রাত পোহালেই পুজোর মাস, সেপ্টেম্বরে লটারিতে লাভের মুখ দেখবে এই ৯ রাশি

Published on:

These 9 zodiac sign to win lottery in September Puja month lottery horoscope

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাত পোহালেই পুজোর মাস। সেপ্টেম্বর পড়তে না পড়তেই হুড়োহুড়ি লেগে যাবে বাঙালির। পুজোর কেনাকাটা থেকে শুরু করে 5 দিনের জমজমাটি প্ল্যানিং সব নিয়েই ব্যস্ত হয়ে পড়বে আপামোর বঙ্গ জনতা।

তবে পুজোর আগে হঠাৎ করে হাতে লাখ বা কোটি টাকা চলে এলে মন্দ হয় না। আর এই আকস্মিক অর্থ প্রাপ্তি একমাত্র সম্ভব লটারি কেটে। জ্যোতিষ শাস্ত্র বলছে, পুজোর মাস অর্থাৎ সেপ্টেম্বরে লটারি থেকে ভাগ্য ফিরবে বেশ কিছু রাশির। তবে এই লটারিতেই ভাগ্য পরীক্ষা করতে গিয়ে লোকসানের আশঙ্কাও রয়েছে কয়েক রাশির জাতক জাতিকাদের। কার ভাগ্যে কী, রইল বিস্তারিত।

লটারি থেকে ভাগ্য ফিরবে এই 9 রাশির (Lottery Horoscope)

মিথুন রাশি

সেপ্টেম্বরে আর্থিক দিক থেকে সুখী হবেন মিথুন রাশির জাতক জাতিকারা। জ্যোতিষ শাস্ত্র বলছে, পুজোর মাসে লটারি থেকে কোটি টাকা পর্যন্ত জিততে পারেন মিথুনের ব্যক্তিরা। তাই সুযোগ হাতছাড়া করলে চলবে না।

কর্কট রাশি

সেপ্টেম্বরে কর্কট রাশির ভাগ্য অত্যন্ত মধ্যম প্রকৃতির। তাই খুব ভেবেচিন্তে লটারির দিকে এগোনো উচিত। মন চাইলে দু-একটা অল্প টাকার লটারি কেটে দেখতে পারেন।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

সিংহ রাশি

পুজোর মাসে লটারি কেটে দেখতে পারেন সিংহ রাশির ব্যক্তিরা। এই সময়ে অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে সিংহের। একই সাথে, অন্য কোনও ক্ষেত্রে বিনিয়োগের জন্যও সেপ্টেম্বর সঠিক সময় হবে।

কন্যা রাশি

সেপ্টেম্বরে লটারি থেকে ভাগ্য ফিরবে কন্যা রাশির ব্যক্তিদের। জ্যোতিষ শাস্ত্র বলছে, এই মাসটা কন্যার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। কাজেই, ভাগ্য পরীক্ষা করে দেখতে লটারি কাটতে পারেন।

তুলা রাশি

তুলা রাশির ব্যক্তিদের সেপ্টেম্বরে খুব ভেবেচিন্তে লটারি কাটতে হবে। অর্থপ্রাপ্তি রয়েছে তবে সম্ভাবনা খুব ক্ষীণ। তাই ভেবেচিন্তে সচেতনভাবে লটারির নম্বর চয়ন করুন।

বৃশ্চিক রাশির ভাগ্য ভাল

সেপ্টেম্বরের শুভ সময়ে বৃশ্চিক রাশির ভাগ্যেও অর্থ প্রাপ্তি লেখা রয়েছে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, পুজোর আগে লটারি থেকে শুভ খবর পাবেন বৃশ্চিকের জাতক জাতিকারা।

ধনু রাশি

ধনু রাশির ভাগ্যও সেপ্টেম্বরে খুব একটা খারাপ নয়। তাই লটারি কেটে দেখতে পারেন। তবে মনে রাখতে হবে, লটারিতে যেন অতিরিক্ত টাকা চলে না যায়।

মকর রাশি

মকর রাশির ব্যক্তিরাও পুজোর মাসে লটারি কেটে দেখতে পারেন। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, সেপ্টেম্বরে এই রাশির অর্থযোগ লক্ষ্য করা যাচ্ছে। তাই সেপ্টেম্বরের শুরুর দিকেই লটারি কেটে ফেলুন।

মীন

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, বিভিন্ন কারণে সেপ্টেম্বর মাস মীন রাশির জন্য শুভ। তাই অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগের পাশাপাশি লটারি কেটে দেখতে পারেন। লটারি থেকে কোটি টাকা জেতারও সম্ভাবনা রয়েছে।

অবশ্যই পড়ুন: দলে গোষ্ঠীদ্বন্দ্ব! দ্রাবিড়ের RR ছাড়ার নেপথ্যে উঠে আসছে একাধিক বড় কারণ

লটারি কাটবেন না এই রাশির ব্যক্তিরা

মেষ রাশি

মেষ রাশির ব্যক্তিদের জন্য সেপ্টেম্বর মাস খুব একটা শুভ হবে না। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, এই মাসে লটারি থেকে দূরে থাকাই ভাল। তবে খুব মন চাইলে একটা লটারি কেটে দেখা যেতে পারে।

বৃষ রাশি

সেপ্টেম্বরে বৃষ রাশির ব্যক্তিদের ভাগ্যে লটারি প্রাপ্তি লক্ষ্য করা যাচ্ছে না। তাই এই মাসে লটারি থেকে দূরে থাকাই ভাল হবে। খুব ইচ্ছা হলে অল্প টাকার একটা লটারি কাটা যেতে পারে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য পুজোর মাসটা একেবারেই অর্থ প্রাপ্তির নয়। তাই এই সময়ে অন্যদের দেখে লটারি কাটতে যাওয়াটা বোকামো হবে। বদলে অর্থ সঞ্চয় করুন সেপ্টেম্বর মাস জুড়ে।

( প্রতিবেদনটি শুধুমাত্র প্রাপ্ত কিছু তথ্য ও জ্যোতিষ শাস্ত্রের উপর ভিত্তি করে তৈরি। লটারি কাটা বা অর্থ বিনিয়োগ সংক্রান্ত বিষয় একান্তই ব্যক্তিগত। )
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥