কম বিনিয়োগে মোটা আয়, ছাদে শুরু করুন ‘ডেজার্ট রোজ’-র ব্যবসা, আর তাকাতে হবে না ঘুরে

Published on:

Adenium Baba is earning millions of rupees per month

সৌভিক মুখার্জী, কলকাতা: ঘরে বসেই লাখ টাকা আয় করা সম্ভব! শুনতে হবে লাগলেও এটাই সত্যি। কারণ মুজফফরপুরের সঞ্জয় কুমার অরফে ‘অ্যাডেনিয়াম বাবা’ এবার সেটাই করে দেখিয়েছেন। ছাদে তৈরি একটি ছোট্ট বাগান থেকে যাত্রা শুরু করে এখন তিনি হাজার হাজার ‘ডেজার্ট রোজ’ চাষ করে ব্যবসাটি এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, যা থেকে প্রতিমাসে তিনি লাখ লাখ টাকা আয় করছেন। আসুন জেনে নিই কীভাবে শুধুমাত্র একটি অ্যাডেনিয়াম গাছ থাকে তিনি লাখ টাকা উপার্জন করছেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কীভাবে অ্যাডেনিয়াম বাবা হয়ে উঠলেন সঞ্জয় কুমার ?

আজ থেকে ১০ বছর আগের ঘটনা। সঞ্জয় কুমার মাত্র ৫০ টাকা দিয়ে একটি অ্যাডেনিয়াম গাছ কিনেছিলেন। গাছটি নিজের বাড়ির ছাদেই বসিয়েছিলেন। এরপর তিনি বুঝতে পারেন যে, এই গাছের চারা খুব সহজেই তৈরি করা যায়। যেমন ভাবনা তেমন কাজ। একটি গাছ থেকেই তিনি ধীরে ধীরে হাজার হাজার গাছ তৈরি করেন। প্রথমে আত্মীয় ও প্রতিবেশীদের তিনি গাছ উপহার দিতেন। পরে নিজেই ব্যবসা শুরু করেন। এখন প্রতিটি চারা গাছ ৫০ টাকা দরে তিনি নার্সারিতে বিক্রি করেন। আর আজকের দিনে দাঁড়িয়ে তার পরিচয় শুধুমাত্র সঞ্জয় কুমার নয়। সবাই তাকে ‘অ্যাডেনিয়াম বাবা’ নামেই চেনেন।

কীভাবে সঞ্জয় কুমার গাছ উৎপাদন করেন?

আসলে সঞ্জয়ের গাছ চাষের পদ্ধতিও বেশ সহজ। তিনি নারকেলের খোসার গুঁড়ো ব্যবহার করে অল্প খরচে হাজার হাজার গাছ উৎপাদন করেন। প্রথমে তিনি বীজ ট্রেতে নারকেলের গুঁড়ো রেখে অ্যাডেনিয়াম বীজ রোপন করেন। সাধারণত ১০ দিনের মধ্যেই চারাগাছ জন্মে যায়। এরপর ২ মাসের জন্য তিনি অন্য ট্রেতে সেই চারাগুলিকে রেখে বৃদ্ধি করেন। জানলে অবাক হবেন, একসঙ্গে ১০০০টি গাছ নার্সারিতে তিনি সরবরাহ করেন। এই পদ্ধতিতে তার গাছ উৎপাদনের খরচ বলতে গেলে প্রায় শূন্য। অথচ তার উপার্জন লাখ টাকার বেশি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

টেরেস গার্ডেনিং ব্যবসায় সাফল্যের কারণ

প্রথমত এই ব্যবসা (Business Idea) করতে গেলে কোনরকম রাসায়নিক সার বা কীটনাশকের প্রয়োজন নেই। তাই খরচ সীমিত। দ্বিতীয়ত, শুধুমাত্র বাড়ির ছাদ ও সামান্য নারকেলের গুঁড়ো ব্যবহারেই হাজার হাজার গাছ উৎপাদন করা যায়। আর এই গাছ সৌন্দর্যপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। সব থেকে বড় ব্যাপার, এই গাছ রক্ষণাবেক্ষণ করতে খুব একটা যত্ন নিতে হয় না। ফলে কম পরিশ্রমে প্রচুর পরিমাণে মুনাফা পাওয়া যায়। 

অ্যাডেনিয়াম বাবার সাফল্যের রহস্য

সঞ্জয় কুমার বলেছেন, “আমি মাত্র ৫০ টাকায় একটি গাছ কিনেছিলাম। আজ সেই একটি গাছ থেকে হাজার হাজার চারা তৈরি হচ্ছে। নিজের ছাদে বসেই আমি ব্যবসা করছি, তাও বিশাল লাভে। আমার লক্ষ্য এখন এই ব্যবসাকে আরো বড় করা।”

আরও পড়ুনঃ ট্রাম্পের মাস্টারস্ট্রোকে স্বস্তি মিলবে ভারতে, হু হু করে দাম কমবে পেট্রোল ডিজেলের

আসলে নিজের সঠিক পরিকল্পনা এবং পরিশ্রম থাকলে বাড়ি বসেই লাখপতি হওয়া যায়। তাই আপনার যদি বাড়ির ছাদ বা ব্যালকনিতে সামান্য খালি জায়গা থাকে, তাহলে আপনিও অ্যাডেনিয়াম বা অন্যান্য  গাছের চাষ শুরু করতে পারেন। কারণ স্বল্প বিনিয়োগে এই ব্যবসা শুরু করলে মাস শেষে পকেটে আসবে মোটা অঙ্কের টাকা।

গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group