বিক্রম ব্যানার্জী, কলকাতা: মে মাসের প্রথম সপ্তাহে সোনালি সুযোগ! লটারি (Lottery) কেটে মোট টাকা ঘরে তুলতে পারবেন বেশ কিছু রাশির ব্যক্তিরা। জ্যোতিষ শাস্ত্র বলছে, মে মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত শুভ সময় চলবে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের। আর এই সময়ে লটারি কাটা বা অর্থ লগ্নী সংক্রান্ত বিষয়গুলিতে ঝোঁক দেখালে লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে। তবে শুভ সময়ের পাশাপাশি বেশ কিছু রাশির ভাগ্যে চলতি মাসের প্রথম সপ্তাহ চরম লোকসান বয়ে আনতে পারে।
ভাগ্য ফিরবে বৃষ রাশির
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, চলতি সপ্তাহের প্রথম ভাগ অর্থাৎ 7 তারিখ পর্যন্ত শুভ সময় চলবে বৃষ রাশির ব্যক্তিদের। কাজেই লটারি কেটে কোটিপতি হওয়ার সুযোগ হাতছাড়া করলে চলবে না।
মিথুনের ভাগ্য কেমন?
মে মাসের প্রথম সপ্তাহে মিথুন রাশির ভাগ্যে অর্থ যোগ রয়েছে। অভিজ্ঞ জ্যোতিষবিদদের মতে, এই সময়ে লটারি কেটে মোটা টাকা জিততে পারেন মিথুন রাশির ব্যক্তিরা। কাজেই শুভ সময় চলে যাওয়ার পর আফসোস করবেন না।
ভাল সময় সিংহের
সিংহ রাশির ব্যক্তিদের জন্য মে মাসের প্রথম সপ্তাহ অত্যন্ত ফলদায়ক হতে চলেছে। এই সময়ে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ খবর পাবেন, সেই সাথে লটারি কেটে অন্তত লাখ টাকা হলেও ঘরে আসার প্রবল সম্ভবনা লক্ষ্য করা যাচ্ছে।
কন্যার ভাগ্য
কন্যা রাশির ব্যক্তিদের জন্য চলতি সপ্তাহটা অত্যন্ত শুভ হতে চলেছে। এই সময় লটারি কেটে ভাগ্য যাচাই করার মোক্ষম সময়। তাই লোহা গরম থাকতে থাকতেই মেরে দিন!
বৃশ্চিকের ভাগ্য মধ্যম প্রকৃতির
বৃশ্চিক রাশির ব্যক্তিদের জন্য চলতি মাসের প্রথম সপ্তাহটা একেবারে মধ্যম প্রকৃতির হতে চলেছে। অভিজ্ঞ জ্যোতিষবিদরা বলছেন, এই সময়ে লটারি থেকে দূরে থাকাই ভাল। তবে খুব ইচ্ছা হলে, অল্প টাকার লটারি কেটে দেখতে পারেন।
ধনুর ভাগ্য কেমন?
চলতি সপ্তাহ ধনু রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত শুভ। এই সময়ে লটারি কেটে মোটা টাকা জেতার সম্ভাবনা রয়েছে ধনু রাশির জাতক-জাতিকাদের।
মকর রাশি
মে মাসের প্রথম সপ্তাহ মকর রাশির ব্যক্তিদের জন্য বেশ ভালো। চাইলে অল্প টাকা দিয়ে লটারি কেটে দেখতেই পারেন। তবে মোটা টাকা বিনিয়োগ করতে যাবেন না।
ভুলেও লটারি কাটবেন না এই রাশির ব্যক্তিরা
মেষ রাশি
মেষ রাশির ব্যক্তিদের জন্য মে মাসের প্রথম সপ্তাহ একেবারেই শুভ নয়। লটারি কাটা বা অর্থ লগ্নী সংক্রান্ত বিষয়গুলি থেকে এই সপ্তাহটা দূরে থাকুন।
কর্কট রাশি
কর্কট রাশির ব্যক্তিদের জন্য চলতি সপ্তাহ খুব একটা ভাল নয়। এই সময়ে লটারির প্রতি ঝোঁক না দেখানোই শ্রেয়।
তুলা রাশি
তুলা রাশির ব্যক্তিদের জন্য মে মাসের প্রথম সপ্তাহে কোনও রকম অর্থ যোগ লক্ষ্য করা যাচ্ছে না। কাজেই সপ্তাহ কাটিয়ে তবেই লটারি কেনার কথা ভাববেন।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য মে মাসের শেষ ভাগ শুভ হতে চলেছে। তবে এর আগে অর্থাৎ চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহ পর্যন্ত লটারি কেটে লোকসানের সম্ভাবনাই বেশি।
অবশ্যই পড়ুন: ভারতের ‘সেভেন সিস্টার্স’ দখলের হুমকি দিয়েও বয়ান বদল! তড়িঘড়ি দায় ঝাড়ল ইউনূস সরকার
মীন রাশি
মীন রাশির ব্যক্তিদের চলতি সপ্তাহে লটারি থেকে কোনও রকম আশা নেই। এই সময়ে হুজুগের বসে লটারি কাটতে গেলে লোকসান ছাড়া আর কিছুই হবে না। তাই সময় নিয়ে বিবেচনা করে তবেই লটারির দিকে পা বাড়ান।