লটারি কাটলেই ফিরবে ভাগ্য! মার্চের দ্বিতীয় সপ্তাহে লক্ষীলাভ হবে এই ৮ রাশির

Published on:

These 8 zodiac signs can win big money by winning the lottery in the second week of March

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মার্চের দ্বিতীয় সপ্তাহে লটারি (Lottery) প্রাপ্তির সুবর্ণ সুযোগ। জ্যোতিষ শাস্ত্র বলছে, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বেশ কিছু রাশির লটারি ভাগ্য পরিবর্তন হবে। ফলত, এই নির্দিষ্ট সময়ে পুরনো হিসেব ভুলে লটারি কেটে ভাগ্য পরীক্ষা করে দেখতে পারেন। অভিজ্ঞ জ্যোতিষ বিদদের মতে, বেশ কিছু রাশির জাতক জাতিকাদের চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে লটারি প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। চলুন জেনে নিই কাদের ভাগ্যে রয়েছে কোটিপতি হওয়ার সুযোগ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

লটারি প্রাপ্তির যোগ রয়েছে বৃষের

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, মার্চের দ্বিতীয় সপ্তাহ নাগাদ বৃষ রাশির ভাগ্য খুলতে পারে। আর এই সময়ে লটারি কেটে বড় ধনরাশি জেতার সুবর্ণ সুযোগ পাবেন বৃষের জাতক জাতিকারা। তবে সপ্তাহের একেবারে শেষে এই রাশির খারাপ সময় চলবে। তাই দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝি অথবা শুরুর দিকে লটারি কাটলেও শেষভাগে লটারি কাটার কথা মাথাতেও আনবেন না।

ভাল যোগ রয়েছে মিথুনের

মিথুন রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত খুশির খবর। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের গোটা সময়টাই এই রাশির ব্যক্তিদের জন্য শুভ সময় হিসেবে বিবেচিত হবে। তাই লটারি কেটে ভাগ্য পরীক্ষা করতে চাইলে এই সময়টা হাতছাড়া করবেন না।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

শুভ যোগ রয়েছে সিংহ রাশির

জ্যোতিষ বিদদের মতে, মার্চের দ্বিতীয় সপ্তাহের যেকোনও সময় লটারি কাটলে ভাগ্য ঘুরতে পারে সিংহ রাশির ব্যক্তিদের। মনে করা হচ্ছে, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ ধরে সিংহ রাশির শুভ সময় চলবে।

অর্থ যোগ রয়েছে কন্যা রাশির

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে অর্থ যোগ রয়েছে কন্যা রাশির ভাগ্যে। মনে করা হচ্ছে, এই সময়টা লটারি কেটে ভাগ্য পরীক্ষা করার সবচেয়ে ভাল সময়।

বৃশ্চিক রাশি ভাগ্য মধ্যম প্রকৃতির

জ্যোতিষ শাস্ত্র বলছে, মার্চের দ্বিতীয় সপ্তাহ নাগাদ বৃশ্চিক রাশির ব্যক্তিদের জন্য লটারি ভাগ্য মধ্যম প্রকৃতি হবে। এই সময় খুব ভেবে চিন্তে অর্থ লগ্নী সংক্রান্ত বিষয়ে পদক্ষেপ নিতে হবে বৃষ রাশির জাতক-জাতিকাদের।

ধনু রাশি

ধনু রাশির ব্যক্তিরা মার্চের দ্বিতীয় সপ্তাহে লটারি কেটে ভাগ্য পরীক্ষা করতে পারেন। তবে লটারির নম্বর চয়ন করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। এই সময় আর্থিক যোগ লক্ষ্য করা যাচ্ছে।

মকরের ভাগ্য ফিরবে?

জ্যোতিষাচার্যদের মতে, মার্চের দ্বিতীয় সপ্তাহের প্রথমভাগ মকর রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। শুধুমাত্র সপ্তাহের এই সময়টাই লটারি কেটে দেখতে পারেন মকরের জাতক জাতিকার।

কুম্ভর ভাগ্য মধ্যম প্রকৃতির

কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য মার্চের দ্বিতীয় সপ্তাহের শেষভাগ খানিকটা শুভ হতে পারে। তাই এই সপ্তাহের প্রথম অথবা মধ্যভাগে লটারি কাটার চিন্তা না করে একেবারে শেষ ভাগে গিয়ে লটারি কাটার সিদ্ধান্ত নেবেন।

চরম অর্থ সংকট দেখা দিতে পারে এই 4 রাশির

মেষ রাশি

মার্চের দ্বিতীয় সপ্তাহে মেষ রাশির ব্যক্তিদের জন্য অশুভ ইঙ্গিত মিলেছে। এই সময় অর্থ যোগ একেবারে নেই বললেই চলে, বরং অর্থহানির সম্ভাবনা দেখা যাচ্ছে।

কর্কট রাশি

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, মার্চের দ্বিতীয় সপ্তাহ জুড়ে কর্কট রাশির ব্যক্তিদের জন্য খারাপ সময় চলবে। তাই এই সময়ে খুব ভেবে চিন্তে লটারি কেনার দিকে এগোবেন। এই সময় অর্থ প্রাপ্তির যোগ খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না বদলে ক্ষতির আশঙ্কা রয়েছে।

তুলা রাশি

তুলা রাশির ব্যক্তিদের মার্চের দ্বিতীয় সপ্তাহে খুব একটা লটারি প্রাপ্তির যোগ নেই। এই সময় অর্থ লগ্নী সংক্রান্ত বিষয়ে পদক্ষেপ নিলে লাভের বদলে লোকসান হওয়ার আশঙ্কা বেশি।

অবশ্যই পড়ুন: কেন বাড়ল না PF-র সুদ? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

মীন রাশি

মার্চের দ্বিতীয় সপ্তাহে মীন রাশির ব্যক্তিদের তীব্র অর্থ সংকট লক্ষ্য করা যাচ্ছে। তাই ভুলেও লটারি কিংবা অন্য অর্থ লগ্নী সংক্রান্ত বিষয়ে এই সময় পদক্ষেপ নেবেন না।

(প্রতিবেদনটি শুধুমাত্র জ্যোতিষ শাস্ত্র ও প্রাপ্ত কিছু তথ্যের ওপর ভিত্তি করে তৈরি। লটারি কাটা অথবা অর্থলগ্নী সংক্রান্ত বিষয় একান্তই ব্যক্তিগত)

গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group