আয়ের তথ্যে গরমিলের! আদানির সংস্থাকে মোটা জরিমানা আয়কর দপ্তরের

Published:

Adani Company Fined By Income tax department
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গৌতম আদানির সংস্থাকে এবার মোট অঙ্কের জরিমানা করল ভারতীয় আয়কর দপ্তর (Adani Company Fined)। জানা যাচ্ছে, 2015-16 এবং 2018-19 দুই আর্থিক বছরের আয়ের তথ্যে গরমিল করার অভিযোগে দুটি আলাদা বছরের জন্য সর্বসাকুল্যে 23 কোটি টাকার জরিমানা করা হয়েছে আদানি গ্রুপের সিমেন্ট প্রস্তুতকারক সংস্থা এসিসি সিমেন্টকে। সূত্রের খবর, খুব শীঘ্রই এই সিদ্ধান্তের বিরুদ্ধে স্থগিতাদেশের আবেদন করবে এসিসি সিমেন্ট।

দুটি আলাদা বছরের জন্য আলাদা আলাদা জরিমানা

ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, 2015-16 আর্থিক বছরে আয় সংক্রান্ত ভুল তথ্য জমা দেওয়ার অভিযোগে এসএসসি সিমেন্টের উপর 14 কোটি 22 লক্ষ টাকার জরিমানা বসিয়েছে আয়কর দপ্তর। এছাড়াও, 2018-19 আর্থিক বছরের জন্য ঠিক একই কারণে আদানি গ্রুপের অধীনস্থ এসিসি সিমেন্টের উপর 8 কোটি 85 লক্ষ টাকার জরিমানা করা হয়েছে আয়কর দপ্তরের তরফে।

প্রতিক্রিয়া দিয়েছে এসিসি সিমেন্ট

রিপোর্ট অনুযায়ী, আয়কর দপ্তরের তরফে জরিমানার নির্দেশ পেতেই তড়িঘড়ি প্রতিক্রিয়া জানিয়েছে আদানি গ্রুপের অধীনে থাকা সিমেন্ট প্রস্তুতকারক সংস্থা এসিসি। একটি রেগুলেটরি ফাইলিংয়ের মাধ্যমে সংস্থাটি জানায়, এই দুই নির্দেশিকার বিরুদ্ধে লড়াইয়ের জন্য খুব শীঘ্রই তারা আয়কর কমিশনারের কাছে আবেদন জানাবে। সেই সাথে, জরিমানার নির্দেশ যাতে স্থগিত করা হয় তারও আবেদন করবে।

সিমেন্ট প্রস্তুতকারক সংস্থাটি সাফ জানিয়েছে, ‘এই জরিমানার সাথে আদানি গ্রুপের কোনও সম্পর্ক নেই। তারা সংস্থাটি অধিগ্রহণের আগেই আয় সংক্রান্ত তথ্যে গরমিলের অভিযোগ উঠেছে।’ বলাই বাহুল্য, আদানি গ্রুপ এসিসি সিমেন্ট সংস্থাটি কিনেছিল 2022 সালে। কাজেই, আয়ের তথ্যে গরমিলের অভিযোগ এর বহু আগের। তাই জরিমানার সাথে আদানি গ্রুপের কোনও সম্পর্ক থাকার কথা নয়।

অবশ্যই পড়ুন: সৌদি আরবের পাশাপাশি সোমালিয়ার সাথেও প্রতিরক্ষা চুক্তি পাকিস্তানের

উল্লেখ্য, 2024-25 আর্থিক বছরে প্রায় 3 কোটি 90 লক্ষ টন সিমেন্ট বিক্রি করে 21 হাজার 762 কোটির রাজস্ব ঘরে তুলেছিল এসিসি সিমেন্ট। এদিকে, গত 3 অক্টোবর দিনের শেষে সংস্থাটির শেয়ারের দাম ছিল 1 হাজার 847 টাকা। বর্তমানে সেই দামে কোনও নড়চড় হয়নি। তাছাড়াও সংস্থাটি স্টকহোল্ডারদের আশ্বস্ত করে বলছে, ‘জরিমানা সংক্রান্ত বিষয়ের কোনও প্রভাব সংস্থার আর্থিক কার্যকলাপ বা স্টকের উপর পড়বে না।’

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join