আম্বানির মুকুটে নয়া পলক! SBI-কে হটিয়ে এই কোম্পানির দখল নিল Jio

Published on:

Mukesh Ambani

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের আর্থিক খাতে এবার বিরাট পদক্ষেপ নিল মুকেশ আম্বানির (Mukesh Ambani) মালিকাধীন সংস্থা জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড (JFSL)। জানা গেল, দেশের বৃহত্তম রাষ্ট্রয়াত্ত ব্যাঙ্ক SBI-র হাতে থাকা জিও পেমেন্টস ব্যাঙ্কের সম্পূর্ণ মালিকানা এবার আম্বানির ঝুলিতে উঠে আসলো। আসলে গত 4 জুন RBI-র ছাড়পত্র পাওয়ার পর SBI-র মালিকাধীন 17.8% শেয়ার কিনে নিয়েছিল JFSL।

হিসাব করে জানা গেল, প্রায় 7 কোটি 90 লক্ষ 80 হাজার ইকুইটি শেয়ার আম্বানির সংস্থার হাতে এসেছিল। আর এই লেনদেনের আর্থিক মূল্য ধরা হয়েছিল প্রায় 104.54 কোটি টাকা। এর জেরেই জিও পেমেন্টস ব্যাঙ্ক এখন সম্পূর্ণ আম্বানির আওতায় চলে আসলো। জানা যাচ্ছে, আগে এটি ছিল রিলায়েন্স এবং SBI-র যৌথ অংশীদারিত্বের আওতায়।

JFSL কী কী পরিষেবা দেয়?

খোঁজ নিয়ে জানা গেল, জিও ফিন্যান্সিয়াল সার্ভিস বর্তমানে ভারতের আর্থিক খাতে বিভিন্ন রকম পরিষেবা প্রদান করে থাকে। এদের মূল লক্ষ্য বিনিয়োগ, ইন্সুরেন্স ব্রোকিং, পেমেন্ট ব্যাঙ্ক, পেমেন্ট সার্ভিস এবং পেমেন্ট গেটওয়ে পরিষেবা।

2023 সালের আগস্ট মাসে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ থেকে এটি আলাদা হয়ে গিয়েছিল। আর তখন স্বাধীন সংস্থা হিসেবে ভারতের শেয়ারবাজারে আত্মপ্রকাশ করছিল JFSL। জানলে অবাক হবেন, বর্তমানে এদের বাজার মূল্য দাঁড়িয়েছে প্রায় 1.3 লক্ষ কোটি টাকা। 

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

পাশাপাশি বলে রাখি, গত 18 জুন জিও ফাইনান্সিয়াল সার্ভিসের শেয়ারের মূল্য ছিল 288 টাকা, যা বিগত দিনের তুলনায় 1.80 টাকা পতন। শতাংশের বেসিসে হিসাব করলে তা দাঁড়ায় 0.62% হ্রাস।

আরও পড়ুনঃ ‘ভারত আমাদের পারমাণবিক কেন্দ্রে হামলা…’, আসিম মুনিরের মন্তব্যে তোলপাড় পাকিস্তান

সংস্থার লাভ কীরকম?

জানা যাচ্ছে, JFSL-র নেট প্রফিট 1.7% বেড়েছে। 2024-25 অর্থবর্ষের মার্চ ত্রৈমাসিকে লাভ বেড়েছে প্রায় 316 কোটি টাকা। যেখানে 2024-25 অর্থবর্ষের একই সময়ে লাভের অঙ্ক ছিল 310.6 কোটি টাকা। এমনকি নেট ইন্টারেস্ট ইনকাম কিছুটা কমে 268.09 কোটিতে ঠেকেছে। তবে মোট আয় বেড়েছে 18%।

বলে দিই, JFSL-র অধিগ্রহণের ফলে জিও পেমেন্ট ব্যাঙ্কের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবার আম্বানির হাতে আসলো। পাশাপাশি একে হাতিয়ার করে নিজেদের আর্থিক পরিষেবার পরিধি এবার আরও বাড়াতে পারবে জিও। এমন ভারতের ডিজিটাল ব্যাঙ্কিং ক্ষেত্রেও জিওর প্রভাব আরও শক্তিশালী হবে, তা বলার অপেক্ষা রাখে না।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥