মার্চের প্রথম সপ্তাহেই বিরাট যোগ! লটারি কেটে মালামাল হবেন এই রাশির ব্যক্তিরা

Published on:

People born under this zodiac sign can change their luck by Buy lottery in the first week of March

বিক্রম ব্যানার্জী, কলকাতা: লটারি কেটে ভাগ্য পরীক্ষা করার ইচ্ছে রয়েছে? কিন্তু জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাসী? দিনক্ষণ, রাশিচক্রের পরিবর্তন ও শুভ যোগ দেখে তবেই লটারি(Lottery) কাটেন? তাহলে এই মার্চে লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আপনার! তবে তা অবশ্যই নির্ভর করছে আপনার রাশি কী তার ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

হ্যাঁ, জ্যোতিষ শাস্ত্র বলছে, চলতি মাসের 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত বেশ কিছু রাশির লটারি প্রাপ্তির যোগ রয়েছে। তবে অশুভ ইঙ্গিতও মিলেছে বেশ কয়েকটি রাশির জন্য। চলুন জেনে নেওয়া যাক মার্চ মাসের প্রথম সপ্তাহে কোন রাশির ভাগ্যে কী রয়েছে সে বিষয়ে।

ভাল সময় যাবে বৃষ রাশির

অভিজ্ঞ জ্যোতিষবিদদের মতে, মার্চ মাসের প্রথম সপ্তাহের মাঝামাঝি সময়ে বৃষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ হতে চলেছে। মনে করা হচ্ছে, এই নির্দিষ্ট সময়ে লটারি কেটে ভাগ্য পরীক্ষা করে দেখতে পারেন এই রাশির ব্যক্তিরা। জ্যোতিষ শাস্ত্র বলছে, চলতি সপ্তাহের মধ্যভাগে বৃষ রাশির লক্ষ্মী লাভের সম্ভাবনা রয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

মেষ রাশি

মার্চ মাসের প্রথম সপ্তাহে যথেষ্ট বিচক্ষণতার সাথে পদক্ষেপ নিতে হবে মেষ রাশির ব্যক্তিদের। জ্যোতিষ শাস্ত্র বলছে, মার্চের এই সময়টায় মেষ রাশির ব্যক্তিদের লটারি প্রাপ্তির যোগ রয়েছে। কাজেই মন চাইলে মার্চের প্রথম সপ্তাহে লটারি কেটে দেখতে পারেন।

মিথুন রাশি

মার্চের প্রথম সপ্তাহটা মিথুন রাশির ব্যক্তিদের জন্য খুব একটা ভাল যাবেনা। এই সময়ে মিথুনের জাতক-জাতিকাদের অর্থহানীর আশঙ্কা থাকছে। তবে মার্চের শেষের দিকে স্বল্প হলেও ভাগ্য ফিরবে এই রাশির।

সিংহ রাশি

জ্যোতিষ বিদদের মতে, সিংহ রাশির ব্যক্তিদের অর্থ ভাগ্য মার্চের প্রথম সপ্তাহে খুব একটা খারাপ যাবেনা। কাজেই সুযোগের সদ্ব্যবহার করে এই মাসেই লটারি কেটে দেখতে পারেন।

কন্যা রাশি

ফেব্রুয়ারির বেশিরভাগ সময় কন্যা রাশির ব্যক্তিদের জন্য শুভ গেলেও মার্চের প্রথম সপ্তাহ এই রাশির ব্যক্তিদের জন্য লোকসান বয়ে আনবে। তাই এই সপ্তাহে লটারি কাটা থেকে বিরত থাকাই ভাল।

কর্কট রাশি

কর্কট রাশির ব্যক্তিদের জন্য মার্চের প্রথম সপ্তাহ খুব একটা আশঙ্কার নয়। মার্চের এই সময়টায় লটারি কাটলে লক্ষ্মী লাভের প্রবল আশা রয়েছে কর্কট রাশির জাতক-জাতিকাদের।

তুলা রাশি

মার্চের শেষের দিকে তুলা রাশির ব্যক্তিদের খুবই খারাপ সময় যাবে। তবে এই মাসের প্রথম সপ্তাহে খুব ইচ্ছে না হলে লটারি না কাটাই ভাল। তবে চাইলে অল্প দামের লটারি কেটে দেখতে পারেন।

বৃশ্চিক রাশি

মার্চের প্রথম সপ্তাহ বৃশ্চিক রাশির জন্য অত্যন্ত শুভ। লটারির দিক থেকেও শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে বৃশ্চিক রাশির ব্যক্তিদের। তাই লটারি কেটে লক্ষ্মী লাভের সুযোগ হাতছাড়া করবেন না।

ধনু রাশি

ধনু রাশির ব্যক্তিরা চলতি সপ্তাহের যেকোনও সময়ে লটারি কেটে দেখতে পারেন। মার্চের প্রথম সপ্তাহ এই রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত শুভ।

আরও পড়ুনঃ কোন অঙ্কে সেমিফাইনালে মুখোমুখি হতে পারে ভারত, আফগানিস্তান? দেখুন সমীকরণ

মকর রাশি

ধনুর পাশাপাশি মকর রাশির ব্যক্তিরাও চলতি সপ্তাহের যেকোনও সময় লটারি কেটে নিজেদের ভাগ্য পরীক্ষা করে নিতে পারেন। চলতি সপ্তাহে লটারি কাটলে বড় অঙ্ক ফাঁসাতে পারে বলেই আশা করা যায়।

কুম্ভ রাশি

চলতি সপ্তাহের মধ্যম ভাগ কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। তবে মার্চের প্রথম সপ্তাহের শুরুর দিকে এবং শেষের দিকে লটারি কাটার কথা মাথাতেও আনবেন না।

মীন রাশি

মীন রাশির ব্যক্তিদের জন্য চলতি সপ্তাহ খুব একটা ভাল নয়। লটারি কেটে অর্থ প্রাপ্তির কোনও রকম যোগ তো নেইই বরং অর্থহানীর অশুভ দিক লক্ষ্য করা যাচ্ছে।

অবশ্যই পড়ুন: ভারতে আসছেন মেসি! খেলবেন কলকাতায়? ভাইরাল পোস্টে উত্তর খুঁজছে ভক্তরা

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group