুযোগ রয়েছে। তাই সময়ে লটারি কাটলে মালামাল হওয়ার সম্ভাবনা থাকে কন্যার জাতক-জাতিকাদের।
বৃশ্চিক রাশির ব্যক্তিরা কী করবেন?
রাশিচক্র অনুযায়ী এই সপ্তাহে বৃশ্চিক রাশির ব্যক্তিরা একবার লটারি কেটে দেখতে পারেন। পুরস্কার প্রাপ্তির সম্ভাবনা এই রাশির জাতক-জাতিকাদের জন্য প্রবল।
ভাগ্য খুলবে ধনু রাশির
ধনু রাশির জাতক জাতিকাদের জন্যেও এই মাসের শেষের দিকটা শুভ হতে চলেছে। রাশিচক্র বলছে, এই রাশির ব্যক্তিরা একবার হলেও লটারি কাটতে পারেন।
আরও পড়ুন: আজকের রাশিফল, মা কালীর আশীর্বাদে জীবন বদলাতে চলেছে এই ৪ রাশির
মকর রাশি
মকর রাশির জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। এই সপ্তাহের মাঝামাঝি অথবা শেষের দিকে লটারি কাটলে দুর্দান্ত ফল লাভের আশা রয়েছে।
মীন রাশি
অন্যান্য রাশির নিরিখে মীন রাশির ফেব্রুয়ারি ভাগ্য মোটামুটি। তাই লটারি কাটার থাকলে যথেষ্ট বিচক্ষণতা বজায় রেখে ও বুদ্ধির সাথে লটারি নম্বর নির্বাচন করতে হবে।
ফেব্রুয়ারিতে লটারির কথা মাথাতেও আনবেন না এই 4 রাশি!
অভিজ্ঞ জ্যোতিষীদের রাশিচক্রের পর্যবেক্ষণ বলছে, ফেব্রুয়ারির মাঝামাঝি অথবা শেষের দিক কোনও সময়ই ভাল যাবেনা বৃষ, সিংহ, তুলা, কুম্ভ এই 4 রাশির জাতক জাতিকাদের।সূত্র বলছে, ভুলক্রমেও চলতি মাসে লটারি কাটার পথে হাঁটলে চলবে না এই রাশির ব্যক্তিদের। সেই সাথে ফেব্রুয়ারিতে এই 4 রাশির আর্থিক ঝুঁকিরও সম্ভবনা রয়েছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |