শ্বেতা মিত্রঃ একদিকে যখন গোটা দেশজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে তখন অন্যদিকে বিরাট রকমের ধাক্কা খেল মুকেশ আম্বানি (Mukesh Ambani)। হ্যাঁ ঠিকই শুনেছেন। কয়েক হাজার কোটি টাকার ক্ষতি সম্মুখীন হতে হল ভারতের সবথেকে ধনকুবের ব্যবসায়ীকে। কেউ হয়তো ভাবতেও পারেননি এমনটা ঘটবে। এক দুই কোটি টাকা নয়, মাত্র দুদিনে এক ধাক্কায় ৮০ হাজার কোটি টাকার ক্ষতি হয়ে গেল মুকেশ আম্বানির। আপনিও জানতে ইচ্ছুক যে কি হয়েছে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
৮০, ০০০ কোটি টাকার ক্ষতি
এমনিতে যারা শেয়ার বাজার নিয়ে খোঁজ খবর রাখেন তারা জানবেন যে বিগত কয়েকদিন ধরে শেয়ার বাজারের বিভিন্ন শেয়ারে উত্থান পতন অব্যাহত রয়েছে। রিলায়েন্স কোম্পানির বিভিন্ন শেয়ারে ব্যাপক উত্থান পতন লক্ষ্য করা যাচ্ছে। যাদের কপাল ভালো তারা কিছু সময়ের মধ্যে ভালো রকম টাকা উপার্জন করতে সক্ষম হয়েছেন কিন্তু যারে কপাল খারাপ তারা বহু টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন। আর এই ক্ষতির হাত থেকে রেহাই পেলেন না খোদ মুকেশ আম্বানিও। রীতিমতো ৮০ হাজার কোটি টাকা জলে চলে গেছে তাঁর কোম্পানির।
জানা গিয়েছে, গত দুই দিন ধরে শেয়ারবাজার নিম্নমুখী অবস্থায় রয়েছে। সোমবার সেনসেক্স ১১০০ পয়েন্টের বেশি পড়ে গেলেও মঙ্গলবারও তা আরও সামান্য পড়ে যায়। এই পতনে অনেক বড় কোম্পানির নাম রয়েছে। যার মধ্যে অন্যতম হল রিলায়েন্স ইনডাস্ট্রিজ। গত সোম ও মঙ্গলবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের ব্যাপক পতন হয়েছে। এই পতনের জেরে সংস্থার বাজার মূলধন কমেছে প্রায় ৮০ হাজার কোটি টাকা।
মুখ থুবড়ে পড়ল মুকেশ আম্বানির কোম্পানি
সোমবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম কমেছে ৩ শতাংশেরও বেশি। বোম্বে স্টক এক্সচেঞ্জে স্টকটি ৩. ৩৫ শতাংশ কমে ২, ৯৫৬. ৭৯ টাকায় দাঁড়িয়েছে। মঙ্গলবারও শেয়ারে ব্যাপক পতন অব্যাহত ছিল। মঙ্গলবার তা কমেছে ০.৮৯ শতাংশ। এই পতনের পরে, এই সংস্থার স্টক ২৯২৭ টাকায় নেমে এসেছিল। দু’দিনের পতনের ফলে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মার্কেট ক্যাপ ছুঁয়েছে প্রায় ৮০ হাজার কোটি টাকা। সোমবার ৩ শতাংশের বেশি পতনের কারণে সংস্থার বাজার মূলধন কমেছে প্রায় ৬৭ হাজার কোটি টাকা। এই পতনের ফলে সংস্থার বাজার মূলধন কমে দাঁড়িয়েছে ১৯.৯৮ লক্ষ কোটি টাকায়।