সৌভিক মুখার্জী, কলকাতা: তরকারির স্বাদ কিংবা রান্নাঘরের প্রয়োজন, ভোজ্য তেলের গুরুত্ব আর আলাদা করে বলার দরকার পড়ে না। আর সেই চাহিদা মেটাতে এবার ভারত নতুন রেকর্ড করল। মাত্র দুই দিনেই আর্জেন্টিনা থেকে ৩ লক্ষ মেট্রিক টন সয়াবিন তেল কিনে (India Oil Import) ফেলেছে ভারত, যা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে নজিরবিহীন ঘটনা।
আর্জেন্টিনার সিদ্ধান্তেই ভারত খেল লাভের গুড়
প্রসঙ্গত, আর্জেন্টিনা সম্প্রতি তাদের অর্থনীতিকে টেনে তুলতে চাঙ্গা করতে এবং দুর্বল পেসোকে সামালানোর জন্য বড়সড় পদক্ষেপ গ্রহণ করেছে। সয়াবিন এবং বেশ কিছু খাদ্য পণ্যের রপ্তানি শুল্ক সাময়িকভাবে বাতিল করে দিয়েছে তারা। আর এই সিদ্ধান্ত কার্যকর হতেই বাজারে একাধিক পণ্যের দাম অনেকটাই কমেছে। প্রায় প্রতি টনে ৫০ ডলার দাম তলানিতে ঠেকেছে। এদিকে ভারত বিশ্বের সবথেকে বড় ভোজ্য তেল আমদানিকারক দেশ। তাই তারা সেই সুযোগ হাতছাড়া করেনি। মঙ্গলবার এবং বুধবার মিলিয়েই বেসরকারি বাণিজ্যিক সংস্থাগুলি রেকর্ড পরিমাণ চুক্তি সেরে ফেলেছে।
রেকর্ড ভাঙল দু’দিনে
প্রসঙ্গত, ভারত মাসে গড়ে ২.৭ থেকে ২.৮ লক্ষ মেট্রিক টন তেল আমদানি করে। তবে এই সপ্তাহে মাত্র দুই দিনেই ৩ লক্ষ টন তেল কিনেছে ভারত, যা অতীতের সমস্ত রেকর্ডকে টেক্কা। এমনকি দামও অনেকটাই তলানিতে। টন প্রতি দাম দাঁড়িয়েছে ১১০০ থেকে ১১২০ ডলার। এক ব্যবসায়ী জানিয়েছে, শুল্ক ছাড়ের কারণে হঠাৎ করে দাম অনেকটাই পড়ে যায়। ফলে ভারতীয় ক্রেতারা ঝাঁপিয়ে পড়ে।
India and Argentina strengthen cooperation in the edible oil sector. Delegations discussed trade in soybean and sunflower oils, India’s import outlook, and Argentina’s advanced digital stock management systems. Both sides agreed to explore technical collaboration, capacity… pic.twitter.com/8yKHNzYVpi
— Department of Food & Public Distribution (@fooddeptgoi) September 23, 2025
এদিকে ভারত সাধারণত পাম তেল আনে ইন্দোনেশিয়া আর মালয়েশিয়ার মতো দেশগুলি থেকেই। পাশাপাশি সয়াবিন তেল আর্জেন্টিনা ও ব্রাজিল থেকেই আসে। কিন্তু সয়াবিন তেলের কেনাকাটার ফলে পাম তেলের চাহিদা কিছুটা কমে যেতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও উৎসবের মরসুমে পাম তেলের চাহিদা বাড়ার প্রবণতা থাকে। কিন্তু আর্জেন্টিনার এই শুল্কনীতি বিশ্ববাজারে নতুন কোনও প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে বিশেষজ্ঞরা।
আরও পড়ুনঃ ‘এরপরেও জিতেছি বলছেন!’ পাক প্রধানমন্ত্রীকে যোগ্য জবাব দেওয়া কে এই পেটাল গেহলট?
পরিসংখ্যান কী বলছে?
এদিকে রিপোর্ট বলছে, আগস্ট মাসে ভারতের সয়াবিন তেল আমদানি ২৫% হ্রাস পেয়েছে, যা শেষ চার মাসের মধ্যে সর্বনিম্ন। তবে আগস্ট মাসে মোট ভোজ্য তেল আমদানি ৪.৭% বেড়ে ১.৬২ মিলিয়ন টনে দাঁড়িয়েছে, যা জুলাইয়ের পর সর্বাধিক। এমনকি উৎসবের মরসুমে সূর্যমুখী তেল, পাম তেল এবং সয়াবিন তেলের চাহিদা একইসঙ্গে বাড়বে বলে অনুমান করা হচ্ছে।