বিক্রম ব্যানার্জী, কলকাতা: লটারি (Lottery) থেকে কোটি টাকা আয় যে অসম্ভব তেমনটা কিন্তু একেবারেই নয়। তবে অনেকেই এমন রয়েছেন যাঁরা মনে করেন লটারি কাটতে কাটতেই একদিন সাফল্য আসবে। বলে রাখি, এমন ধ্যান-ধারণাও কিন্তু সম্পূর্ণ ঠিক নয়। আসলে লটারি প্রাপ্তি নির্ভর করে রাশি চক্রের ওপর।
প্রতিমাসের বিভিন্ন সময়ে লটারি থেকে অর্থযোগ হয়ে থাকে একাধিক রাশির। চলতি মাসেও সেই নিয়মের অন্যথা হবে না। অভিজ্ঞ জ্যোতিষবিদদের মতে, জুলাইয়ের প্রথম সপ্তাহে লটারি থেকে কোটি টাকা ঘরে তুলবেন বেশ কিছু রাশি। বাকিদের ভাগ্যে কি শুধুই সান্তনা? রইল বিস্তারিত।
মেষ রাশি
চলতি সপ্তাহে মেষ রাশির ভাগ্য একেবারে বাঁধানো তেমনটা নয়। তবে লটারি কেটে যে নিরাশ হবেন তেমনটাও বলা যাচ্ছে না। আসলে জুলাইয়ের প্রথম সপ্তাহে মেষ রাশির ভাগ্য অনেকটা মধ্যম প্রকৃতির। তাই লটারি কাটতে হলে অল্প টাকার লটারি কাটতে পারেন।
বৃষ রাশি
চলতি মাসের প্রথম সপ্তাহে বৃষ রাশির ভাগ্য অত্যন্ত মধ্যম প্রকৃতির হতে চলেছে। এই সপ্তাহের একেবারে শেষের দিকে লটারি কেটে অর্থ লাভের বদলে লোকসান হতে পারে। তবে হ্যাঁ, চাইলে সপ্তাহের মধ্যমভাগে লটারি কেটে দেখতে পারেন। অর্থ লাভের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে।
মিথুন রাশি
মিথুন রাশির জন্য চলতি সপ্তাহের গোটা সময়টাই শুভ হতে চলেছে। তাই এই সপ্তাহের যেকোনও দিন লটারি থেকে কোটি টাকা জিততে পারেন মিথুনের জাতক জাতিকারা।
কর্কট রাশি
কর্কট রাশি ব্যক্তিদের জন্য চলতি সপ্তাহটা মাঝামাঝি প্রকৃতির হতে চলেছে। তাই এই সময় লটারি কাটতে চাইলে অল্প অঙ্কের লটারি কাটাই ঠিক হবে।
সিংহ রাশি
সিংহ রাশির ব্যক্তিদের জন্য চলতি সপ্তাহ খুব একটা ভাল নয়। তাই লটারি থেকে বিশেষ কিছু আয়ের রাস্তা নেই। তবে জ্যোতিষ শাস্ত্র বলছে, এই সপ্তাহে অল্প টাকার লটারি কেটে দেখা যেতেই পারে।
লটারি যোগ নেই কন্যা রাশির
কন্যা রাশির ব্যক্তিদের জন্য চলতি সপ্তাহে লটারি থেকে অর্থ লাভের সেভাবে কোনও সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। তবে লটারি ছাড়াও অন্যান্য ক্ষেত্রে লাভের আশা রয়েছে।
লটারি কাটা উচিত হবে না তুলা রাশির
চলতি সপ্তাহে তুলা রাশির ভাগ্য খুব একটা ভাল যাবে না। তাই লটারির পাশাপাশি অন্যান্য ক্ষেত্রে ভেবেচিন্তে খরচ করা উচিত। পারলে এই সময়টা লটারি থেকে দূরে থাকাই ভাল।
বৃশ্চিক রাশি
লটারির ক্ষেত্রে বৃশ্চিক রাশির ভাগ্য চলতি সপ্তাহে অত্যন্ত মধ্যম প্রকৃতির হতে চলেছে। তাই খুব ইচ্ছে হলে অল্প টাকার লটারি কাটা যেতে পারে।
ধনুর ভাগ্য ভাল
ধনু রাশির ব্যক্তিদের জন্য চলতি সপ্তাহটা অত্যন্ত শুভ হতে চলেছে। বছরের অন্যান্য সময় লটারি থেকে নিরাশ হলেও এই সপ্তাহে খুব সম্ভবত লটারির টিকিট কেটে মুখ কালো করতে হবে না।
মকর রাশি
মকর রাশির ব্যক্তিদের জন্য চলতি সপ্তাহ বেশ ভাল। তাই সপ্তাহের যেকোনও সময় লটারি কাটতে পারেন। প্রয়োজন হলে প্রথম সপ্তাহের প্রথম ভাগেই দু-একটা লটারি কেটে দেখতে পারেন।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য চলতি সপ্তাহ যে বিশেষ হবে তেমনটা নয়। তবে খুব মন চাইলে সপ্তাহের শেষের দিকে অল্প টাকার লটারি কেটে দেখা যেতে পারে।
মীনের ভাগ্য ভাল নয়
জুলাই মাসের প্রথম সপ্তাহে লটারি থেকে অর্থ হানীর সম্ভাবনা রয়েছে মীন রাশির ব্যক্তিদের। তাই অন্তত এই সময়ে লটারি থেকে দূরে থাকাই ভাল।
অবশ্যই পড়ুন: PAN, ATM, ক্রেডিট কার্ড থেকে রেল, আজ থেকেই দেশজুড়ে লাগু ৭ নয়া নিয়ম
( প্রতিবেদনটি শুধুমাত্র প্রাপ্ত কিছু তথ্য ও জ্যোতিষ শাস্ত্রের ওপর ভিত্তি করে তৈরি। লটারি কাটার মতো অর্থলগ্নী সংক্রান্ত বিষয় একান্তই ব্যক্তিগত। )
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |