মাত্র ৯৯ টাকায় আনলিমিটেড! Jio, BSNL-কে চাপে ফেলে ধামাকা রিচার্জ প্ল্যান আনল Airtel

Published on:

bharti airtel

শ্বেতা মিত্র, কলকাতাঃ মূল্যবৃদ্ধির চাপে প্রাণ ওষ্ঠাগত সাধারণ মানুষের। যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে সেখানে মানুষ খাবে কী আর ফোনই বা কীভাবে রিচার্জ করবেন সেই নিয়ে উঠছে প্রশ্ন। ২০২৪ সালের জুলাই মাসে দেশের বড় বড় টেলিকম সংস্থা যেমন Airtel, রিলায়েন্স Jio থেকে শুরু করে ভোডাফোন আইডিয়া এক নিজেদের রিচার্জ মূল্য এক ধাক্কায় ২৫ শতাংশ মহার্ঘ্য করে। এরপর থেকেই হু হু করে গ্রাহক কমতে শুরু করেছে এই কোম্পানিগুলির। অন্যদিকে এর ফলে পোয়া বারো হয়েছে সরকারি টেলিকম সংস্থা BSNL-এর। বিপুল সংখ্যক ব্যবহারকারী বেসরকারি টেলিকম সংস্থাগুলির পরিকল্পনার তুলনায় বিএসএনএল রিচার্জ প্ল্যানগুলিকে আরও সাশ্রয়ী বলে মনে করেন। তবে এই মার্কেট ট্র্যাটেজি কে দেখে বড় পদক্ষেপ নিল এয়ারটেল (Airtel)। এবার এই সংস্থাও একদম জলের দরে রিচার্জ প্ল্যান লঞ্চ করল। এদিকে এহেন পদক্ষেপের জেরে ভোডাফোন আইডিয়া থেকে শুরু করে বিএসএনএল এবং জিও অনেকটাই ধাক্কা খাবে বলে মনে করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বড় পদক্ষেপ Airtel -এর

গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে এয়ারটেল (Bharti Airtel) একটি নতুন প্ল্যান নিয়ে এসেছে। সংস্থাটি তার মিলিয়ন ব্যবহারকারীদের জন্য কয়েকটি পরিকল্পনা লঞ্চ করেছে। এই প্ল্যানগুলির দাম শুনলে আকাশ থেকে পড়বেন আপনিও। এই প্ল্যানগুলি গ্রাহকদের আরও বেশি ইন্টারনেট ব্যবহারের অনুমতি দেবে। এর মধ্যে একটি প্ল্যান আনলিমিটেড ইন্টারনেট অ্যাক্সেস অফার করছে এবং এর দাম ১০০ টাকারও কম।

সংস্থাটি বেশ কয়েকটি প্ল্যান চালু করেছে। কোম্পানির সবচেয়ে সাশ্রয়ী মূল্যের প্ল্যানে আনলিমিটেড ইন্টারনেট সুবিধা দেওয়া হয়েছে যা কিনতে একজন ব্যবহারকারীর খরচ হবে মাত্র ৯৯ টাকা। এই প্ল্যানে একজন ব্যবহারকারী দৈনিক 20GB অতিরিক্ত ডেটা পাবেন। কোনও ব্যবহারকারী এই পরিকল্পনাটি তার চলমান প্ল্যানে যুক্ত করতে পারেন যা একটি দুর্দান্ত অফার। অর্থাৎ এটি Data Add On। এদিকে জিও ব্যবহারকারীরা এখন মাত্র ৮৬ টাকায় আনলিমিটেড ইন্টারনেট উপভোগ করতে পারবেন। এয়ারটেলের প্ল্যানের মতোই 20GB ডেটা অফার করছে সংস্থা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ঘুম উড়ল Jio- র

সাশ্রয়ী মূল্যের পরিকল্পনাগুলি চালু করে এই সংস্থাগুলি তাদের গ্রাহকদের ধরে রাখতে এটি একটি ভাল পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। অন্যদিকে, প্রতারণা সম্পর্কে ব্যবহারকারীদের সচেতন করতে কেন্দ্র পদক্ষেপ নিয়েছে। ইদানীং আন্তর্জাতিক কল সংক্রান্ত জনসাধারণের সতর্কবার্তা জারি করেছে DOT। সরকারের পক্ষ থেকে জনগণকে সাবধানতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group