Indiahood-nabobarsho

৫০ পয়সার জিনিস বিক্রি হবে ৫ টাকায়! এই ব্যবসায় একবার বিনিয়োগেই বিরাট আয়

Published on:

Business Idea

সৌভিক মুখার্জী, কলকাতা: এখনকার বাজারে চাকরি পাওয়া বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। আর এই কঠিন প্রতিযোগিতার মুখে সবাই এখন নিজের ব্যবসা খুলতে চাইছে। তবে সবাই তো সঠিক ব্যবসার আইডিয়া (Business Idea) খুঁজে পায় না। কারণ বেশিরভাগ মানুষই ভাবে যে, ব্যবসা মনে হয়তো বড় পুঁজি, জটিলতা আর ঝুঁকি। কিন্তু বাস্তবে এমন কিছু ব্যবসা রয়েছে, যেগুলি খুব কম খরচে শুরু করে প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা আয় করা যায়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

হ্যাঁ, আজ আমরা এমন একটি ব্যবসার কথা বলব, যেখানে আপনি প্রতিদিন 30 হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। হ্যাঁ, একদম ঠিকই পড়েছেন। আর ব্যবসাটি মাত্র 1 লক্ষ টাকা বিনিয়োগ করেই শুরু করা যাবে।

সার্জিক্যাল ক্যাপ: স্বল্প বিনিয়োগে মোটা লাভ

আসলে আমরা বলছি সার্জিক্যাল ক্যাপ ব্যবসার কথা। চিকিৎসা ক্ষেত্র বলুন বা হোটেল-রেস্টুরেন্ট বা রোডসাইড ফুড স্টল, সমস্ত জায়গায় সার্জিক্যাল ক্ল্যাপ ব্যবহারের প্রবণতা দেখা যায়। দূষণ থেকে বাঁচা বলুন বা স্বাস্থ্য সুরক্ষা, এই ক্যাপের চাহিদা দিনের পর দিন হু হু করে বাড়ছে। কিন্তু আপনি কি জানেন, এই ব্যবসার এত চাহিদা সত্বেও উৎপাদন খুবই সীমিত?

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

মাত্র 1 লক্ষ টাকায় শুরু করুন ব্যবসা

আগে এই ব্যবসা শুরু করতে গেলে মোটামুটি 10 লক্ষ টাকার একটি মেশিন প্রয়োজন হতো। তবে এখন বাজারে এসেছে এর মিনি ভার্সন, যার দাম মাত্র 1 লক্ষ টাকা। এটি একটি অটোমেটিক মেশিন, যা দৈনিক প্রায় 30 হাজার সার্জিক্যাল ক্যাপ তৈরি করতে পারে। সবথেকে বড় ব্যাপার, কম বিদ্যুৎ খরচ এবং স্বল্প জায়গার মধ্যে খুব সহজেই এই ব্যবসা করা যায়।

সবার জন্যই উপযুক্ত ওই ব্যবসা

এই ব্যবসার সবথেকে গুরুত্বপূর্ণ দিক হলো, এটি কোনও নির্দিষ্ট শ্রেণীর জন্য নয়। আপনি যদি একজন কলেজ পড়ুয়া হন বা কোন গৃহবধূ হন বা অবসরপ্রাপ্ত ব্যাক্তি, সবাই এই ব্যবসা করতে পারে। এমনকি এই ব্যবসার জন্য কোনও অভিজ্ঞতার প্রয়োজন হয় না। শুধু তাই নয়, যদি শুধুমাত্র উৎপাদন না করে বিক্রি করতে পারেন, তাহলে লাভের অংক আরো বাড়বে।

B2B মডেলে বাড়বে বিক্রি

যদি শুধু দোকান খুলে বসেন, তাহলে হয়তো বিক্রি খুব সীমিত হবে। বরং সঠিক পথ অবলম্বন করতে হবে। এর জন্য আপনার নিজের শহরের হাসপাতাল, হোটেল, স্কুল-কলেজ বা খাবারের দোকানে যোগাযোগ রাখতে হবে। হ্যাঁ, এই সমস্ত জায়গায় পৌঁছে দিন সার্জিক্যাল ক্যাপ। এছাড়া একটা মোবাইল সেলস টিম তৈরি করুন, যারা পাবলিক প্লেসে এই ক্যাপ বিক্রি করবে। এতে যেমন ব্র্যান্ডিং হবে, তেমন লাভ হবে।

50 পয়সার ক্যাপ বাজারে বিক্রি হয় 5 টাকায়

এই ব্যবসার লাভের অংক শুনলে আপনার চক্ষু চড়কগাছে উঠবে। হিসাব বলছে, একটি সার্জিক্যাল ক্যাপ তৈরি করতে মাত্র 50 পয়সা খরচ হয়। অথচ সেই একটি ক্যাপই বাজারে 5 টাকায় বিক্রি হয়। আর আপনি যদি পাঁচটি ক্যাপের একটি প্যাকেট তৈরি করে 5 টাকায় বিক্রি করেন, তাহলে রিটেইলার সেটিকে 10 টাকা পর্যন্ত বিক্রি করে। তা সত্ত্বেও আপনি প্রতি ক্যাপে 2 টাকা পর্যন্ত লাভ করতে পারবেন। আর 30 হাজার ক্যাপ যদি প্রতিদিন বিক্রি করতে পারেন, তাহলে আপনার আয় হতে পারে 15 হাজার টাকা। মানে মাস গেলে আয় দাঁড়াবে 3 লক্ষ টাকা।

আরও পড়ুনঃ ধোঁকা দিচ্ছে চিনই! ড্রাগনের চিটিংবাজির কারণেই বারবার ল্যাজেগোবরে পাকিস্তান

তাই একটি ছোট মেশিন, সামান্য জায়গা আর সামান্য পরিশ্রম দিয়ে শুরু করুন সার্জিক্যাল ক্যাপের ব্যবসা। একবার লাভ হওয়া শুরু হলে আর পেছন ফিরে তাকাতে হবে না। মাস গেলে হাতে আসবে মোটা অংকের লাভ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group