জিততে পারেন কোটি টাকা! এপ্রিলের প্রথম সপ্তাহে লটারি ভাগ্য ৭ রাশির

Published on:

These 6 zodiac signs will get lucky in the lottery Prediction

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এ মাসে লটারি (Lottery) কাটবেন? ভাগ্য সহায় আছে তো? লটারি প্রাপ্তির যোগ রয়েছে কিনা কীভাবে বুঝবেন? ভাগ্য পরীক্ষা না করে লটারি কাটা কিন্তু নেহাৎ বোকামো। জ্যোতিষ শাস্ত্র বলছে, এপ্রিলের প্রথম সপ্তাহ অর্থাৎ 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত বেশ কিছু রাশির ভাগ্যে অর্থ প্রাপ্তি রয়েছে। লটারি কেটে লক্ষী লাভের সম্ভাবনা রয়েছে অনেকেরই। কোটিপতি হয়ে চান নিশ্চই! জেনে নিই আপনার রাশির অবস্থা।

ভাগ্য খুলছে মিথুনের

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, চলতি সপ্তাহে মিথুন রাশির ভাগ্যে লটারি প্রাপ্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ জ্যোতিষবিদরা বলছেন, এ মাসের 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে লটারি কাটলে ভাগ্য ফিরবে মিথুনের।

লটারি যোগ রয়েছে কর্কটের

এ সপ্তাহের প্রথমভাগে কর্কট রাশির ভাগ্যে একাধিক শুভ সময় লক্ষ্য করা যাচ্ছে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, 5 এপ্রিল পর্যন্ত লটারি প্রাপ্তির যোগ রয়েছে কর্কটের।

সিংহ রাশির ভাগ্য ভাল

চলতি সপ্তাহের প্রথম ভাগে ভাগ্যের দরজা খুলতে পারে সিংহ রাশির ব্যক্তিদের। তাই এই সময়ে লটারি কেটে অর্থলাভের সুযোগ হাতছাড়া করবেন না।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

ভাল সময় যাবে বৃশ্চিকের

বৃশ্চিক রাশির ব্যক্তিরা এপ্রিলের প্রথম ভাগে লটারি কেটে দেখতে পারেন। চলতি সপ্তাহের 5 তারিখ পর্যন্ত লক্ষ্মী লাভের সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের।

শুভ সময় ধনুর

ধনু রাশির ব্যক্তিদের জন্য চলতি সপ্তাহের প্রথম ভাগ যথেষ্ট শুভ হতে চলেছে। এই সময়ে লটারি কেটে মোটা অঙ্ক লাভের সম্ভাবনা রয়েছে ধনু রাশির।

সফল হবে কুম্ভ

চলতি সপ্তাহের একেবারেই প্রথম দিকে অর্থাৎ 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে লটারি কেটে মোটা টাকা ঘরে তুলতে পারেন কুম্ভ রাশির ব্যক্তিরা। তাই সুযোগ হাতছাড়া করবেন না।

মীন রাশি

গত মাসে শনি গোচর হয়েছে মীন রাশিতে। তাই এপ্রিলের প্রথম ভাগে শুভ সময় চলবে মীন রাশির ব্যক্তিদের। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, 5 এপ্রিল পর্যন্ত লটারিতে অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে মীন রাশির।

খারাপ সময় চলবে এই রাশিগুলির

মেষ

চলতি সপ্তাহের প্রথম ভাগটা অত্যন্ত দুর্ভাগ্যের হতে চলেছে মেষ রাশির ব্যক্তিদের। এই সময় ভুলেও লটারি কাটার কথা ভাববেন না।

কন্যা

এপ্রিলের প্রথম সপ্তাহটা কন্যা রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত অশুভ বলে মনে করছেন জ্যোতিষবিদরা। এই সময়ে অর্থ লগ্নী সংক্রান্ত কোনও পদক্ষেপ না নেওয়াই ভাল।

তুলা

তুলা রাশির ব্যক্তিদের জন্য এই সপ্তাহে লটারির প্রতি ঝোঁক অর্থহানীর কারণ হয়ে উঠতে পারে। তাই এপ্রিলের প্রথম সপ্তাহে ভুলেও লটারি কাটার কথা মাথাতেও আনবেন না।

মকর

এপ্রিলের প্রথম সপ্তাহ মকর রাশির জন্য অত্যন্ত মধ্যম প্রকৃতির। এই সময়ে খুব ইচ্ছে হলে তবেই অল্প অঙ্কের লটারি কেটে দেখতে পারেন।

অবশ্যই পড়ুন: মুম্বইয়ের কাছে হেরে খাদের কিনারায় KKR! বিরাট ক্ষতি রাহানেদের

বৃষ রাশি

চলতি সপ্তাহের প্রথম ভাগটা বৃষ রাশির ব্যক্তিদের জন্য মধ্যম প্রকৃতির হতে চলেছে। এই সময় লটারির প্রতি খুব একটা ঝোঁক না দেখানোই ভাল। তবে খুব ইচ্ছে হলে অল্প অঙ্কের দু-একটা লটারি কেটে দেখতে পারেন।

( প্রতিবেদনটি শুধুমাত্র জ্যোতিষ শাস্ত্র ও প্রাপ্ত কিছু তথ্যের ওপর ভিত্তি করে তৈরি। লটারির মতো অর্থ লগ্নী সংক্রান্ত বিষয় একান্তই ব্যক্তিগত। )
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥