সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান সময়ে দাঁড়িয়ে যে হারে মূল্যবৃদ্ধি হচ্ছে, তাতে মানুষ চাকরির অনিশ্চয়তায় ব্যবসার দিকে পা বাড়াচ্ছে। তবে সবাই তো সঠিক ব্যবসার রাস্তা খুঁজে পান না। অনেকেই চায় কম বিনিয়োগে মোটা অংকের লাভ হবে, এমন ব্যবসার (Business Idea) দিকে পা বাড়ানোর। আর সেই প্রশ্নরই উত্তর দেবো আজ এই প্রতিবেদনে। আজ এমন একটি ব্যবসার কথা বলবো, যাতে কম খরচে মোটা অংকের মুনাফা আসে।
কোন ব্যবসার কথা বলছি আমরা?
আসলে আমরা বলছি প্যাকেজিং মেশিনের ব্যবসার কথা। হ্যাঁ, প্যাকেজিং মেশিন দেখতে ছোট হলেও এর কাজ একেবারে পেশাদার স্তরে। মশলা, চাল, ডাল, গুড়ো পণ্য বা অন্য যেকোনো ছোট পণ্য এই মেশিন ব্যবহার করে খুব সহজেই আপনি পলিথিন বা প্লাস্টিক প্যাকেজে সিল করে দিতে পারবেন।
আসলে এই মেশিনটি একটি হাই টেম্পারেচার প্যানেল ব্যবহার করে তৈরি করা হয়, যা প্লাস্টিক বা পলিথিনকে গরম করে খুব সহজেই পণ্যের চারপাশে ভালোভাবে সিল করে দেয়। আর এতে সময়ও বাঁচে এবং প্যাকিংও হয় নিখুঁতভাবে। আর পণ্যের মান দীর্ঘদিন বজায় থাকে।
ঘরে বসেই শুরু করুন এই ব্যবসা
এই প্যাকেজিং মেশিনের ব্যবসার সব থেকে বড় সুবিধা হল, এটি খুব কম জায়গায় আপনি শুরু করতে পারবেন এবং বিদ্যুৎ খরচ হয় সামান্য। মানে একটা রান্না ঘর বা ছোট ঘরের এক কোণে এই মেশিন বসিয়ে আপনি শুরু করতে পারবেন এই ব্যবসা। এমনকি চাইলে বাড়ির অন্যান্য কাজ সামলেও এই মেশিন চালাতে পারবেন। জানা যাচ্ছে, 1 কেজি থেকে 5 কেজি পর্যন্ত প্যাকেট আপনি খুব সহজেই অনায়াসে বানাতে পারবেন এই মেশিনের মাধ্যমে।
কত খরচ পড়বে এই মেশিনের জন্য?
আসলে এই ছোট প্যাকেজিং মেশিনের দাম পড়বে মাত্র 15 হাজার টাকা থেকে 20 হাজার টাকা। আপনি চাইলে অনলাইন ই-কমার্স সাইট বা স্থানীয় কোনও মেশিনারি দোকান থেকে খুব সহজেই এটা কিনতে পারবেন। প্রথম দিকে খরচ একটু বেশি মনে হলেও মাসে কয়েক হাজার টাকা উপার্জন শুরু হলে আপনি বুঝতে পারবেন যে এই ব্যবসার লাভ কতটা।
আরও পড়ুনঃ ভরাডুবির বাজারে এই ১০ শেয়ার দিতে পারে ২৫% রিটার্ন! পরামর্শ SBI সিকিউরিটিজের
কাজ পাবেন কোথা থেকে?
আপনি চাইলে কোনও স্থানীয় মুদি দোকান, ছোট কারখানা বা মশলার ব্যবসায়ী বা হোমমেড প্রোডাক্ট প্রস্তুতকারীদের কাছ থেকে প্যাকেজিং এর অর্ডার খুব সহজে নিতে পারবেন। অনেক ব্যবসায়ী এমন লোক খুঁজে থাকে, যারা কম খরচে দ্রুত প্যাকিং সার্ভিস দেয়। আর আপনি এই ব্যবসার মাধ্যমে সেই সমস্যার সমাধান হয়ে উঠতে পারেন।
তাই যারা নিজের পায়ে দাঁড়াতে চান, চাকরির নির্ভরতা ছাড়িয়ে নিজে কিছু করতে চান, তাদের জন্য এই ব্যবসা হতে পারে একদম সোনায় সোহাগা। কারণ কোনও জটিল ট্রেনিং ছাড়া, কোনও বড় অফিস ছাড়া শুধুমাত্র নিজের ইচ্ছা আর সামান্য একটু জায়গা থাকলেই গড়ে তুলতে পারবেন স্থায়ী ইনকামের পথ।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |