Indiahood-nabobarsho

বিরাট লস, এবার এই ব্যবসা বন্ধ করবে আদানি গ্রুপ

Published on:

adani group

শ্বেতা মিত্র, কলকাতাঃ আশঙ্কাই যেন সত্যি হল। বছর শেষ হওয়ার আগে বড়সড় সিদ্ধান্তের পথে হাটল আদানি গ্ৰুপ (Adani Group)। কেউ হয়তো ভাবতেও পারেননি যে এমনটা হতে পারে। এক সময়ে শেয়ার মার্কেটের সূচকে শীর্ষে থাকা কোম্পানির থেকে আদানির মুখ ফেরানোর সিদ্ধান্ত সকলকে চমকে দিয়েছে।  কথা হচ্ছে Adani Wilmar নিয়ে। গত বছরের ফেব্রুয়ারিতে আদানি উইলমারের IPO এসেছিল। তালিকাভুক্তির পর আদানি উইলমার বিনিয়োগকারীদের কাছে শক্তিশালী মুনাফা অর্জনের এক আলাদাই জায়গা হয়ে গেছিল। যদিও গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৭ দশমিক ৩৭ শতাংশ। এবার বছর শেষে বড় ঘোষণা দিল আদানি গোষ্ঠী।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বড় ঘোষণা আদানি গোষ্ঠীর

বস্তুত, গ্রুপের ফ্ল্যাগশিপ সংস্থা আদানি এন্টারপ্রাইজেস (AEL) আদানি উইলমার থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে আসার ঘোষণা করেছে। শেয়ার বাজারকে দেওয়া তথ্যে আদানি এন্টারপ্রাইজেস জানিয়েছে, তারা আদানি উইলমার লিমিটেডের ১৩ শতাংশ শেয়ার বিক্রি করবে। রিপোর্ট অনুযায়ী, আদানি উইলমার থেকে বেরিয়ে এসে ২০০ কোটি ডলারের বেশি (প্রায় ১৭ হাজার কোটি টাকা) সংগ্রহ করবে আদানি এন্টারপ্রাইজ।

যতদূর জানা যাচ্ছে, আদানি এন্টারপ্রাইজেস আদানি উইলমারের মোট ৪৪ শতাংশ শেয়ার বিক্রি করবে। উইলমার ইন্টারন্যাশনাল আদানি উইলমারে এইএল-এর ৩১ শতাংশ শেয়ার অধিগ্রহণ করতে সম্মত হয়েছে। এই চুক্তির ফলে আদানি এন্টারপ্রাইজেস পুরোপুরি আদানি উইলমার থেকে বেরিয়ে যাবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

হু হু করে কমছে শেয়ারের দাম

আদানি উইলমার ভারতের অন্যতম শীর্ষস্থানীয় এফএমসিজি সংস্থা যা ভোজ্য তেল তৈরি ও বিক্রি করে। যাইহোক, সোমবার ট্রেডিং শেষে, আদানি উইলমারের শেয়ার বিএসইতে ০. ১৭ শতাংশ কমে ৩২৯. ৫০ টাকায় বন্ধ হয়েছে। একই সময়ে, বিএসইতে আদানি এন্টারপ্রাইজের শেয়ার ৭. ৬৫ শতাংশ বেড়ে ২৫৯৩. ৪৫ টাকায় বন্ধ হয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group